Asia cup 2025
IND vs PAK | Image: Getty Images

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2025)। ভারত ও শ্রীলঙ্কা যৌথ ভাবে এই বিশ্বকাপের আয়োজন করতে চলেছে। ভারতের মাটিতেই বেশিরভাগ ম্যাচ খেলতে দেখতে পাওয়া যাবে। শুধু তাই নয়, ভারতের মাটিতে বিশ্বকাপের আসর বসলেও ভক্তদের মধ্যে নেই কোনো উন্মাদনা। এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন  ভারতের প্রাক্তন স্পিনার রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, এই বিশ্বকাপ দেখার আগ্রহ অনেক দর্শকেরই থাকবে না। কারণ হিসেবে তিনি চিহ্নিত করেছেন দুটি বড় সমস্যা উল্লেখ করেছেন।

T20 বিশ্বকাপ নিয়ে ভক্তদের উন্মাদনা কমছে

বিশ্বকাপ
T20 World Cup 2026 | Image: Twitter

অশ্বিনের মতে, আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা তথা ICC- অতিরিক্ত টুর্নামেন্ট আয়োজন এবং বিশ্বকাপে ক্রমবর্ধমান একতরফা ম্যাচ হতে চলেছে। রবিচন্দ্রন অশ্বিন তার ইউটিউব চ্যানেলে বলেছেন, ভারত বনাম নামিবিয়া কিংবা ভারত বনাম যুক্তরাষ্ট্রের মতো ম্যাচগুলি মানুষকে বিশ্বকাপ থেকে দূরে সরিয়ে দেবে। তাঁর মতে, এগুলো এমন ম্যাচ যেখানে প্রতিদ্বন্দ্বিতার অভাব স্পষ্ট। একজন নিরপেক্ষ দর্শক হিসেবে এই ধরনের ম্যাচ দেখতে বসার আগ্রহ অনেকটাই কমে যায়। শুধু ম্যাচের মান নয়, অশ্বিন আঙুল তুলেছেন আইসিসির ক্যালেন্ডারের দিকেও। তার বক্তব্য আগে প্রতি চার বছর অন্তর অন্তর বিশ্বকাপ হত যেটাকে ঘিরে তৈরি হতো একটা আলাদা আবেগ, উত্তেজনা। কিন্তু বর্তমান সময়ে সেই আবেগ ধীরে ধীরে ফিকে হয়ে যাচ্ছে। কারণ, প্রায় প্রতি বছরই আইসিসির কোনও না কোনও বড় ইভেন্ট থাকছে। বিশেষ করে, ২০১০ সালের পর থেকে ক্রিকেট ক্যালেন্ডার দেখলেই বিষয়টি স্পষ্ট।

Read More: নেই জসপ্রীত-শ্রেয়স, নিউজিল্যান্ডের বিপক্ষে একাধিক নতুন মুখ নিয়ে ওডিআই দল প্রকাশ করছে BCCI !!

ঘন ঘন ICC ইভেন্ট নিয়ে মুখ খুললেন অশ্বিন

অশ্বিন
Ravichandran Ashwin | Image: Getty Images

২০২১ ও ২০২২ সালে পরপর টি-২০ বিশ্বকাপ, ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ, ২০২৪ সালে আবার টি-২০, ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ২০২৬ এ টি-২০ বিশ্বকাপ। অশ্বিনের মতে, এই অতিরিক্ততা দর্শকদের ক্লান্ত করে তুলছে। এর সাথে তো মহিলাদের আইসিসি ইভেন্ট রোয়েইইছে। অশ্বিন আরও দাবি জানিয়েছেন ম্যাচের গুনগত মান নিয়ে, আসলে এবারের বিশ্বকাপের গ্রুপ বিন্যাস এমন ভাবে করা হয়েছে যেন স্পষ্ট নক আউট পর্যায়ে কোন কোন দল পৌঁছাবে। তাছাড়া, ভারতের গ্রুপে থাকা পাকিস্তান বাদে বাঁকি ম্যাচ গুলো যে এক তরফা হবে তা নিয়ে কোনো সংশয় নেই। যে কারণে মাঠে ভক্তদের ভিড় অনেকটাই কম দেখতে পাওয়া যাবে। কঠিন প্রতিপক্ষ থাকলে প্রথম ম্যাচ থেকেই টান থাকত। এখন সেই জায়গায় বড় ফাঁক তৈরি হচ্ছে বলে মনে করেন অশ্বিন। ২০২৬ সালের টি-২০ বিশ্বকাপে অংশ নেবে ২০টি দল। আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। ফেব্রুয়ারি মাসে শুরু হতে চলা এই টুর্নামেন্টে ভারত নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে। উদ্বোধনী ম্যাচেই ভারতের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র – যেটি অশ্বিনের মতে বিশ্বকাপের মর্যাদার সঙ্গে মানানসই নয়।

Read Also: ক্ষোভের মুখে পিছু হাঁটলেন শাহরুখ খান, KKR থেকে বাদ পড়লেন মুস্তাফিজুর রহমান !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *