"ভাগ্য একটু সাধ দিলে..", চলতি সিরিজে ভারতের পিছিয়ে থাকা নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করলেন রবি শাস্ত্রী !! 1

ইংল্যান্ড বনাম ভারতের (IND vs ENG) চলতি সিরিজ বর্তমানে টেস্ট ক্রিকেটের উন্মাদনাকে আবারও ফিরিয়ে এনেছে। লর্ডসে অনুষ্ঠিত শেষ টেস্ট ম্যাচের প্রতিটি দিনই ছিল টানটান উত্তেজনাপূর্ণ। শুভমান গিল (Shubman Gill) মাঠে নেমে সামনে থেকে আত্মবিশ্বাসের সঙ্গে নেতৃত্ব দিয়ে ক্রিকেট ভক্তদের মুগ্ধ করেছেন। এছাড়া রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে শেষ পর্যন্ত মাঠে দাঁড়িয়ে থেকে অবিশ্বাস্য লড়াই চালান। ব্লু ব্রিগেডরা প্রায় ম্যাচটি নিজেদের দখলে করে নিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত ২২ রানে লজ্জাজনক হারের সম্মুখীন হয় তারা। এর মধ্যেই ভাগ্য পাশে থাকলে চলতি সিরিজে ভারতীয় দল এগিয়ে থাকতো বলে রবি শাস্ত্রী (Ravi Shastri) মনে করছেন।

Read More: গম্ভীরের এই ভুলে জেতা ম্যাচ হারলো ভারত, জাদেজার পরিশ্রমে জল ঢাললেন প্রধান কোচ !!

লর্ডসে হার ভারতের-

"ভাগ্য একটু সাধ দিলে..", চলতি সিরিজে ভারতের পিছিয়ে থাকা নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করলেন রবি শাস্ত্রী !! 2
IND vs ENG | Images: Getty Images

ভারতীয় দল চলতি টেস্ট সিরিজে নতুন অধিনায়ক শুভমান গিলের (Shubman Gill) নেতৃত্বে প্রথম থেকে লড়াই চালাচ্ছে। হেডিংলেতে প্রথম ইনিংসে এগিয়ে থাকলেও ৫ উইকেটে হারের সম্মুখীন হয়েছিল ব্লু ব্রিগেডরা। এরপর এজবাস্টনে দুরন্তভাবে ফিরে আসে ভারতীয় দল। ব্যাট হাতে দুই ইনিংসেই বিধ্বংসী ফর্মে ছিলেন শুভমান গিল (Shubman Gill)। অধিনায়কের প্রশংসনীয় ব্যাটিংয়ে হাত ধরে ভারত ৩৩৬ রানে জয় তুলে নেয়। এর ফলে লর্ডসে তৃতীয় টেস্ট ম্যাচে আত্মবিশ্বাসের সঙ্গে মাঠে নেমেছিল ব্লু ব্রিগেডরা।

এই ম্যাচের প্রথম ইনিংসে ইংল্যান্ড জো রুটের (Joe Root) শতরানে হাত ধরে ৩৮৭ রান সংগ্রহ করে। এই রান তাড়া করতে নেমে কেএল রাহুল (KL Rahul) দুরন্ত শতরান হাঁকান। এছাড়াও ঋষভ পান্থ (Rishabh Pant) এবং রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) ভরসাযোগ্য ব্যাটিংয়ে ভারত‌ও ৩৮৭ রানে পৌঁছায়। দ্বিতীয় ইনিংসে ১৯২ রান তাড়া করতে নেমেছিল শুভমান গিলরা (Shubman Gill)। ফলে মনে করা হচ্ছিল ব্লু ব্রিগেডরা সহজে ম্যাচে জয় তুলে নেবে। কিন্তু ম্যাচের পঞ্চম দিন একের পর এক উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে যায় ভারতীয় দল। ১১২ রানে ৮ উইকেট পড়ে গেলেও এক দিক থেকে ধরে রেখে রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) অবিশ্বাস্য লড়াই চালান। কিন্তু লর্ডসে ২২ রানে হারের সম্মুখীন হয়ে ব্লু ব্রিগেডরা সিরিজে অনেকটাই পিছিয়ে পড়েছে।

রবি শাস্ত্রীর গুরুত্বপূর্ণ মন্তব্য-

"ভাগ্য একটু সাধ দিলে..", চলতি সিরিজে ভারতের পিছিয়ে থাকা নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করলেন রবি শাস্ত্রী !! 3
IND vs ENG | Images: Getty Images

ভারত বর্তমানে চলতি ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে (IND vs ENG) পিছিয়ে পড়লেও এই দল নিয়ে আত্মবিশ্বাসী ভারতের প্রাক্তন প্রধান কোচ রবি শাস্ত্রী (Ravi Shastri)। তিনি মনে করছেন ব্লু ব্রিগেডদের ভাগ্য ভালো থাকলে ইতিমধ্যে ৩-০ ব্যবধানে এগিয়ে থাকতো। ভারতের এই কিংবদন্তি ক্রিকেটার বলেন, “ভাগ্য একটু যদি সঙ্গে থাকতো তাহলে ভারত এখন ৩-০ ব্যবধানে এগিয়ে থাকতো।” ঋষভ পান্থের (Rishabh Pant) আউট হয়ে যাওয়া ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে বলেও রবি শাস্ত্রী (Ravi Shastri) মনে করছেন।‌

এই বিষয়ে তিনি বলেন, “ঋষভ পান্থের (Rishabh Pant) আউট হয়ে যাওয়া এই ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল। বেন স্টোকসের (Ben Stokes) উপস্থিত বুদ্ধির পরিচয় দিয়ে উইকেট তুলে নিয়েছিলেন। মধ্যাহ্নভোজের আগে ভারত চালকের আসনে ছিল। ইংল্যান্ডের প্রশংসা করতেই হবে। যখন ম্যাচের পরিস্থিতি কঠিন হয়ে যায় তারা সুযোগগুলো কাজে লাগায়। আগের দিন যদি কম উইকেট হারাতো তাহলে ভারত শেষ দিন অনেকটাই এগিয়ে থেকে মাঠে নামতো।”

Read Also: চতুর্থ টেস্টের জন্য নতুন দল ঘোষণা, দীর্ঘ ৮ বছর পর জায়গা পেলেন আইপিএলে ‘অবিক্রীত’ এই তারকা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *