"মজা করো না ওরা চাইলে..", রোহিত-বিরাটের ভবিষ্যতের বিষয়ে গম্ভীরকে আক্রমণ করলেন রবি শাস্ত্রী !! 1

ভারতীয় ক্রিকেটে গত কয়েক বছরে রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলির (Virat Kohli) অবদান বিশ্ব মঞ্চে স্মরণীয় হয়ে আছে। ৩ ফরম্যাটেই তারা দলকে সফলতা এনে দেওয়ার চেষ্টা করছিলেন। বর্তমানে এই জুটি শুধুমাত্র আন্তর্জাতিক ওডিআই ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন। কিন্তু একদিনের দলে জায়গা পাওয়ার জন্য তাদের ঘরোয়া ক্রিকেটে নিয়মিত অংশগ্রহণ করতে হবে বলে বিসিসিআই (BCCI) স্পষ্ট করে দিয়েছে। ফলে রীতিমতো সমালোচনার মুখে পড়েছে এই সিদ্ধান্ত‌। প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) তারকা দুই ক্রিকেটারের ওপর চাপ সৃষ্টি করছেন বলেও জল্পনা তৈরি হয়েছে। এই বিষয়ে এবার রবি শাস্ত্রী বিস্ফোরক মন্তব্য করলেন।

Read More: BCCI’এর নির্দেশকে বুড়ো আঙুল বিরাট কোহলির, খেলবেন না বিজয় হাজারে ট্রফি !!

দুরন্ত ফর্মে রোহিত-বিরাট-

গম্ভীর,ভারত bcci, ind vs sa
Rohit Sharma and Virat Kohli | Image: Getty Images

এই বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে (Champions Trophy 2025) রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় দল আরও একটি আইসিসি (ICC) ট্রফি জয় করে। এই টুর্নামেন্টে ব্যাট হাতে হিটম্যান এবং কিং কোহলি দুজনেই দুরন্ত ফর্মে ছিলেন। বর্তমানে তারা টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করে শুধুমাত্র ওডিআই ক্রিকেটে নিজেদের অবদান রাখছেন।‌ সম্প্রতি অস্ট্রেলিয়া সফরে তিন ম্যাচের ওডিআই সিরেও ব্যাট হাতে রীতিমতো জ্বলে উঠেছিলেন রোহিত। তিনি তৃতীয় ম্যাচে ১২৫ বলে অপরাজিত ১২১ রানের ইনিংস খেলেন।

এমনকি ৩ ম্যাচে ২০২ রান সংগ্রহ করে সিরিজের সর্বোচ্চ রান সংগ্রহকারী হয়েছিলেন। বর্তমানে চলতি দক্ষিণ আফ্রিকার (India vs South Africa ODI Series) বিপক্ষে ওডিআই সিরিজে এবার বিরাট কোহলির ব্যাটিং দাপট উপভোগ করছেন ভক্তরা। এই তারকা ব্যাটসম্যান প্রথম ম্যাচে রাঁচিতে ১২০ বলে ১৩৫ রান সংগ্রহ করেন। ব্যাট হাতে ১১ টি চার এবং ৭ টি ছয় হাঁকা‌ন তিনি। দ্বিতীয় ম্যাচেও রায়পুরে ৯৩ বলে ১০২ রান করে ব্যাটিং অর্ডারকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন কোহলি।

রবি শাস্ত্রীর বার্তা-

রোহিত
Rohit Sharma and Virat Kohli | Image: Getty Images

বিরাট (Virat Kohli) এবং রোহিত (Rohit Sharma) দুরন্ত ফর্মে থাকলেও ওডিআই ক্রিকেটে তাদের ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা রয়েছে। ২০২৭ ওডিআই বিশ্বকাপের (ODI WC 2027) পরিকল্পনায় তারা থাকবেন কিনা তা এখনও স্পষ্ট করেননি প্রধান নির্বাচক অজিত আগরকর (Ajit Agarkar) এবং প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। এর মধ্যেই রবি শাস্ত্রীর (Ravi Shastri) বিস্ফোরক মন্তব্য সামনে এল। তিনি এক সাক্ষাৎকারে হিটম্যান এবং কোহলির বিষয়ে নিজের ভাবনাচিন্তা প্রকাশ করেছেন।

ভারতের প্রাক্তন প্রধান কোচ বলেন, “রোহিত এবং কোহলি ওডিআই ক্রিকেটের বিশাল বড়ো তারকা। এই দুই তারকাকে নিয়ে মজা করো না। ওরা যদি ঠিক করে এবং সঠিক বোতাম টিপে দেয় তাহলে আশপাশের অনেকেই ছিটকে বেরিয়ে যাবেন (গম্ভীর এবং অজিত আগরকরের দিকেই আঙ্গুল তুলেছেন। অভিজ্ঞতা বাজারে বিক্রি হয় না। একজন রান তাড়া করার মাস্টার। আর‌ একজন ওডিআই ফরম্যাটে ৩ বার ডবল সেঞ্চুরি করেছেন। ফলে অবশ্যই তাদের ২০২৭ ওডিআই বিশ্বকাপে দলে রাখা উচিত।”

Read Also: “ভারতের হারিস রাউফ..”, দঃ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে হারের পর ট্রোলের মুখ প্রসিদ্ধ কৃষ্ণা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *