গৌতম গম্ভীর (Gautam Gambhir) ভারতীয় দলের প্রধান কোচ হিসেবে আসার পর টেস্ট দলে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটিয়েছেন। তার সময় রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলি (Virat Kohli) লাল বলের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন। দলের রাজনীতির শিকার হয়েই তারা এই রকম সিদ্ধান্ত নিয়েছেন বলে বিশেষজ্ঞরা উল্লেখ করেছিলেন। বর্তমানে শুভমান গিল (Shubman Gill) জাতীয় টেস্ট দলকে নেতৃত্ব দিচ্ছেন।
তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচে চোট পাওয়ায় দ্বিতীয় টেস্ট ম্যাচে ঋষভ পান্থের (Rishabh Pant) নেতৃত্বে মাঠে নেমেছে ব্লু ব্রিগেডরা। ইডেন গার্ডেন্সে লজ্জাজনক হারের পর গৌতম গম্ভীর দ্বিতীয় টেস্টের ব্যাটিং অর্ডারে একাধিক পরিবর্তন করেছেন। এই সিদ্ধান্ত একেবারেই কাজে আসিনি। এই বিষয়ে এবার ক্ষোভ প্রকাশ করলেন প্রাক্তন ক্রিকেটার ও কোচ রবি শাস্ত্রী (Ravi Shastri)।
Read More: ঘোর আনন্দে নেমে এলো কালো মেঘ, হৃদরোগে আক্রান্ত স্মৃতি মান্ধানার বাবা !!
ব্যর্থ ব্যাটিং অর্ডার-

আসামের বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচেও পিছিয়ে পড়েছে ভারতীয় দল। সেনুরান মুতুসামির (Senuran Muthusamy) দুরন্ত শতরানে ভর করে প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা ৪৮৯ রানে পৌঁছে যায়। এই রান তাড়া করতে নেমে একের পর এক উইকেট হারিয়ে ভারতীয় ব্যাটিং অর্ডার বিপর্যয়ের মুখে পড়ে। প্রথমে ওপেনার কেএল রাহুল (KL Rahul) এবং যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) দু’জনে মিলে ১২৯ বলে ৬৫ রানের পার্টনারশিপ গড়ে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। রাহুল ২২ রান করলেও ৯৭ বলে ৫৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন যশস্বী।
এরপর দলের হয়ে হাল ধরতে পারেননি টপ অর্ডারের কেউ। সাই সুদর্শন (Sai Sudarshan) মাত্র ১৫ রান করে মাঠের বাইরে চলে যান। ধ্রুব জুরেল (Dhruv Jurel) আজ চতুর্থ স্থানে ব্যাটিং করতে আসেন। তবে তিনি খাতা না খুলেই মাঠ ছাড়েন। এইরকম পরিস্থিতিতে সকলে অধিনায়ক ঋষভ পান্থের দিকে তাকিয়ে ছিলেন। এই তারকা ব্যাটসম্যানও হাল ধরতে ব্যর্থ হন। মাত্র ৭ রান করে ভক্তদের হতাশ করেন তিনি। রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) ৬ রান এবং নীতিশ কুমার রেড্ডি ১০ রানের ইনিংস খেলে আউট হলে ভারতীয় দল অনেকটাই কোণঠাসা হয়ে যায়। মাত্র ১২২ রানে ৭ উইকেট পড়ে গিয়েছিল এক সময়।
এইরকম পরিস্থিতিতে ওয়াশিংটন সুন্দর (Washington Sundor) এবং কুলদীপ যাদব (Kuldeep Yadav) জুটি বেঁধে প্রতিরোধ তৈরি করার চেষ্টা করেন। উল্লেখযোগ্য বিষয় হল ইডেন টেস্টে ৩ নম্বর স্থানে ব্যাটিং করতে দেখা গিয়েছিল ওয়াশিংটনকে। এবার দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে অষ্টম স্থানে ব্যাটিং করতে পাঠান হয়েছিল তাকে। কঠিন সময় ২০৮ বলে ৭২ রানের পার্টনারশিপ গড়েন তারা। ওয়াশিংটনের ব্যাট থেকে আসে ৯২ বলে ৪৮ রান। কুলদীপ যাদব ১৩৬ বল খেলে দলকে লড়াইয়ে টিকিয়ে রাখার চেষ্টা করেন। শেষ পর্যন্ত প্রথম ইনিংসে ২০১ রানে পৌঁছায় ভারত।
সমালোচনা করলেন শাস্ত্রী-

ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীরের (Gautam Gambhir) করা ব্যাটিং অর্ডারে পরিবর্তন দ্বিতীয় টেস্টে কাজে আসেনি। যা নিয়ে এবার সরব হলেন রবি শাস্ত্রী। ভারতের প্রাক্তন ক্রিকেটার এবং কোচ এই বিষয়ে বলেন, “এই পরিবর্তনগুলির কোনো মানে হয় না। কোন নির্দিষ্ট পরিকল্পনায় এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে আমার মাথায় ঢুকছে না। ইডেনে চার জন স্পিনার খেলান হয়েছিল। এরমধ্যে একজন স্পিনার মাত্র ১ ওভার বল করেন। এটাই যদি হয় তাহলে একজন অভিজ্ঞ ব্যাটসম্যানকে কেন খেলানো হল না?
ইডেনে ওয়াশিংটনকে ৩ নম্বরে ব্যাটিং করতে পাঠানো হয়েছিল। গুয়াহাটিতে তাকে ৮ নম্বরে ব্যাটিং করতে দেখা গেছে। ও যথেষ্ট ভালো ব্যাটসম্যান। দ্বিতীয় টেস্টে অন্তত ৪’এ ব্যাটিং করতে পাঠানো উচিত ছিল। এই অদ্ভুত পরিকল্পনার জন্য ভারতীয় ব্যাটিং অর্ডারের ভারসাম্য নষ্ট হচ্ছে।”