“চেয়েছিলাম দায়িত্ব নিতে..” ক্যাপ্টেন্সি না পেয়ে আক্ষেপ কমেনি জাদেজার, দিলেন ‘তিন শব্দের’ জবাব !! 1

এজবাস্টনে দ্বিতীয় টেস্টে এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। এন্ডারসন-তেন্ডুলকর ট্রফির প্রথম টেস্টে ৫ উইকেটে পরাজয়ের পর ভারতীয় দল দ্বিতীয় টেস্টে দুরন্ত কামব্যাক করেছে। ভারতীয় দলের চমকপ্রদ প্রত্যাবর্তনের পিছনে ক্যাপ্টেন শুভমান গিলের (Shubman Gill) পাশাপশি, দলের সবথেকে অভিজ্ঞ খেলোয়াড় রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) প্রদর্শন খুবই কার্যকর প্রমাণিত হয়েছে। আবার একবার টস হেরে প্রথমে ব্যাটিং করতে আসতে হয়েছিল টিম ইন্ডিয়াকে। ভারতীয় দলের হয়ে ক্যাপ্টেন শুভমান গিল ২৬৯ রানের দুরন্ত একটি ইনিংস খেলেছেন। শুভমানের এক ইনিংসে হাঁকানো এই রান ভারতীয় ক্রিকেট ইতিহাসে ক্যাপ্টেনের হাঁকানো সবথেকে বেশি রান। প্রথম টেস্টেও তাঁর ব্যাট থেকে শতরান দেখা গিয়েছিল।

ইংল্যান্ডের বিরুদ্ধে জ্বলে উঠেছেন জাদেজা

Ravindra jadeja
Ravindra Jadeja | Image: Getty Images

শুভমানকে দুর্দান্ত ভাবে সমর্থন করেছিলেন দলের সবথেকে অভিজ্ঞ ও বর্তমানে টেস্টের এক নম্বর অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। জাদেজা দ্বিতীয় টেস্টে মাত্র ১১ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেছেন এবং ১৩৭ বলে ৮৯ রানের একটি দূর্দান্ত ইনিংস খেলেছেন। ব্যাট হাতে জাদেজা ১০টি চার ও ১টি ছক্কা হাঁকিয়েছিলেন। ক্যাপ্টেন শুভমান গিলের সাথে তিনি ২০৩ রানের পার্টনারশিপ ও করেছিলেন যেটি খেলার মুহূর্ত ঘুরিয়ে দিয়েছিল। দ্বিতীয় দিনের খেলা শেষে সাংবাদিক সম্মেলনে আসেন জাদেজা (Ravindra Jadeja) সেখানে তিনি শুভমানের বেশ প্রশংসা করেছিলেন। সেখানেই অধিনায়কত্বের প্রশংসা উঠেছিল এবং তিনি তিন শব্দের একটি জবাব দিয়েছিলেন।

Read More: ৬, ৬, ৬, ৪, ৪…জ্বলে উঠলেন সরফরাজ খান, রঞ্জি ট্রফির ম্যাচে করলেন দুরন্ত ট্রিপল সেঞ্চুরি !!

ক্যাপ্টেন্সির প্রসঙ্গে, জাদেজা হেসে বলেন, ‘উও টাইম গ্যায়া‘ অর্থাৎ ‘এখন আর ক্যাপ্টেন হওয়ার বয়স নেই আমার।’ লাল বলের ক্রিকেট থেকে রোহিত শর্মার (Rohit Sharma) অবসরের পর শুভমান গিলকে (Shubman Gill) ক্যাপ্টেন হিসেবে বেছে নেওয়া হয়েছে। তবে, ভারতীয় দলের সবথেকে অভিজ্ঞ খেলোয়াড় রবীন্দ্র জাদেজাকে অনেকেই ক্যাপ্টেন হিসাবে দেখতে চেয়েছিলেন। এমনকি কিংবদন্তি ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিনও জাদেজাকে ভারতীয় পরবর্তী টেস্ট ক্যাপ্টেন হিসাবে দেখতে চেয়েছিলেন। তবে, জাদেজা সবকিছু উপেক্ষা করে ক্যাপ্টেন শুভমানের প্রশংসায় ভরিয়ে দেন।

শুভমানের প্রশংসায় পঞ্চমুখ জাদেজা

Ravindra jadeja
Shubman Gill and Ravindra Jadeja | Image: Getty Images

সম্মেলনে জাদেজা বলেন, “এই টেস্টে দারুণ আত্মবিশ্বাসী মনে হয়েছে গিলকে। ও যখন ব্যাটিং করে, তখন দেখে মনেই হয়না যে ওর উপর (ক্যাপ্টেন্সির) অতিরিক্ত দায়িত্ব রয়েছে। যখন ওর সাথে ব্যাটিং করছিলাম মনে হচ্ছিল কোনো ভাবেই ওকে আউট করা যাবে না। তবে দুর্ভাগ্যজনক ভাবে ওর শটটি ফিল্ডারের হাতে চলে যায়। শুভমান অসাধারণ ব্যাটিং করেছেন। আমরা বড় পার্টনারশিপ বানাতে চেয়েছিলাম, আর সেই লক্ষে আমরা সফল হয়েছি।

প্রথম টেস্টে ব্যার্থতার পর দ্বিতীয় টেস্টে জাদেজা ব্যাট হাতে তার প্রভাব দেখিয়েছেন। গতবার এই ভ্যানুতে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন জাদেজা। তবে, এবার মাত্র ১১ রানের জন্য সেই তিন সংখ্যার মাইলফলক স্পর্শ করতে পারলেন না তারকা অলরাউন্ডার। জশ টংয়ের বাউন্সার সামলাতে না পেরে আউট হন তিনি।

Read Also: Ravindra Jadeja: ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট খলেই অবসর নেবেন রবীন্দ্র জাদেজা, ‘ইংরেজ’ বদ করেই জানবেন আলবিদা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *