প্রথম ভারতীয় হিসেবে বিগ ব্যাশ লিগ খেলতে চলেছেন এই তারকা, গড়তে চলেছেন নতুন কীর্তি !! 1

সমস্ত ধরনের ফরম্যাট থেকে অবসর ঘোষণার পর ভারতীয় তারকারা সাম্প্রতিক সময়ে বিভিন্ন টুর্নামেন্টে অংশগ্রহণ করছেন। বিশ্বের অবসরপ্রাপ্ত কিংবদন্তি ক্রিকেটারদের নিয়ে আয়োজন করা হচ্ছে একাধিক লিগ। অন্যদিকে বিসিসিআইয়ের (BCCI) নিয়ম অনুযায়ী কাউন্টি ক্রিকেট ছাড়া দেশের বাইরে কোন টুর্নামেন্টে সক্রিয় ভারতীয় ক্রিকেটাররা অংশগ্রহণ করতে পারেন না। তবে আইপিএল এবং আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর একাধিক ক্রিকেটার দেশের বাইরে বিভিন্ন জনপ্রিয় ফ্রাঞ্চাইজি লিগেও অংশগ্রহণ করে থাকেন। এবার বিগ ব্যাশ লিগে অংশগ্রহণ করতে চলেছেন এই কিংবদন্তি তারকা‌।

Read More: TOP 3: জাতীয় দলে ব্রাত্য শ্রেয়স আইয়ার, এই তিন কারণেই টেস্ট ও টি-২০তে পাচ্ছেন না সুযোগ !!

বিগ ব্যাশ লিগে ভারতীয় তারকা-

প্রথম ভারতীয় হিসেবে বিগ ব্যাশ লিগ খেলতে চলেছেন এই তারকা, গড়তে চলেছেন নতুন কীর্তি !! 2
Ravichandran Ashwin | Images: Getty Images

আন্তর্জাতিক ক্রিকেট এবং আইপিএল (IPL 2025) থেকে অবসর ঘোষণার করার পর দিনেশ কার্তিককে (Dinesh Karthik) এই বছর দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি (SA20) লিগে অংশগ্রহণ করতে দেখা গেছে। ভারতীয় তারকা ক্রিকেটারদের উপস্থিতি যেকোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের জৌলুস বৃদ্ধি করে। রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) সাম্প্রতিক সময় আন্তর্জাতিক ক্রিকেটের পর আইপিএল থেকে অবসর ঘোষণা করে‌ বিদেশের মাটিতে নতুন যাত্রা শুরু করার ইঙ্গিত দিয়ে রেখেছিলেন।

এবার তাকে বিগ ব্যাশ লিগে (Big Bash league) খেলতে দেখা যাবে বলে খবর সামনে এসেছে। গত সপ্তাহে এই অভিজ্ঞ অফ স্পিনার আইপিএল থেকে অবসর ঘোষণা করার পর ক্রিকেট অস্ট্রেলিয়ার (CA) সিইও টড গ্ৰিনবার্গ (Todd Greenberg) তার সঙ্গে যোগাযোগ করেন। গ্ৰিনবার্গ অশ্বিনকে বিগ ব্যাশ লিগে নিয়ে আসার বিষয়ে আশা প্রকাশ করেছেন। তিনি এক সাক্ষাৎকারে বলেন, “অশ্বিনের মতো যোগ্যতাসম্পন্ন কাউকে বিবিএলে (BBL) নিয়ে আসা সত্যেই দুর্দান্ত বিষয় হবে। তিনি একজন চ্যাম্পিয়ন্স ক্রিকেটার বিগ ব্যাশের জন্য অনেক কিছু নিয়ে আসবেন তিনি।”

এই দলে পাবেন সুযোগ-

প্রথম ভারতীয় হিসেবে বিগ ব্যাশ লিগ খেলতে চলেছেন এই তারকা, গড়তে চলেছেন নতুন কীর্তি !! 3
Ravichandran Ashwin | Images: Getty Images

এখনো পর্যন্ত নিশ্চিত না হলেও রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) বিগ ব্যাশ লিগের (BBL) পরবর্তী মরসুমে মেলবোর্নের হয়ে খেলতে পারেন বলে খবর সামনে এসেছে। তবে ইতিমধ্যেই বেশিরভাগ দল ড্রাফটের মাধ্যমে বেতনের সীমা ব্যয় করে ফেলেছে। ফলে প্রতি ম্যাচে বেতন চুক্তিতে খেলতে পারেন অশ্বিন। এই লিগে অতীতে ডেভিড ওয়ার্নার (Devid Warner) এইভাবে অংশগ্রহণ করেছিলেন। ফলে প্রথম ভারতীয় তারকা হিসেবে বিগ ব্যাশ লিগে অংশগ্রহণ করে রেকর্ড গড়তে পারেন রবিচন্দ্রন।

সম্প্রতি তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আইপিএল থেকে অবসর নেওয়ার ঘোষণা করে লিখেছিলেন, “প্রতিটি শেষের একটি শুরু থাকে। আইপিএলের (IPL 2025) ক্রিকেটার হিসেবে আমার সময় আজ শেষ হচ্ছে। কিন্তু বিভিন্ন লিগে নতুন রূপে মাঠে নামার জন্য সুযোগ আজ থেকে তৈরি হচ্ছে। এই টুর্নামেন্টে আমার দীর্ঘ সময় ধরে অসংখ্য সুখময় স্মৃতি রয়েছে। আমায় সুযোগ দেওয়ার জন্য ফ্র্যাঞ্চাইজি দলগুলি এবং বিসিসিআইকে (BCCI) ধন্যবাদ জানাচ্ছি।”

Read Also: অস্ট্রেলিয়া সিরিজের আগে বোর্ডের মাথায় হাত, বাদ পড়লেন স্বয়ং অধিনায়ক !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *