আইপিএলে ভরাডুবির মাঝে CSK ছাড়ছেন জাদেজা, এই দলের হয়ে করবেন অধিনায়কত্ব !! 1

বিশ্ব মঞ্চে আইপিএলের (IPL 2025) মতো টুর্নামেন্ট টি-টোয়েন্টি ক্রিকেটকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। বর্তমানে এটি সবচেয়ে জনপ্রিয় এবং ব্যয়বহুল ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট। ২০২৫ আইপিএলে (IPL 2025) প্রথমবারের মতো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bangaluru) চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস তৈরি করেছে। বিরাট কোহলি (Virat Kohli) প্রথমবারের মতো এই অন্যতম সফল টুর্নামেন্টের ট্রফি ছুঁয়ে দেখার সুযোগ পেয়েছেন। তবে অন্যতম সফল দল চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) এই বছর টুর্নামেন্টে হতাশাজনক পারফর্মেন্সের মাধ্যমে সমর্থকদের হতাশ করেছে। এবার এই দলের অন্যতম তারকা ক্রিকেটারের দল বদলের খবর সামনে এলো।

Read More: ভুলের খেসারত! IPL থেকে ব্যান হতে পারে RCB, বড়সড় বিপাকে কোহলির দল !!

চেন্নাই ছাড়ছেন জাদেজা-

আইপিএলে ভরাডুবির মাঝে CSK ছাড়ছেন জাদেজা, এই দলের হয়ে করবেন অধিনায়কত্ব !! 2
Ravindra jadeja | Images: Getty Images

২০২৬ আইপিএলের (IPL 2026) জন্য ইতিমধ্যেই দল নিয়ে চিন্তাভাবনা শুরু করেছে ফ্রাঞ্চাইজিগুলি। এই বছর হতাশাজনক পারফর্মেন্স করার পর ঘুরে দাঁড়াতে চাইছে মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) দল। সূত্র অনুযায়ী সঞ্জু স্যামসনকে (Sanju Samson) রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) থেকে দলে এনে অধিনায়কের দায়িত্ব দিতে চাইছেন চেন্নাইয়ের (CSK) কর্মকর্তারা। এই দলের এক গুরুত্বপূর্ণ সদস্য সম্প্রতি সংবাদমাধ্যমে বলেন, “আমরা সঞ্জু স্যামসনকে (Sanju Samson) দলে নিয়ে আসার জন্য আগ্রহী। তিনি একজন সফল উইকেটকিপার এবং অধিনায়ক। ফলে সুযোগ পেলে অবশ্যই তাকে আমরা দলে বিকল্প ক্রিকেটার হিসেবে চাই।”

এর সঙ্গেই সূত্র অনুযায়ী রাজস্থান রয়্যালস (RR) সঞ্জু স্যামসনকে (Sanju Samson) ছেড়ে দেওয়ার বদলে চেন্নাইয়ের অভিজ্ঞ তারকা অলরাউন্ড রবীন্দ্র জাদেজাকে (Ravindra Jadeja) দলে ফিরিয়ে আনতে চাইছে। উল্লেখ্য আইপিএলের শুরুর দিকে ২০০৮-২০০৯ সালে রাজস্থান রয়্যালসের (RR) সদস্য ছিলেন জাদেজা। এই দলের হয়ে উদ্বোধনী মরসুমেই চ্যাম্পিয়ন হয়েছিলেন এই তারকা অলরাউন্ডার। এছাড়াও তিনি চেন্নাই সুপার কিংসের (CSK) হয়ে নেতৃত্বের দায়িত্ব‌ও সামলেছেন। ফলে জাদেজা রাজস্থানের অধিনায়ক হিসেবে দায়িত্ব নিতে পারেন বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

দুরন্ত ফর্মে জাদেজা-

আইপিএলে ভরাডুবির মাঝে CSK ছাড়ছেন জাদেজা, এই দলের হয়ে করবেন অধিনায়কত্ব !! 3
Ravindra jadeja | Images: Getty Images

এই বছর আইপিএলে (IPL 2025) চেন্নাই সুপার কিংস (CSK) একের পর এক ম্যাচে হেরে প্লে অফে জায়গা করে নিতে পারেনি। তবে রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) ব্যাট এবং বল দুই বিভাগেই নিজের প্রভাব ফেলার চেষ্টা করেছেন। এই বছর টুর্নামেন্টে ১৪ ম্যাচে ৩০১ রান সংগ্রহ করার সঙ্গে সঙ্গে মোট ১০ টি উইকেট তুলে নিয়েছেন এই তারকা অলরাউন্ডার। আইপিএলের পর বর্তমানে তিনি ইংল্যান্ড সফরে ভারতীয় টেস্ট দলের (IND vs ENG) হয়েও বিধ্বংসী ফর্মে রয়েছেন।

লর্ডসে অনুষ্ঠিত হওয়া চলতি সিরিজের তৃতীয় ম্যাচে দ্বিতীয় ইনিংসে কঠিন পরিস্থিতিতে লড়াই চালিয়ে সমর্থকদের মন জয় করে নিয়েছেন এই তারকা অলরাউন্ডার। তিনি দলকে প্রায় জয়ের কাছাকাছি পৌঁছে দিয়েছিলেন। জাদেজা (Ravindra Jadeja) ম্যাচে ৬১ রানে অপরাজিত থাকেন। উল্লেখ্য এখনও পর্যন্ত এই তারকা আইপিএলের মঞ্চে ২৫৬ ম্যাচে ৩২৬০ রান করার সঙ্গে সঙ্গে ১৭০ টি উইকেট সংগ্রহ করেছেন।

Read Also: “গিলের তো দিল টুট গ্যয়া…” অন্য পুরুষে মজে সারা, ভিডিও ঘিরে চর্চা সোশ্যাল মিডিয়ায় !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *