WTC Final 2023: ফাইনাল ম্যাচেই এই খেলোয়াড়কে বাইরে রাখলো রোহিত, টেস্ট ক্যারিয়ারে লাগলো তালা !! 1

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল (WTC Final 2023) ম্যাচটি বুধবার থেকে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে অনুষ্ঠিত হচ্ছে। দুই দলের মধ্যে এই ঐতিহাসিক ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে লন্ডনের ওভাল মাঠে। ভারতীয় সময় অনুযায়ী এই ম্যাচটি শুরু হচ্ছে বিকেল ৩টায়। ২০২১ সালে শুরু হওয়া দ্বিতীয় সংস্করণে, অস্ট্রেলিয়া পয়েন্ট টেবিলে প্রথম স্থানে ছিল। অন্যদিকে ভারতীয় দল দ্বিতীয় স্থানে রয়েছে। এর আগে, ডব্লিউটিসি-র প্রথম সংস্করণের ফাইনাল ম্যাচ খেলা হয়েছিল নিউজিল্যান্ড ও ভারতের মধ্যে। সেই ম্যাচে কিউয়িদের কাছে হেরে ট্রফি জিততে ব্যর্থ হয় ভারতীয় দল। এবার অবশ্য চ্যাম্পিয়ন হতে মরিয়া ভারত।

Also Read: WTC Final 2023, TOSS REPORT: মহাগুরুত্বপূর্ণ টসে জয় পেলো ভারত, বিশ্বখেতাব মুঠোয় পুরতে টিম কম্বিনেশনে চমক রোহিতের !!

লন্ডনের পিচ পেস-বান্ধব

The Oval , WTC FINAL

লন্ডনের ওভালের পিচ ভারত ও অস্ট্রেলিয়া, দুই দলের জন্যই সমান সমান হবে। পার্থক্য শুধু এই যে ভারতীয় খেলোয়াড়রা আইপিএলের উত্তাপ থেকে বেরিয়ে এসে ইংল্যান্ডের পরিবেশে মাঠে নামবে। যদিও গত কয়েকদিনের মধ্যেই নিজেদের সেই পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়েছে। কিন্তু অস্ট্রেলিয়ার অনেক খেলোয়াড় অবশ্যই ইংল্যান্ডের কন্ডিশন পছন্দ করেন এবং বিশেষ করে যে বল দিয়ে ম্যাচ খেলা হবে সেটা। ইংল্যান্ডের পিচ সাধারণত পেস বোলিংকে সাহায্য করে। আর সেটা মাথায় রেখেই রবিচন্দ্রন অশ্বিনকে ছাড়াই এই টেস্টে মাঠে নেমেছে ভারত।

টস জিতে যখন রোহিত প্লেয়িং-১১ সম্পর্কে বলেন, তখন দলের অভিজ্ঞ স্পিনার এবং তার ফ্যানদের হৃদয় ভেঙে যায়। এই অভিজ্ঞ আর কেউ নন তারকা অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন (আর অশ্বিন)। এই ম্যাচে সুযোগ পাওয়ার আশা ছিল অশ্বিনের। কিন্তু তা হতে পারেনি। দলে এখন শেষ দিন গুনছেন তিনি। এর কারণ টেস্টের বড় ফর্ম্যাটে অশ্বিনের ফিটনেস নিয়ে সন্দেহ এবং তার বয়স বৃদ্ধি। সেই সঙ্গে ওভালের সুইং ভরা পিচকে মাথায় রেখেই তাকে দল থেকে বাদ দেন অধিনায়ক রোহিত।

অশ্বিনের ফিরে আসাটা একপ্রকার অসম্ভব !

Ravichandran Ashwin , WTC FINAL

অনেকেই অবশ্যই মনে করছেন এই ফাইনাল ম্যাচ থেকে বাদ পড়ার কারণে অনেকেই মনে করছেন কেরিয়ার শেষ হয়ে গেল অশ্বিনের। বিশ্ব চেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের মতো ম্যাচে সুযোগ না পাওয়াটা তার কেরিয়ারের জন্য খাঁড়ার ঘা হয়ে উঠবে। আসলে বয়স বাড়ছে এই তারকা স্পিনারের। তাই তরুণ খেলোয়াড়দের সঙ্গে লড়াই করে দলে ফেরাটা তার জন্য একপ্রকার অসম্ভব হয়ে পড়বে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *