রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) দল হলো আইপিএল ইতিহাসের অন্যতম জনপ্রিয় দল। তবে এখনো পর্যন্ত ট্রফির খরা কাটাতে পারেনি দলটি। একাধিক কিংবদন্তি খেলোয়াড়দের খেলতে দেখা গিয়েছে এই দলে। তবে বারবারই হতাশজনক প্রদর্শন দেখিয়েছে দলটি। তবে আসন্ন আইপিএলে ট্রফির খরা কাটাতে নতুন সিদ্ধান্ত নিতে চলেছে RCB টিম ম্যানেজমেন্ট। বেশ কিছু সূত্রের খবর অনুযায়ী, প্রাক্তন ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রীর (Ravi Shastri) উপর গরু দায়িত্ব তুলে দেওয়া হয়েছে আসন্ন আইপিএল মৌসুমের জন্য।
কোহলির পরম মিত্র হচ্ছেন RCB দলের কোচ

রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) দলকে কোচিং করতে চলেছেন কিংবদন্তি তারকা রবি শাস্ত্রী। ভারতীয় ক্রিকেট দলকে টেস্ট ক্রিকেটে উন্নতির শিখরে পৌঁছানোর বড় ভূমিকা পালন করেছিলেন শাস্ত্রী, আসন্ন আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলকে ট্রফির স্বাদ দিতে দায়িত্ব তুলে দেওয়া হবে রবি শাস্ত্রীর হাতে। অন্যদিকে, কোচের পাশাপশি, অধিনায়কেরও পরিবর্তন হতে চলেছে। সূত্রের খবর অনুযায়ী, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলের কর্মকর্তারা ইতিমধ্যেই বিরাট কোহলির (Virat Kohli) সঙ্গে আলাপ আলোচনা সেরে নিয়েছে। তারা বিরাটকে আবার দলের নেতৃত্ব দেওয়ার আর্জি জানিয়েছে।
Read More: ভারতীয় দলের এই তরুণ ব্যাটসম্যানের প্রেমে পাগল সানা গাঙ্গুলি, শীঘ্রই বসবেন বিয়ের পিঁড়িতে !!
তবে ক্যাপ্টেনসি গ্রহণ করার আগে তিনি নাকি ম্যানেজমেন্টকে রবি শাস্ত্রীর (Ravi Shastri) নাম উল্লেখ করেছেন। জানা গিয়েছে, তিনি ম্যানেজমেন্টকে জানিয়ে দিয়েছেন দলের অধিনায়ক তিনি আবার হতে পারেন যদি তাকে পছন্দ মতন কোচকে বাছাই করে নিতে দেওয়া হয় তাহলেই। রবি শাস্ত্রীর সঙ্গে বিরাট কোহলির বেশ ভালই সম্পর্ক। এর আগেও কোহলি অধিনায়ক থাকাকালীন রবি শাস্ত্রীর সঙ্গে লম্বা সময় ধরে কাজ করেছেন তিনি।
রবি শাস্ত্রীর উপর গুরু দায়িত্ব দিতে চলেছে RCB

পাশাপশি, টি-টোয়েন্টি বিশ্বকাপ সমাপ্ত হওয়ার পরেই দীনেশ কার্তিককে (Dinesh Karthik) রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলের ব্যাটিং কোচ হিসাবে দায়িত্ব দেওয়া হয়। গত মৌসুমে আইপিএল থেকে বিদায় নিয়েছেন তিনি, যে কারণে টিম ম্যানেজমেন্ট তাকে একটি বড় দায়িত্ব দিয়ে দিয়েছে। অন্যদিকে কোহলির কথা অনুযায়ী বেঙ্গালুরু দলকে কোচিং করাবেন রবি শাস্ত্রী। প্রসঙ্গত ২০২৪ সালেই জিম্বাবুয়ের কিংবদন্তি তারকা
অ্যান্ডি ফ্লাওয়ারকে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলের প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়েছিল। ফ্রাঞ্চাইজি ক্রিকেটের অন্যতম সফল কোচ তিনি এবং তার কোচিংয়ে গত সিজিনে ব্যাঙ্গালুরু দল অসাধারণ ফাইট ব্যাক দেখিয়ে প্লে অফের জন্য কোয়ালিফাই করে। এই পরিস্থিতিতে বিরাট কোহলির পছন্দের রবি শাস্ত্রীকে দলের কোচ বানানো হবে নাকি ফ্লাওয়ার কে আবার ম্যানেজমেন্ট ভরসা করবে, তা সময় আসলেই জানা যাবে।