গৌতম গম্ভীর (Gautam Gambhir) ভারতীয় দলের প্রধান কোচ হিসেবে আসার পর থেকে দল যেন এক অস্থির পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। ৩ ফরম্যাটে ইতিমধ্যেই একাধিক পরিবর্তন ঘটিয়ে তিনি রীতিমতো চমক দিয়েছেন। কিন্তু ব্লু ব্রিগেডদের পারফর্মেন্স বর্তমানে তলানিতে এসে ঠেকেছে। অস্ট্রেলিয়া (India vs Australia ODI Series) সফরে একদিন সিরিজে শুভমান গিলরা (Shubman Gill) হারের সম্মুখীন হয়। এরপর ঘরের মাঠে টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকার (India vs South Africa Test Series) বিপক্ষে হোয়াইটওয়াশ হয়ে ধাক্কা খেয়েছে ব্লু ব্রিগেডরা। গতকাল প্রোটিয়াদের বিপক্ষে দ্বিতীয় ওডিআই ম্যাচেও দল পরাজিত হওয়ায় প্রশ্নের মুখে পড়েছে প্রধান কোচের ভূমিকাও। এর মধ্যেই এবার রবি শাস্ত্রী (Ravi Shastri) গম্ভীরকে সতর্ক করলেন।
Read More: BCCI’এর নির্দেশকে বুড়ো আঙুল বিরাট কোহলির, খেলবেন না বিজয় হাজারে ট্রফি !!
প্রশ্নের মুখে গৌতম গম্ভীর-

ভারতীয় দলের প্রধান কোচ হিসেবে গৌতম গম্ভীর দায়িত্ব পাওয়ার পরে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এই বছরের শুরুতেই রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলি (Virat Kohli) আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে নিজেদের সরিয়ে নিয়েছিলেন। এই সিদ্ধান্তের পিছনে গম্ভীরের হাত রয়েছে বলেও অনেকে মনে করেছিলেন বিশেষজ্ঞরা। এরপর নতুন টেস্ট অধিনায়ক হিসেবে শুভমান গিলকে (Shubman Gill) বাছাই করা হয়। এই তরুণ ব্যাটসম্যানকে ওডিআই ক্রিকেটেও নেতৃত্বের দায়িত্বে নিয়ে আসা হয়েছে।
তার অধিনায়কত্বে সম্প্রতি অস্ট্রেলিয়ার মাটিতে ২-১ ব্যবধানে হারের সম্মুখীন হয় ভারতীয় ওডিআই দল । এরপর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজেও ভারতীয় দলের হতাশাজনক অবস্থা রীতিমতো প্রশ্নের মুখে পড়েছে। প্রোটিয়ারা ২-০ ব্যবধানে লাল বলের সিরিজ জয় করে। ওডিআই সিরিজেও বুধবার রায়পুরে দুরন্ত জয় ছিনিয়ে নিয়ে ঘুরে দাঁড়িয়েছে টেম্বা বাভুমার (Temba Bavuma) দল। ভারতীয় একদিনের বোলিং আক্রমণে মহম্মদ সিরাজ (Mohammed Siraj) এবং মহম্মদ শামির (Mohammed Shami) মতো বোলারদের না সুযোগ দেওয়া নিয়েও উঠছে একাধিক প্রশ্ন।
শাস্ত্রীর সাবধানবাণী-

দলের খারাপ পরিস্থিতির মধ্যে ভারতীয় দলের প্রাক্তন প্রধান কোচ রবি শাস্ত্রী (Ravi Shastri) গৌতম গম্ভীরকে উদ্দেশ্য করে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন। তিনি এক সাক্ষাৎকারে বলেন, “যদি দল খারাপ পারফর্মেন্স করে তাহলে তোমাকে বরখাস্ত করা হতে পারে। ক্রিকেটারদের সঙ্গে সম্পর্ক দৃঢ় করতে হবে। তবেই ক্রিকেটারদের জেতার জন্য অনুপ্রাণিত করতে পারবে। আমরা সেটাই করেছিলাম। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো চাপ নিও না। খেলাটা উপভোগ করো।”
রবি শাস্ত্রী আরও বলেন, “দলের প্রতিটি খেলোয়াড় থেকে কোচিং স্টাফেরা সকলেই এই ব্যর্থতার জন্য দায়ী। এর জন্য কেউ একা দায়ী নয়। এটা সম্মিলিত সিদ্ধান্ত। দক্ষিণ আফ্রিকা ভারতকে পরাজিত করেছে কেবল একজন ক্রিকেটারের উপর ভরসা করে নয়। তারা দলগত হিসেবে খেলেছে। সকলের আগে আমি নিজের দায় স্বীকার করতাম। ড্রেসিংরুমে ফিরেও কাউকে ছাড়তাম না। দলের বৈঠকে ক্রিকেটারদের দায়িত্বের কথা অবশ্যই মনে করিয়ে দিতাম।”