বয়স বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে তারকা ক্রিকেটারদের পারফর্মেন্সের ধার কমতে থাকে। এক সময় তারা তরুণ ক্রিকেটারদের জায়গা ছেড়ে দেওয়ার জন্য অবসর ঘোষণা করেন। তবে বর্তমানে অনেক ক্রিকেটার প্রমাণ করেছেন যে বয়স শুধু সংখ্যা মাত্র। ৪৬ বছর বয়সী ইমরান তাহির (Imran Tahir) দাপিয়ে লড়াই করছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে। ৪৩ বছর বয়সী জেমস অ্যান্ডারসন (James Anderson) ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টে শুরু করতে চলেছেন নতুন ইনিংস। এর মধ্যেই রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) আইপিএল (IPL 2025) থেকে অবসর ঘোষণা করার পর এবার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন।
Read More: শেষ মুহূর্তে বন্ধের পথে ভারত-পাক এশিয়া কাপের ম্যাচ, দেশকে এগিয়ে রাখছেন তারকারা !!
অশ্বিনের অবসর-

গত বছর ডিসেম্বরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। তিনি ভারতের হয়ে ১০৬ টি টেস্ট ম্যাচে সংগ্রহ করেছেন ৫৩৭ টি উইকেট। ফলে এই তারকা স্পিনার ভারতীয় টেস্ট ক্রিকেটের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী। এবার তিনি ভারতের সবচেয়ে জনপ্রিয় ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টের মঞ্চ থেকেও অবসর ঘোষণা করলেন। আজ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই বার্তা প্রকাশ করেন।
লেখেন, “আজ আইপিএলে (IPL 2025) ক্রিকেটার হিসেবে আমার যাত্রা এখানেই শেষ হলো। দীর্ঘ বছর ধরে অসংখ্য স্মৃতি এবং সম্পর্ক ধরে রাখার জন্য ফ্র্যাঞ্চাইজিগুলিকে ধন্যবাদ জানাই। যা সংগ্রহ করতে পেরেছি তার জন্য আইপিএল কর্মকর্তা এবং বোর্ডের সদস্যদেরকেও ধন্যবাদ জানাচ্ছি।” উল্লেখ্য রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) এই টুর্নামেন্টে চেন্নাই সুপার কিংসের (CSK) হয়ে যাত্রা শুরু করেছিলেন। তারপর পাঞ্জাব কিংস (PBKS), দিল্লি ক্যাপিটালস (DC), রাজস্থান রয়্যালসের (RR) মতো ফ্র্যাঞ্চাইজিগুলির হয়েও তিনি মাঠে নামেন।
দেশ ছাড়ছেন অশ্বিন-

বিশ্বের অন্যতম সেরা এই স্পিনার আইপিএলের মঞ্চে ২২১ ম্যাচে ১৮৭ উইকেট সংগ্রহ করেছেন। আন্তর্জাতিক ক্রিকেট এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে অবসর ঘোষণা করার পর এবার ৩৮ বছর বয়সী এই তারকা এবার নতুন অধ্যায় শুরু করতে চলেছেন। অবসরের বার্তা দেওয়া পোস্টেই রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) এই বিষয়ে আলোকপাত করেছেন। তিনি এক জায়গায় লেখেন, “প্রতিটি সমাপ্তিতে একটা নতুন শুরুর ইঙ্গিত থাকে।
আজ আইপিএলের ক্রিকেটার হিসেবে আমার যাত্রা এখানেই শেষ হচ্ছে কিন্তু এখান থেকেই বিভিন্ন লিগে ক্রিকেট খেলার জন্য আমার অভিযান শুরু হচ্ছে। আগামী সময় যা আসতে চলেছে তা আমি উপভোগ করতে চাই।” উল্লেখ্য সাম্প্রতিক সময় দীনেশ কার্তিককে (Dinesh Karthik) আন্তর্জাতিক ক্রিকেটে এবং আইপিএল থেকে অবসর নেওয়ার পর দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি (SA T20) লিগে খেলতে দেখা গেছে। এখন রবিচন্দ্রন আশ্বিনও (Ravichandran Ashwin) দেশের বাইরে কোনো ফ্রাঞ্চাইজি লিগে খেলার জন্য আর বাধা রইলো না। তাকে খুব তাড়াতাড়ি দক্ষিণ আফ্রিকা টোয়েন্টির মতো কোনো টুর্নামেন্টে খেলতে দেখা যাবে বলে মনে করা হচ্ছে।