একটি ক্রিকেট দলকে সফলভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একজন কোচ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে একাধিক সফল কোচ ব্লু ব্রিগেডদের বছর পর বছর ধরে সমৃদ্ধ করেছেন। সম্প্রতি রাহুল দ্রাবিড় (Rahul Dravid) প্রধান কোচ থাকাকালীন ভারতীয় দল টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 WC 2024) জয় করে নতুন ইতিহাস তৈরি করে। বর্তমানে গৌতম গম্ভীর (Gautam Gambhir) এই পদে নিজের দায়িত্ব সামলাচ্ছেন। কিন্তু তার সময় এখনও পর্যন্ত ভারতীয় টেস্ট দল একের পর এক সিরিজে হার সম্মুখীন হয়ে সমালোচনার মুখে পড়েছে। ফলে সূত্র অনুযায়ী বিসিসিআই (BCCI) গম্ভীরকে (Gautam Gambhir) সরিয়ে দিয়ে আবারও রবি শাস্ত্রীকে (Ravi Shastri) ফিরিয়ে আনতে চাইছে।
Read More: বাংলাদেশ সিরিজের আগেই ভোলবদল বিসিসিআইয়ের, টি-20 দলের ক্যাপ্টেন হচ্ছেন পরাগ !!
পদ হারাচ্ছেন গম্ভীর-

গত বছর গৌতম গম্ভীর (Gautam Gambhir) কলকাতা নাইট রাইডার্স (KKR) দলে মেন্টর হিসাবে ফিরে এসেছিলেন। তার তত্ত্বাবধানে নাইট বাহিনী তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়। এরপরই রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) পর ভারতীয় দলের নতুন প্রধান কোচ হিসেবে গম্ভীরকে (Gautam Gambhir) বেছে নেওয়া হয়। তিনি নতুনভাবে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে ব্লু ব্রিগেডদের এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। কিন্তু গত বছর ঘরের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতীয় (IND vs NZ) দল টেস্ট সিরিজে হারের সম্মুখীন হয়। এরপর অস্ট্রেলিয়ার (IND vs ENG) বিপক্ষে বর্ডার-গাভাস্কার ট্রফিতেও একের পর এক গুরুত্বপূর্ণ টেস্ট ম্যাচে পরাজিত হয় হয় ব্লু ব্রিগেডরা। ফলে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) সিদ্ধান্ত সমালোচনার মুখে পড়ে।
তবে মনে করা হচ্ছিল ইংল্যান্ডের (IND vs ENG) বিপক্ষে ৫ ম্যাচের টেস্ট সিরিজে ভারতীয় দলকে নিয়ে ঘুরে দাঁড়াবেন তিনি। কিন্তু চলতি সিরিজে হেডিংলেতে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে ৫ উইকেটে হারের সম্মুখীন হয়েছে ভারতীয় দল। নতুন টেস্ট অধিনায়ক হিসেবে শুভমান গিলকে (Shubman Gill) বেছে নিয়ে দুরন্ত চাল দেওয়ার চেষ্টা করেছিলেন ভারতীয় দলের প্রধান কোচ। এছাড়াও গম্ভীর করুন নায়ারের (Karun Nair) মতো ব্যাটসম্যানকে দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরিয়ে আনেন। কিন্তু কোনো কৌশল সেইভাবে কাজে আসেনি। ফলে সূত্র অনুযায়ী বিসিসিআই (BCCI) প্রধান কোচের দায়িত্ব থেকে গৌতম গম্ভীরকে (Gautam Gambhir) সরিয়ে দিতে চাইছে।
দায়িত্বে আসছেন রবি শাস্ত্রী-

গৌতম গম্ভীরের (Gautam Gambhir) পর ভারতীয় দলের নতুন প্রধান কোচ হিসেবে রবি শাস্ত্রীকে (Ravi Shastri) বেছে নিতে চাইছে বিসিসিআই (BCCI)। ভারতের অন্যতম কিংবদন্তি এই ক্রিকেটার ২০১৭ সাল থেকে ২০২১ পর্যন্ত ভারতীয় দলের প্রধান কোচের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন। তার তত্ত্বাবধানে ভারতীয় দল একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচে সাফল্য অর্জন করে। তিনি ভারতীয় দলকে নতুন করে গড়ে তুলে আত্মবিশ্বাস এনে দিয়েছিলেন।
রবি শাস্ত্রী (Ravi Shastri) দলের প্রধান কোচ থাকাকালীন ভারত ২০১৮-১৯ এবং ২০২০-২১ সালে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জয় করে নতুন ইতিহাস রচনা করেছিল। তার সময়ে ৪৩ টি টেস্ট ম্যাচের মধ্যে ২৫ টি ম্যাচে জয় করে ভারতীয় দল। এছাড়াও ২০১৯ সালে ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছেছিল ব্লু ব্রিগেডরা। উল্লেখ্য রবি শাস্ত্রীর (Ravi Shastri) সময়কালে ঋষভ পান্থ (Rishabh Pant), মহম্মদ সিরাজ (Mohammed Siraj) এবং শুভমান গিলের (Shubman Gill) মতো ক্রিকেটাররা আন্তর্জাতিক মঞ্চে উঠে এসে নিজেদের প্রমাণ করার সুযোগ পেয়েছেন।