ভারতীয় দলের বর্তমান প্রধান কোচ গৌতম গম্ভীরকে (Gautam Gambhir) ঘিরে সমালোচনা যেন থামছেই না। অবশেষে গম্ভীরের কোচিংয়ে সিরিজ জিতলো ভারত। দক্ষিণ আফ্রিকাকে ২-১ ব্যাবধানে ওডিআই সিরিজে পরাস্ত করলো টিম ইন্ডিয়া। তবে, ভারতের সিরিজ জয়ের পরেও বেশ বিতর্কের সৃষ্টি হয়েছে। এবার সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করলেন প্রাক্তন কোচ রবি শাস্ত্রী (Ravi Shastri)। সাম্প্রতিক এক মন্তব্যে তিনি ইঙ্গিত দিয়েছেন যে গম্ভীরের কিছু সিদ্ধান্তে আরও বুদ্ধিমত্তা প্রয়োগ করা প্রয়োজন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে ভারতের বোলিং আক্রমণ একেবারেই ধারহীন ছিল। অর্শদীপ সিং (Arshdeep Singh) ও হর্ষিত রানা (Harshit Rana) মাঝে মাঝে ভালো বল করলেও প্রসীদ কৃষ্ণ সম্পূর্ণভাবে ব্যর্থ হন। ভারতীয় দলের এই দুর্বলতার পিছনে অনেকে বুমরাহকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্তকেই দায়ী করছেন এবং সেই অভিযোগই এবার তুললেন শাস্ত্রী।
মস্তিষ্কের সঠিক ব্যবহার করতে বললেন গম্ভীর

রবি শাস্ত্রী বলেন, জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) এমন একজন বোলার যার উপস্থিতি ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। ওয়ানডে দলে তাকে না রাখা কতটা সঠিক সিদ্ধান্ত নয় বলেই মনে করেন রবি শাস্ত্রী। মন্তব্য করে তিনি বলেন, “একজন বোলারের দক্ষতা যদি সাদা বলের ক্রিকেটে কাজে লাগে, তবে লাল বলেও সেই দক্ষতা সমানভাবে প্রয়োজন হয়। তাই বুমরাহকে দলে না রেখে ভারত নিজেদেরই সমস্যায় ফেলেছে।” শুধু শাস্ত্রী নন, রবিচন্দ্রন অশ্বিনও (Ravichandran Ashwin) একই বিষয়ে মত দিয়েছেন। নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেন, বুমরাহকে সীমিত ওভারের ক্রিকেটেই বেশি ব্যবহার করা উচিত এবং প্রয়োজন ছাড়া টেস্টে না নামানো ভালো। তবে বুমরাহ যদি টেস্ট খেলতেই চান, তাহলে অহেতুক ওয়ানডে সিরিজে না খেলার পরামর্শ দেন অশ্বিন। বুমরাহকে নিয়ে এই সতর্কতা সবসময়ই থাকে কারণ তিনি চোটপ্রবণ।
Read More: সিরিজ জয়ের পর মাঠের মধ্যে গম্ভীরকে পাত্তাই দিলেন না বিরাট কোহলি, ভিডিও ভাইরাল !!
দক্ষিণ আফ্রিকাকে হারালো ভারত

বুমরাহকে ছাড়াই অবশ্য ওডিআই সিরিজ জিতেছে ভারত। ওডিআই সিরিজে ভারতীয় ব্যাটিং বিভাগ অসাধারণ প্রদর্শন দেখিয়েছিলেন। দুই ম্যাচে হাফ সেঞ্চুরি এসেছে রোহিত শর্মা ও কেএল রাহুলের ব্যাট থেকে। তাছাড়া, একটি করে সেঞ্চুরি হাঁকিয়েছেন ঋতুরাজ গাইকোয়ার্ড ও যশস্বী জয়সওয়াল। অন্যদিকে, একটি অপরাজিত হাফ সেঞ্চুরি ও দুটি সেঞ্চুরি হাঁকিয়েছেন বিরাট কোহলি। ভারতকে আবার ২০২৬ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ খেলতে দেখা যাবে।