নিউজিল্যান্ড সিরিজের পরেই অবসর নেবেন রোহিত-বিরাট, রবি আশ্বিনের মন্তব্যে শুরু জল্পনা !! 1

বছরের শুরুতেই অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান উসমান খাজা (Usman Khawaja) আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন। ‌এই বছর আরও বেশ কয়েকজন তারকা ক্রিকেটার সক্রিয় ক্রিকেট থেকে সরে দাঁড়াবেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলি (Virat Kohli) ইতিমধ্যেই টি-টোয়েন্টি এবং টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিয়ে তরুণ ক্রিকেটারদের জন্য জায়গা করে দিয়েছেন। এবার ওডিআই ফরম্যাট থেকেও তারা খুব তাড়াতাড়ি অবসর নিতে পারেন বলেই মনে করছেন অনেকে। এর মধ্যেই এবার রবিচন্দ্রন আশ্বিনের (Ravichandran Ashwin) মন্তব্য ঘিরে জল্পনা তৈরি হয়েছে।

Read More: নিউজিল্যান্ড সিরিজের আগেই অবসর নিলেন তারকা ব্যাটসম্যান, বছরের শুরুতেই ভাঙল ভক্তদের হৃদয় !!

দুরন্ত ফর্মে রোহিত-বিরাট-

রোহিত
Rohit Sharma and Virat Kohli | Image: Getty Images

সাম্প্রতিক সময় ব্যাট হাতে দুরন্ত ফর্মে রয়েছেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা। অস্ট্রেলিয়া (India vs Australia ODI Series) সফরে ওডিআই সিরিজের শেষ ম্যাচে অপরাজিত ১২১ রান সংগ্রহ করে জ্বলে উঠেছিলেন হিটম্যান। এই ম্যাচে বিরাটের ব্যাট থেকে এসেছিল ৭৪ রান। ৩ ম্যাচে ২০২ রান সংগ্রহ করে সিরিজে সর্বোচ্চ রান সংগ্রহকারী হয়েছিলেন রোহিত। এরপর দক্ষিণ আফ্রিকার (India vs South Africa ODI Series) বিপক্ষে ওডিআই সিরিজে ব্যাট হাতে সবচেয়ে বেশি প্রভাব ফেলেন কোহলি।

পরপর প্রথম দুই ম্যাচে শতরান করে জ্বলে উঠেছিলেন এই তারকা। ৩ ম্যাচে ৩০২ রান সংগ্রহ করে এই সিরিজের সর্বোচ্চ রান সংগ্রহকারী হন এই জনপ্রিয় ব্যাটসম্যান। এরপর বিজয় হাজারে ট্রফিতে (Vijay Hazare Trophy) দীর্ঘদিন পর অংশগ্রহণ করে রো-কো জুটি আবারও প্রমাণ করেন বয়স শুধুমাত্র সংখ্যা। অন্ধ্রপ্রদেশের বিপক্ষে ১৩১ রানের ইনিংস খেলে আবারও আলোচনায় উঠে আসেন কিং কোহলি। এই টুর্নামেন্টে সিকিমের বিপক্ষে ১৫৫ রানের ইনিংস খেলে বিধ্বংসী হয়ে উঠেছিলেন হিটম্যান‌ও।

অবসরের পথে রোহিত-বিরাট-

নিউজিল্যান্ড সিরিজের পরেই অবসর নেবেন রোহিত-বিরাট, রবি আশ্বিনের মন্তব্যে শুরু জল্পনা !! 2
Rohit Sharma and Virat Kohli | Image: Getty Images

দুরন্ত ফর্মে থাকলেও তারা ২০২৭ ওডিআই বিশ্বকাপ (ODI WC 2027) পর্যন্ত খেলা চালিয়ে যাবেন কিনা তা এখনও নিশ্চিত নয়। প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) এবং প্রধান নির্বাচক অজিত আগরকর (Ajit Agarkar) তরুণ ক্রিকেটারদের ওপর বেশি ভরসা করছেন। ফলে সূত্র অনুযায়ী আসন্ন নিউজিল্যান্ডের (India vs Newzealand ODI Series) বিপক্ষে ওডিআই সিরিজের পরেই কার্যত চাপের মুখে দাঁড়িয়ে অবসর নিতে পারেন এই দুই তারকা। এর মধ্যেই এবার রবিচন্দ্রন আশ্বিনের (Ravichandran Ashwin) ইঙ্গিতপূর্ণ মন্তব্য সামনে এসেছে।

এই প্রাক্তন ক্রিকেটার বলেন, “২০২৭ বিশ্বকাপের পর ওডিআই ক্রিকেটের ভবিষ্যত সম্পর্কে আমি নিশ্চিত নই। আমি সত্যিই চিন্তার মধ্যে আছি। রোহিত শর্মা এবং বিরাট কোহলির জন্যেই বিজয় হাজারে ট্রফি আকর্ষণীয় হয়ে উঠেছে। আমি এই টুর্নামেন্ট উপভোগ করছি। কিন্তু সত্যিই সৈয়দ মুশতাক আলী (Syed Mushtaq Ali Trophy) ট্রফির প্রতি এতটা আগ্ৰহ হয়নি।”

Read Also: ঋষভ পান্থ ও গম্ভীরের ঝগড়া তুঙ্গে, নিউজিল্যান্ডের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে পড়তে চলেছেন বাদ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *