আর মাত্র এক সপ্তাহ বাদেই শুরু হয়ে যাবে ভারত ও অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ (IND vs AUS)। প্রথম টেস্টে ভারতীয় দলকে দিতে হবে কঠিন পরীক্ষা। সদ্য পুত্র সন্তানের পিতা হয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma)। রোহিত বিসিসিআইয়ের কাছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট না খেলার আর্জি জানিয়েছিলেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ হারের পর সাক্ষাৎকারে তিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট না খেলার ইঙ্গিত দেন। আগামী ২২ নভেম্বর থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচটি শুরু হতে চলেছে। প্রথম টেস্টের আগে প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রী ভারতীয় দল বাছাই করে নিলেন। ক্যাপ্টেন রোহিত শর্মাকে বাদ দিয়েই গঠন করলেন ভারতীয় দল।
গিল-যশস্বীর জুটি করবে ওপেনিং
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে ভারতীয় দলের ওপেনার হিসাবে রবি শাস্ত্রী যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) ও শুভমান গিলকে (Shubman Gill) বাছাই করে নিয়েছেন। এর আগেই দুজনকে একসাথে ওপেনিং করতে দেখা গিয়েছে। তবে, টেস্ট ফরম্যাটে অজিদের বিরুদ্ধে হয়তো প্রথমবারের জন্য তাদের ওপেনিং করতে দেখা যাবে। আসলে, এই টেস্ট সার্কেলে রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়ালের জুটি ছিল সুপার হিট। তবে রোহিত শর্মার প্রথম ম্যাচ না খেলার সম্ভাবনা রয়েছে তাই নতুন জুটিকে ওপেনিং করতে দেখা যাবে। প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রী তিন নম্বরের জন্য বাছাই করে নিয়েছেন কেএল রাহুলকে (KL Rahul)।
রাহুল ভারতীয় দলের হয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ দুই টেস্টে সুযোগ পাননি, তবে রোহিতের অনুপস্থিতিতে তার উপর ভারতীয় দলের ব্যাটিংয়ের একটি গুরুদায়িত্ব থাকবে। মিডিল অর্ডারে শাস্ত্রী বিরাট কোহলি (Virat Kohli), ঋষভ পন্থের (Rishabh Pant) পাশাপশি ‘এ’ সিরিজে দুর্দান্ত ছন্দ দেখানো ধ্রুব জুড়েলকে দেখতে চান শাস্ত্রী। ঋষভ পন্থ ভারতীয় টেস্ট দলে সুযোগ পাওয়ার পর থেকে জাতীয় দলে খেলার সুযোগ পাননি জুড়েল। তবে অজিদের বিরুদ্ধে প্রথম টেস্টে তাকে দেখতে পাওয়ার সম্ভাবনা থাকবে।
দল বাছাই করলেন শাস্ত্রী
শাস্ত্রী তার অলরাউন্ডার তারকাদের মধ্যে রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) ও ওয়াসিংটন সুন্দরদের (Washington Sundar) মধ্যে একজনকে বেছে নেবেন। ফাস্ট বোলার অলরাউন্ডার নীতিশ রেড্ডিকে (Nitish Reddy) সুযোগ দিতে চান শাস্ত্রী। অস্ট্রেলিয়ার বাউন্সি উইকেটে তিন জন পেসারকে সুযোগ দিতে চান শাস্ত্রী। তিনি জসপ্রীত বুমরাহ, আকাশ দীপ ও মোহাম্মদ সিরাজকে বাছাই করে নিয়েছেন। যদিও রবি শাস্ত্রী অজি সফরে দলে রবিচন্দ্রন অশ্বিনকে নিতে চাইছেন না কিংবা মিডিল অর্ডারে সরফরাজ খানকে (Sarfaraz Khan) সুযোগ দিতে চাননা।
রবি শাস্ত্রীর বাছাই করা ভারতীয় একাদশ
যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, কেএল রাহুল, বিরাট কোহলি, ঋষভ পন্থ, ধ্রুব জুড়েল, রবীন্দ্র জাদেজা/ওয়াসিংটন সুন্দর, নীতিশ রেড্ডি, জসপ্রীত বুমরাহ, আকাশদীপ, মোহাম্মদ সিরাজ।