আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেন রবিচন্দ্রন অশ্বিন, ১৪ বছরের ক্যারিয়ারে পড়লো তালা !! 1

সমাপ্ত হয়েছে ভারত এবং অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্ট ম্যাচ। ব্রিসবেনের গাব্বায় অনুষ্ঠিত হওয়া এই টেস্ট ম্যাচে ভারতীয় দল শেষ দিনে দুর্দান্ত বোলিং প্রদর্শন দেখিয়ে ব্যাটিং করতে এসেছিল। তবে খারাপ আলোর কারণে দ্রুত ‘চা’ পানের বিরতি নেওয়ার কথা ভেবে নিয়েছিলেন আম্পায়ার গন। আর পঞ্চম দিনেই চা পানের বিরতিতে দেখা যায় এক আবেগঘন মুহূর্ত। ব্রিসবেনে তৃতীয় টেস্টের শেষ দিন সাজঘরে দেখা গেল আবেগপ্রবণ রবিচন্দ্রন অশ্বিনকে (Ravichandran Ashwin)। চোখে জল দেখা গেল তাঁর। অশ্বিনকে গিয়ে জড়িয়ে ধরলেন বিরাট কোহলি (Virat Kohli)।

ড্রেসিংরুমে আবেগঘন হয়ে ওঠেন অশ্বিন

Ravichandran ashwin,BCCI, ind vs ban
Ravichandran Ashwin | Image: Getty Images

ভারতের অভিজ্ঞ স্পিন-বোলিং অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিনকে গাব্বা টেস্টের পঞ্চম দিনে বিরাট কোহলির সাথে একটি আবেগপূর্ণ কথোপকথন করতে দেখা গেছে । প্রসঙ্গত, চা বিরতির সময়, অশ্বিন এবং কোহলিকে ড্রেসিংরুমে দীর্ঘ কথোপকথন করতে দেখা যায়। এসময় অশ্বিনকে আবেগপ্রবণ দেখাচ্ছিল এবং এক পর্যায়ে কোহলি অশ্বিনকে জড়িয়েও ধরেছিলেন। গাব্বা টেস্টে দল থেকে বাদ পড়েছিলেন অশ্বিন, তার বদলে রবীন্দ্র জাদেজা টেস্ট দলে সুযোগ পেয়েছেন এবং ব্যাট হাতে অসাধারণ প্রদর্শন দেখিয়েছেন তিনি। গোলাপি বলের টেস্টে অশ্বিন ২২ ও ৭ রান বানিয়েছিলেন এবং ৫৩ রান দিয়ে এক উইকেট নিয়েছিলেন তিনি।

ভারতের সর্বকালের অন্যতম সেরা বোলার হিসাবে পরিচিত রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। টেস্টে রবিচন্দ্রন অশ্বিনের বোলিং রেকর্ড বেশ চিত্তাকর্ষক। ২০১১ সালের নভেম্বরে দিল্লিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল তার। প্রমুখ অফ স্পিনার হরভজন সিংয়ের (Harbahajan Singh) জায়গা ছিনিয়ে নিয়েছিলেন তিনি। ভারতের হয়ে ১০৬টি টেস্ট খেলেছেন অশ্বিন, দলের হয়ে ৫৩৭টি টেস্ট উইকেট নিয়েছেন তিনি এবং ব্যাট হাতে ৩৫০৩ রান বানিয়েছেন তিনি। ভারতীয় ক্রিকেটে তার অবদান অনস্বীকার্য। ২০১৪ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত ভারতের শীর্ষ বোলার ছিলেন। ঘরের মাঠে অশ্বিন ছিলেন খুবই ভয়ংকর একজন বোলার, তাছাড়া বিদেশেও তার কিছু ম্যাচ উইনিং স্পেল রয়েছে।

রবিচন্দ্রন অশ্বিনের ক্যারিয়ার

Ravichandran ashwin,BCCI, ind vs ban
Ravichandran Ashwin | Image: Getty Images

অশ্বিন শুধু বল হাতে নয়, ব্যাট হাতেও একজন বেশ কার্যকর খেলোয়াড় ছিলেন। ১০৬ টেস্ট ১৫১ ইনিংসে তিনি ৩৫০৩ রান করেছন। টেস্টে তিনি ৬টি সেঞ্চুরি ও ১৪টি হাফ সেঞ্চুরি করেছেন, তার সর্বোচ্চ ১২৪। ৩৮ বছর বয়সী রবিচন্দ্রন অশ্বিন অনিল কুম্বলের পরেই ভারতের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী হিসাবে রয়ে গেলন। লাল বলের ক্রিকেটে নয়, সাদা বলের ফরম্যাটেও অশ্বিনের পারফর্মেন্স ছিল নজরকারা। ওডিআই ফরম্যাটে ১১৬টি ম্যাচ খেলে ১৫৬টি উইকেট নিয়েছেন তিনি এবং ৬৫ টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে ৭২টি উইকেট নিয়েছেন তিনি।

Read Also: Ravichandran Ashwin: RCB’র নেতৃত্ব ফিরে পাচ্ছেন বিরাট কোহলি, গোপন তথ্য ফাঁস করলেন অশ্বিন !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *