ravichandran-ashwin-retires-from-ipl

২০০৯ সালে চেন্নাই সুপার কিংসের জার্সিতে আইপিএলের আঙিনায় পথচলা শুরু করেছিলেন রবিচন্দ্রণ অশ্বিন (Ravichandran Ashwin)। কেরিয়ারের প্রথম সাতটি বছর সেখানেই কাটান তিনি। এরপর পুণে, পাঞ্জাব, দিল্লী বা রাজস্থানের হয়েও খেলেছেন তিনি। প্রীতি জিন্টার ফ্র্যাঞ্চাইজিতে থাকাকালীন সামলেছেন অধিনায়কত্ব’ও। শেষমেশ গত মেগা অকশনে ‘ঘরে’ ফিরেছিলেন তিনি। ফের একবার পা রেখেছিলেন সিএসকে’র ড্রেসিংরুমে। বহুচর্চিত রি-ইউনিয়ন যদিও বিশেষ সাফল্যমণ্ডিত হয় নি। ৯ ম্যাচে ৪০.৪২ গড়ে মাত্র ৭টি উইকেট পেয়েছিলেন তিনি। ব্যাট হাতেও আহামরি ছিলো না পারফর্ম্যান্স। তাঁর সাম্প্রতিক কিছু মন্তব্যের জেরে ফ্র্যাঞ্চাইজির সাথে সম্পর্কেও অবনতি হয়েছিলো ক্রিকেট তারকার। শোনা যাচ্ছিলো নয়া মরসুমের আগে ছেড়ে দেওয়া হতে পারে তাঁকে। আজ যাবতীয় জল্পনায় ইতি টানলেন অশ্বিন (Ravichandran Ashwin) নিজেই। আইপিএল থেকে অবসরই নিয়ে নিলেন তিনি।

Read More: ”৬,৬,৬,৬,৪,৪..”, বিধ্বংসী ইনিংসে রাজকীয় কামব্যাক, নির্বাচকদের বার্তা দিলেন রুতুরাজ !!

আইপিএলকে বিদায় জানালেন অশ্বিন-

Ravichandran Ashwin| Image: Getty Images
Ravichandran Ashwin| Image: Getty Images

গত বছরের ডিসেম্বরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন রবিচন্দ্রণ অশ্বিন (Ravichandran Ashwin)। আজ সরে দাঁড়ালেন আইপিএল (IPL) থেকেও। আজ সোশ্যাল মিডিয়ায় বিদায়বার্তা পোস্ট করেছেন ফ্র্যাঞ্চাইজি লীগে ২২১ ম্যাচে ১৮৭ উইকেট ও ৮৩৩ রানের মালিক। সঙ্গে উস্কে দিয়েছেন ভবিষ্যত নিয়ে জল্পনাও। অশ্বিন লেখেন, “একটি বিশেষ দিন তাই একটি বিশেষ সূচনা। বলা হয় প্রত্যেকটি সমাপ্তিই একটি করে নতুন সূচনার জন্ম দেয়, আইপিএল ক্রিকেটার হিসেবে আজ আমার সময় ফুরোলো। কিন্তু একজন অভিযাত্রী হিসেবে বিশ্বের বিভিন্ন লীগে আজ থেকে অভিযান শুরু হলো আমার। বিগত বছরগুলোতে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে যে অনবদ্য স্মৃতি ও সম্পর্কগুলি তৈরি হয়েছে তার জন্য তাদের ধন্যবাদ। আইপিএল ও বিসিসিআই আজ অবধি আমায় যা দিয়েছে তার জন্য তাদেরকেও ধন্যবাদ জানাতে চাই। আগামীকে উপভোগ করার জন্য মুখিয়ে রয়েছি।”

আইপিএল থেকে সরে দাঁড়ালেও ক্রিকেটকে চিরবিদায় জানানোর কোনো ইচ্ছা যে অশ্বিনের (Ravichandran Ashwin) নেই তা স্পষ্ট তাঁর সোশ্যাল মিডিয়া পোস্ট থেকেই। বিসিসিআই-এর সাথে সম্পর্ক ছিন্ন করে তিনি নাম লেখাতে চলেছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের ফ্র্যাঞ্চাইজি লীগগুলিতে। আগামী ডিসেম্বরে শুরু হওয়ার কথা দক্ষিণ আফ্রিকার SA20 লীগ। সম্প্রতি পীয়ূষ চাওলা, সিদ্ধার্থ কৌল-সহ ১৩ জন ভারতীয় প্রোটিয়া লীগের ড্রাফটে নাম নথিভুক্ত করেছেন। শীঘ্রই সেই তালিকায় অশ্বিনের (Ravichandran Ashwin) নাম যুক্ত হতে পারে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। আইপিএলে চেন্নাই, দিল্লী বা রাজস্থানের মত ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন তামিলনাড়ুর অফস্পিনার। তাদের মালিকানাধীন দল রয়েছে SA20 লীগেও। ভারতীয় তারকাকে পেতে জো’বার্গ সুপার কিংস, প্রিটোরিয়া ক্যাপিটালস বা পার্ল রয়্যালস ঝাঁপায় কিনা সেদিকেই নজর থাকবে ক্রিকেটদুনিয়ার।

দেখে নিন অশ্বিনের পোস্ট’টি-

অশ্বিনের কেরিয়ার পরিসংখ্যান-

Ravichandran Ashwin | Image: Getty Images
Ravichandran Ashwin | Image: Getty Images

২০১০ সালে অশ্বিনের তাঁর আন্তর্জাতিক কেরিয়ারের শুরুটা হয়েছিলো ওয়ান ডে দিয়ে। ২০১০-এই গায়ে চাপান টি-২০ জার্সি। টেস্ট ক্যাপ পেয়েছিলেন ২০১১-তে, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। পঞ্চাশ ওভারের ফর্ম্যাটে ১১৬ ম্যাচে তিনি পেয়েছেন ১৫৬ উইকেট। ৬৫টি টি-২০তে অশ্বিনের (Ravichandran Ashwin) ঝুলিতে ৭২ উইকেট। লাল বলের ফর্ম্যাটে সর্বকালের সেরাদের তালিকায় জায়গা করে নিয়েছেন তামিলনাড়ুর তারকা। ১০৬ টেস্টে তাঁর সংগ্রহ ৫৩৭ উইকেট। গড় ২৪.০০। ৩৭ বার ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন তিনি। ব্যাট হাতেও বহুবার কার্যকরী ভূমিকা নিতে দেখা গিয়েছে তাঁকে। ৬টি শতরান-সহ করেছেন ৩৫০৩ রান। প্রথম শ্রেণির ক্রিকেটে ৭৭৯ উইকেট ও ৫৪১৫ রান নিয়ে কেরিয়ারে দাঁড়ি টেনেছেন তিনি। লিস্ট-এ ফর্ম্যাটে তাঁর সংগ্রহ ২৩৬ উইকেট ও ১৩৪৬ রান। এখনও অবধি ৩৩৩ টি-২০ ম্যাচে ৩১৭ উইকেট নিয়েছেন অশ্বিন, ঝুলিতে ১২৩৩ রান।

Also Read: “এভাবেই যেন ভালোবাসা…” ভুল লাইক না কি গোপন বার্তা? অবনীত-কোহলি বিতর্কে নতুন মোড় !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *