সাম্প্রতিক সময় ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বড়ো ঘটনা ছিল বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মার (Rohit Sharma) আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা। এরপর বিসিসিআই (BCCI) হিটম্যানের পরিবর্তে একজন প্রতিভাবান অধিনায়ককে বেছে নেওয়ার জন্য মাঠে নেমে পড়ে। একাধিক নাম সামনে উঠে এলেও নির্বাচকদের প্রধান অজিত আগরকর (Ajit Agarkar) এবং প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) শুভমান গিলকে (Shubman Gill) নতুন ভারতীয় টেস্ট অধিনায়ক হিসেবে বেছে নেন। তিনি বর্তমানে ইংল্যান্ড সফরে ব্লু ব্রিগেডদের (IND vs ENG) নেতৃত্ব দিচ্ছেন। প্রথম ম্যাচে ব্যর্থ হলেও তার অধিনায়কত্ব নিয়ে এবার গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন রবি শাস্ত্রী (Ravi Shastri)।
Read More: বাংলাদেশ সিরিজের আগেই ভোলবদল বিসিসিআইয়ের, টি-20 দলের ক্যাপ্টেন হচ্ছেন পরাগ !!
হতাশ করেছেন গিল-

এই বছর আইপিএলে (IPL 2025) গুজরাট টাইটান্সের (Gujarat Titans) হয়ে নেতৃত্বের দায়িত্বে ছিলেন শুভমান গিল (Shubman Gill)। তিনি লিগ পর্বে দলকে ১৪ ম্যাচের মধ্যে ৯ ম্যাচে জয় এনে দিয়ে প্লে অফে জায়গা করে দেন। এর মধ্যেই তার শান্ত মস্তিষ্ক এবং গুরুত্বপূর্ণ সময় সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা জাতীয় নির্বাচকদের নজর কেড়েছিল। কিন্তু জাতীয় দলে দায়িত্ব পাওয়ার পর ইংল্যান্ডের (IND vs ENG) বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচেই হারের সম্মুখীন হয়েছেন গিল। হেডিংলেতে ভারতীয় দল ইংলিশ বাহিনীদের (IND vs ENG) বিপক্ষে ৫ উইকেটে হারের সম্মুখীন হয়। ফিল্ডিং এবং বোলিং বিভাগের ব্যর্থতা দলকে রীতিমতো চিন্তায় রেখেছে।
এর সঙ্গেই শুভমান গিলের (Shubman Gill) অধিনায়কত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। টি-টোয়েন্টি ক্রিকেটে নেতৃত্ব দেওয়া এবং জাতীয় দলের হয়ে টেস্ট ক্রিকেটে অধিনায়কত্ব করা এক বিষয় নয় বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। তবে ইংল্যান্ডের (IND vs ENG) বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ব্যাট হাতে দলকে ভরসা দিয়েছেন গিল (Shubman Gill)। তিনি প্রথম ইনিংসে ১৪৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন।
গিলের পাশে শাস্ত্রী-

বিরাট কোহলির (Virat Kohli) পর ভারতীয় টেস্ট দলের নেতৃত্বের দায়িত্ব পেয়েছিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। তিনি ২০২৩ সালে ব্লু ব্রিগেডদের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনালে নিয়ে গিয়েছিলেন। তবে সাম্প্রতিক সময়ে ভারতীয় দল লাল বলের ক্রিকেটে অনেকটাই পিছিয়ে পড়েছে। একের পর এক টেস্ট সিরিজে হার অনেকগুলো বিষয়ে প্রশ্ন উঠেছে। এর মধ্যে শুভমান গিল (Shubman Gill) দলকে নতুন করে স্বপ্ন দেখাচ্ছেন। তবে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ হারলে তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হতে পারে বলে খবর সামনে এসেছে। যা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে।
তবে এইরকম পরিস্থিতিতে গিলের (Shubman Gill) পাশে দাঁড়িয়ে রবি শাস্ত্রী (Ravi Shastri) গুরুত্বপূর্ণ বার্তা দিলেন। তিনি বলেন, “ইংল্যান্ড (IND vs ENG) সফরে ব্যর্থ হলেও শুভমান গিলের (Shubman Gill) সাথে থাকা উচিত। তিন বছর তাকে সময় দিন। আমি নিশ্চিত যে শুভমান ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। ও এখন অনেকটাই পরিণত। যেভাবে গিল (Shubman Gill) সাংবাদিকদের সঙ্গে কথা বলে এবং টসে নিজের বক্তব্য রাখে দেখে অনেকটাই পরিণত মনে হয়।” উল্লেখ্য এই তারকা ব্যাটসম্যান এখনও পর্যন্ত ভারতীয় দলের হয়ে ৩৩ টি টেস্ট ম্যাচে মোট ২০৪৮ রান সংগ্রহ করেছেন।