ravi-ashwin-to-retire-before-ipl-2025

২০২৫-এর আইপিএল (IPL) নিয়ে প্রত্যাশার পারদ চড়ছে প্রতিদিনই। সবকিছু ঠিকঠাক থাকলে ডিসেম্বর মাসে হতে পারে মেগা অকশন। চলছে তারই প্রস্তুতি। এখনও পর্যন্ত বিসিসিআই-এর তরফে এই নিলামের নিয়মনীতি কিছু প্রকাশ করা হয় নি। তবে তার জন্য থেমে নেই দলগুলির ছক সাজানো। কাদের ছেড়ে দেওয়া হবে, ধরে রাখা হবে কাদের, নিলামে কাদের জন্য ঝাঁপানো হতে পারে-সব কিছুর জন্য পরিকল্পনা সাজিয়ে রাখছে টিম ম্যানেজমেন্ট। ব্যতিক্রম নয় রাজস্থান রয়্যালস (RR)। গত তিন বছরের মধ্যে দুইবার ট্রফির কাছাকাছি গিয়ে খালি হাতে ফিরেছে তারা। এবার অন্তিম বাধাটুকু পেরোতে মরিয়া তারা। ইতিমধ্যেই আগামী আইপিএলের (IPL) পরিকল্পনা প্রায় প্রস্তুত তাদের। ‘রিলিজ’ তালিকায় রবিচন্দ্রণ অশ্বিন (Ravichandran Ashwin) যে থাকছেন তা স্পষ্ট হলো সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে।

Read More: জাতীয় দলে জায়গা পেলেন সমিত দ্রাবিড়, কিংবদন্তি পিতার পথেই হাঁটছেন পুত্র !!

জুতোজোড়া তুলে রাখছেন অশ্বিন-

Ravichandran Ashwin | IPL | Image: Twitter
Ravichandran Ashwin | Image: Twitter

আইপিএলের (IPL) দ্বিতীয় মরসুমে অর্থাৎ ২০০৯ সালে প্রথম ফ্র্যাঞ্চাইজি টি-২০ লীগের আসরে পা রেখেছিলেন রবিচন্দ্রণ অশ্বিন (Ravichandran Ashwin)। তামিলনাড়ুর তারকা প্রথম সুযোগ পেয়েছিলেন ‘হোম টিম’ চেন্নাই সুপার কিংস-এ। ২০১৫ অবধি হলুদ জার্সি গায়ে চাপিয়েই খেলেছেন তিনি। খেতাব জিতেছেন ২০১০ ও ২০১১ সালে। এরপর সিএসকে নির্বাসিত হওয়ায় রাইজিং পুণে সুপারজায়ান্টসে যোগ দেন তিনি। ২০১৭-তে চলে যান পাঞ্জাব ফ্র্যাঞ্চাইজিতে। এক মরসুম অধিনায়ক’ও ছিলেন সেখানে। ২০২০-২১ মরসুমের নিলাম থেকে অশ্বিনকে দলে নেয় দিল্লী ক্যাপিটালস (DC)। সেখানেও কাটিয়েছন দু’টি মরসুম। অবশেষে ২০২২-এ যোগ দেন রাজস্থান রয়্যালসে। গোলাপি জার্সি গায়ে খেলেছেন তিনটি মরসুম। হয়ত রাজস্থানই হতে চলেছে তাঁর শেষ ফ্র্যাঞ্চাইজি। মনে করা হচ্ছে ২০২৫-এর আইপিএলের (IPL) আগেই দেড় দশকের জার্নিতে ইতি টানবেন তিনি।

দীর্ঘ কেরিয়ারে ২১২ আইপিএল (IPL) ম্যাচে অশ্বিন (Ravichandran Ashwin) নিয়েছেন ১৮০ উইকেট। ব্যাট হাতে করেছেন ৮০০ রান। শেষ তিন বছরে রাজস্থানের হয়ে তাঁর মোট উইকেটসংখ্যা ৩৫। তবে ব্যাট হাতে নিজেকে অনেক বেশী কার্যকরী করে তুলেছেন তিনি। ৩৮ ছুঁইছুঁই অশ্বিন’কে রাজস্থান (RR) আগামী মরসুমের জন্য ‘রিটেন’ করবে না, তা একপ্রকার নিশ্চিত। একইসাথে তাঁর বয়সের কারণে অন্য ফ্র্যাঞ্চাইজিও তাঁর উপর বিনিয়োগ করা থেকে বিরত থাকতে পারে। নিলামে অবিক্রিত থাকার ঝুঁকি এড়াতে তাই অবসরই নিতে পারেন তিনি। সম্প্রতি রাজস্থানের তরফ থেকে একটি ভিডিও প্রকাশ করে আইপিএল (IPL) ও আন্তর্জাতিক ক্রিকেটে অশ্বিনের কেরিয়ারের এক মন্তাজ তুলে ধরা হয়েছে। এই পোস্টের মাধ্যমেই তারকা খেলোয়াড়কে বিদায়বার্তা দিয়ে রাখলো ফ্র্যাঞ্চাইজি, মত বিশেষজ্ঞদের।

দেখে নিন সেই ভিডিও-

রাজস্থানের রিটেনশন তালিকায় থাকছে ৬ নাম-

Rajasthan Royals | Image: Getty Images
Rajasthan Royals | Image: Getty Images

সরাসরি ছয় জন’কে রিটেন করার সুযোগ দেওয়া হবে, নাকি চারটি রিটেনশন ও দুটি রাইট টু ম্যাচ বিকল্প দেওয়া হবে তা নিয়ে এখনও কোনো নিশ্চয়তা মেলে নি। তবে কোন ছয়জনকে রাজস্থান রয়্যালস (RR) ধরে রাখতে চায় তা জানা গিয়েছে। দুই তারকা ওপেনার জস বাটলার (Jos Buttler) ও যশস্বী জয়সওয়ালকে (Yashasvi Jaiswal) হাতছাড়া করবে না তারা। একই সাথে রিটেনশন তালিকায় নাম থাকবে অধিনায়ক সঞ্জু স্যামসন (Sanju Samson) ও রিয়ান পরাগের (Riyan Parag)। যশস্বী জয়সওয়ালের মতই রিয়ান পরাগকেও ভবিষ্যতের সুপারস্টার মনে করা হচ্ছে। তাঁদের উপর বড় বিনিয়োগ করতে পারে ফ্র্যাঞ্চাইজি। বাকি দুই নাম হতে পারেন ধ্রুব জুড়েল (Dhruv Jurel) ও যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। তাঁদের হয় রিটেন করা হবে অথবা রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করে ফেরানো হবে রয়্যালস শিবিরে।

Also Read: IPL 2025: এই ক্রিকেটারকে দলে সামিল করলেন কপাল খুলবে RCB’র, কাটবে সতেরো বছরের ট্রফি খরা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *