"গম্ভীরের এই ভুলের ক্ষমা নেই..", কুলদীপ যাদবকে একাদশে জায়গা না দেওয়ায় ক্ষুব্ধ রবি আশ্বিন !! 1

গতকাল ভারতীয় (India vs Australia ODI Series) দল অস্ট্রেলিয়া বিপক্ষে ওডিআই সিরিজের প্রথম ম্যাচে লজ্জারজনক হারের সম্মুখীন হয়ে বড়ো ধাক্কা খেয়েছে। ভারতীয় দলের টপ অর্ডার দলকে প্রথম ইনিংসে চাপের মুখে ফেলে দিয়েছিল। দ্বিতীয় ইনিংসে বোলিং আক্রমণ সেইভাবে প্রভাব ফেলতে পারেনি। ফলে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) একাধিক সিদ্ধান্ত বর্তমানে সমালোচনার মুখে পড়েছে। ‌সাম্প্রতিক সময় দুরন্ত ফর্মে থাকার পরও কুলদীপ যাদব (Kuldeep Yadav) একাদশে‌ জায়গা পাননি। ‌ এবার এই বিষয়ে রবিচন্দ্রন আশ্বিন (Ravichandran Ashwin) বিস্ফোরক মন্তব্য করলেন।

Read More: পার্থের মাটিতে ১৭৬.৫ কিমি বেগে বল করে চর্চায় মিচেল স্টার্ক, ভেঙে গেল শোয়েব আখতারের সর্বোচ্চ গতির রেকর্ড !!

কুলদীপের বিষয়ে ক্ষুব্ধ আশ্বিন-

Kuldeep , gambhir
Kuldeep Yadav | Image: Getty Images

বৃষ্টি বিঘ্ন সৃষ্টি করায় ভারত বনাম অস্ট্রেলিয়া প্রথম ওডিআই ম্যাচ ২৬ ওভারে কমিয়ে আনা হয়েছিল। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মা (Rohit Sharma) থেকে শুভমান গিল (Shubman Gill), শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) মতো তারকা সম্পূর্ণরূপে পরাস্ত হয়। শেষ পর্যন্ত অক্ষর প্যাটেল (Axar Patel) এবং কেএল রাহুলের (KL Rahul) ব্যাটিংয়ে ভর করে ব্লু ব্রিগেডরা ১৩৬ রানে পৌঁছায়। ডিএল‌এস মেথডের ভিত্তিতে অজিদের ১৩১ রানের লক্ষ্যমাত্রা দেওয়া হয়।

বল হাতে মহম্মদ সিরাজ (Mohammed Siraj) থেকে আর্শদীপ সিং (Arshdeep Singh), হর্ষিত রানা (Harshit Rana) কেউ প্রভাব ফেলতে পারেননি। অস্ট্রেলিয়া ৭ উইকেটে বিশাল জয় ছিনিয়ে নেয়। ফলে বোলিং আক্রমণে যদি কুলদীপ যাদব (Kuldeep Yadav) থাকতেন তাহলে দল অনেকটাই সাহায্য পেত বলে মনে করছেন রবিচন্দ্রন আশ্বিন। তিনি নিজের ইউটিউব চ্যানেলে এই বিষয়ে বলেন, “আমি বুঝতে পারছি কেন নীতিশ কুমার রেড্ডির (Nitish Kumar Reddy) সঙ্গে দুজন স্পিনারকে রাখা হয়েছে। ওয়াশিংটন সুন্দর (Washington Sundor) এবং অক্ষর প্যাটেল (Axar Patel) ব্যাটিং করতে পারেন।

কিন্তু বোলিং বিভাগের ক্ষেত্রেও গুরুত্ব দেওয়া উচিত ছিল। এত বড়ো মাঠে যদি কুলদীপ যাদবকে (Kuldeep Yadav) বোলিং করার স্বাধীনতা না দেওয়া হয় তাহলে সে কোথায় পাবে? ওভার স্পিনের মাধ্যমে সে অতিরিক্ত বাউন্স পেতে পারতো। বাদ দেওয়া ঠিক হয়নি।”

দুরন্ত ফর্মে কুলদীপ যাদব-

Kuldeep Yadav, ind vs nz
Kuldeep Yadav | Image: Getty Images

রবিচন্দ্রন আশ্বিনের (Ravichandran Ashwin) পর ভারতীয় টেস্ট দলের অন্যতম তারকা স্পিনার হয়ে উঠবেন কুলদীপ যাদব (Kuldeep Yadav) বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে সাম্প্রতিক সময়ে ইংল্যান্ডের (India vs England Test Series) মাটিতে টেস্ট সিরিজে একাদশে সেইভাবে সুযোগ পাননি। তবে ওয়েস্ট ইন্ডিজের (India vs West Indies Test Series) বিপক্ষে সুযোগ পেয়েই বল হাতে জ্বলে ওঠেন এই তারকা। ২ ম্যাচে ১২ টি উইকেট সংগ্রহ করে সিরিজের সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী হয়েছিলেন তিনি। উল্লেখ্য এখনও পর্যন্ত এই তারকা দেশের হয়ে ১১৩ টি ওডিআই ম্যাচে ১৮১ টি উইকেট সংগ্রহ করার সঙ্গে সঙ্গে ১৫ টি টেস্ট ম্যাচে ৬৮ টি উইকেট তুলে নিয়েছেন।

Read Also: আবারও বিরাট-গম্ভীরের দ্বন্দ্ব প্রকাশ্যে, কথা বলা তো দুর-বন্ধ হল মুখ দেখাদেখি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *