Team India: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) তৃতীয় দফার খেলা সমাপ্ত হয়েছে। ২০২৩ সালে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে পরাস্ত করে এবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের খেতাব জয় করেছে টেম্বা বাভূমার (Temba Bavuma) নেতৃত্বাধীন দক্ষিণ আফ্রিকা দল। ফাইনালের মঞ্চে দুর্দান্ত শতরান হাকিয়ে দেশকে দুরন্ত একটা জয় উপহার দিয়েছেন দক্ষিণ আফ্রিকার ওপেনার ব্যাটসম্যান এইডেন মার্কারাম (Aiden Markram)। এবার পালা চতুর্থ দফার আসরের সূচনার। ভারতীয় দল (Team India) তাদের প্রথম সিরিজটি ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামবে। আগামী ২০ জুন থেকে WTC-এর চতুর্থ সার্কেলে তরুণ তুর্কি শুভমান গিলের (Shubman Gill) নেতৃত্বে ভারতীয় দল (Team India) টেস্ট ক্রিকেটে নতুন যুগের সূচনায় নামতে চলেছে।
শুভমান গিলের জন্য কঠিন পরীক্ষা শুরু

টেস্ট ক্রিকেটের এই দুর্দান্ত ফরমেটে ভারতীয় দলকে (Team India) কঠিন পরীক্ষায় নামতে হবে ইংল্যান্ডের বিরুদ্ধে। অধিনায়ক শুভমন গিল এবং প্রধান কোচ গৌতম গাম্ভীরের কাছে ইংল্যান্ড সিরিজটি অন্যতম বড় পরীক্ষা হতে চলেছে। প্রথম টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে নামার আগে ভারতীয় দলের প্রাক্তন প্রধান কোচ রবি শাস্ত্রী (Ravi Shastri) ভারতের একাদশ নির্বাচন করেছেন। নির্বাচিত দলে বামহাতি চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদবকে রাখতে অনরাজি হয়েছেন রবি। তার বদলে অতিরিক্ত পেশার নিয়েই ইংল্যান্ডের বিরুদ্ধে নামার নির্দেশ দিয়েছেন প্রাক্তন ভারতীয় কোচ। ওপেনার হিসেবে যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) এবং কেএল রাহুলকে বেছে নিয়েছেন তিনি। চলতি সময় দুর্দান্ত ছন্দে থাকা তামিলনাড়ুর তরুণ তুর্কি সুদর্শনকে তিন নম্বরে সুযোগ দিতে চাইছেন তিনি। রবি শাস্ত্রীর মতে ইংল্যান্ড সফরে ভালো প্রদর্শন দেখাতে পারেন সুদর্শন।
Read More: শুভমান গিল নয় বরং ৩১ বছর বয়সী এই তারকাকে ইংল্যান্ডের বিরুদ্ধে এক্স ফ্যাক্টর হিসাবে বাছলেন সৌরভ গাঙ্গুলি !!
ভারতীয় দলের একাদশ বেছে নিলেন রবি শাস্ত্রী

টেস্ট ক্রিকেটে বিরাট কোহলির (Virat Kohli) অবসর নেওয়ার পরে ভারতীয় ক্রিকেটের বড় চিন্তা দেখা গিয়েছে চার নম্বর স্থান নিয়ে। একসময় কিংবদন্তি খেলোয়াড় শচীন তেন্ডুলকার (Sachin Tendulkar) টেস্ট ক্রিকেটে ভারতের হয়ে চার নম্বরে ব্যাটিং করতেন। তারপর সেই জায়গাটি নিয়েছিলেন বিরাট কোহলি। তবে বিরাট কোহলির পর তার যোগ্য উত্তরাধিকারী হিসাবে শুভমান গিল ভারতের জার্সিতে চারে ব্যাটিং করতে পারেন বলেই মনে করেন শাস্ত্রী। শাস্ত্রীর মতে, গিলের কৌশল, পরিপক্কতা এবং মেজাজ রয়েছে মিডল অর্ডারকে টেকসই করার এবং উদাহরণ দিয়ে নেতৃত্ব দেওয়ার জন্য। এই পদক্ষেপটি যশস্বী জয়সওয়ালের সাথে ইনিংস শুরু করার জন্য কেএল রাহুলকেও উৎসাহিত করবে। মিডিল ওর্ডারে আরো শক্তি বাড়াতে করুণ নায়ারকে (Karun Nair) পাঁচে খেলাতে চান তিনি।
কুলদীপকে দলে সুযোগ দিলেন না শাস্ত্রী

ইংল্যান্ড লায়ন্স এর বিরুদ্ধে প্রথম বেসরকারি টেস্টে ভারতীয় এ দলের হয়ে দ্বিশতরানের ইনিংস খেলেছিলেন তারকা খেলোয়াড়। এরপর ঋষভ পন্থকে দেখতে চাইছেন রবি। একমাত্র স্পিনার হিসাবে রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) উপরেই ভরসা দেখাচ্ছেন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে অতিরিক্ত ব্যাটসম্যান খেলাতে চান রবি, তাই শার্দূল ঠাকুরকেও একাদশের অংশ হিসেবেই দেখতে চান তিনি। এছাড়া বুমরাহ ও মোহাম্মদ সিরাজকে দলের অংশ বানিয়েছেন তিনি। আর দলের একাদশ খেলোয়াড় হিসেবে প্রসিদ্ধ কৃষ্ণ অথবা অর্ষদীপ সিংকে (Arshdeep Singh) বেছে নেওয়ার কথা জানিয়েছেন রবি।
রবি শাস্ত্রীর প্রথম টেস্টের জন্য ভারতের একাদশ
যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, সাই সুধারসন, শুভমান গিল (অধিনায়ক), করুণ নায়ার, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, জাসপ্রিত বুমরাহ, মহম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণ / আরশদীপ সিং।