এশিয়া কাপের আগেই স্বস্তি, ধর্ষণের মামলা থেকে মুক্তি পেলেন এই তরকা ক্রিকেটার !! 1

এশিয়া কাপের (Asia Cup 2025) আগেই এই টুর্নামেন্টকে ঘিরে ক্রিকেটের উত্তাপ বৃদ্ধি পেতে শুরু করেছে। হাইভোল্টেজ ম্যাচে গ্ৰুপ পর্বে ভারত বনাম পাকিস্তানের (IND vs PAK) মহারণ দেখার জন্য অপেক্ষা করছেন দর্শকরা। এই ম্যাচে ক্রিকেটে লড়াই এক অনন্য উচ্চতায় পৌঁছে যাবে বলে মনে করা হচ্ছে। কারণ সাম্প্রতিক সময়ে এই দুই দেশের মধ্যে রাজনৈতিক উত্তেজনা ক্রিকেটারদের মধ্যেও প্রভাব ফেলেছে। সোশ্যাল মিডিয়ায় বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েছিলেন দুই দেশের তারকারা। ফলে মাঠেও সেই অস্থিরতা বজায় থাকতে পারে। এর মধ্যেই এবার ধর্ষণের অভিযোগ থেকে স্বস্তি পেলেন এই ক্রিকেটার।

Read More: মাথায় ধোনির হাত থাকায় এশিয়া কাপে পেয়েছেন এন্ট্রি, না হলে রঞ্জি খেলার‌ও যোগ্য নন এই তারকা !!

অভিযোগ থেকে মুক্তি ক্রিকেটারের-

এশিয়া কাপের আগেই স্বস্তি, ধর্ষণের মামলা থেকে মুক্তি পেলেন এই তরকা ক্রিকেটার !! 2
Haider Ali | Images: Twitter

আগস্ট মাসে শুরুর দিকে পাকিস্তানের অনূর্ধ্ব ১৯ দল ইংল্যান্ড সফরে ছিল। সেই সময় গ্ৰেটার ম্যাঞ্চেস্টার পুলিশ হায়দার আলিকে (Haider Ali) গ্রেফতার করে। পাকিস্তানি বংশোদ্ভূত এক ব্রিটিশ মহিলা ২৪ বছর বয়সী এই পাক ক্রিকেটারের বিরুদ্ধে যৌন নির্যাতনের মামলা করেছিলেন।অভিযোগ আসার পরেই পিসিবি (PCB) হায়দার আলিকে সাময়িকভাবে নির্বাসিত করে। তবে তারা সমস্ত রকমভাবে এই ক্রিকেটারকে আইনি সহায়তা করবেন বলেও জানিয়েছিলেন।

অন্যদিকে প্রাথমিকভাবে গ্রেফতার করার পর এই পাক ক্রিকেটারকে জামিনে মুক্তি দেওয়া হয়েছিল। কিন্তু বিচার প্রক্রিয়া চলাকালীন তিনি যুক্তরাজ্যে ছিলেন। এবার হায়দার আলির (Haider Ali) বিরুদ্ধে তথ্য প্রমাণ না পেয়ে যৌন নির্যাতনের মামলা খরিজ করা হয়েছে। অভিযোগ প্রত্যাহারের পর এই পাক ক্রিকেটার নিজের দেশে ফেরার অনুমতি পেয়েছেন বলে জানা যাচ্ছে। তবে পিসিবির পক্ষ থেকে এখনও কিছু আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। উল্লেখ্য এই তরুণ ক্রিকেটার এখনও পর্যন্ত দেশের হয়ে ৩৫ টি টি-টোয়েন্টি ম্যাচে মোট ৫০৫ রান সংগ্রহ করেছেন।

সামনে ভারত-পাক মহারণ-

এশিয়া কাপের আগেই স্বস্তি, ধর্ষণের মামলা থেকে মুক্তি পেলেন এই তরকা ক্রিকেটার !! 3
IND vs PAK | Images: Getty Images

ভারত এবং পাকিস্তান আন্তর্জাতিক ক্রিকেটে অন্যতম শক্তিশালী দুই দল। পাক বাহিনীদের পারফর্ম্যান্স সাম্প্রতিক সময় হতাশজনক হলেও এশিয়া কাপে (Asia Cup 2025) তারা ব্লু ব্রিগেডদের বিরুদ্ধে জয় তুলে নেওয়ার জন্য মরিয়া লড়াই চালাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই দুই দেশের মধ্যে রাজনৈতিক উত্তেজনা থাকার কারণে দ্বিপাক্ষিক সিরিজ অনুষ্ঠিত হয় না।

ফলে এশিয়া কাপ বা আইসিসি (ICC) টুর্নামেন্টে ভারত-পাক মহারণকে নিয়ে ক্রিকেট ভক্তদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়। আসন্ন ১৪ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে এই দুই চির প্রতিদ্বন্দ্বী একে অপরের বিপক্ষে মাঠে নামতে চলেছে। এই বছরে এশিয়া কাপে (Asia Cup 2025) তারা গ্রুপ ‘এ’তে অবস্থান করছে। উল্লেখ্য ভারতকে এই টুর্নামেন্ট নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। অন্যদিকে পাকিস্তান দলের অধিনায়কত্বের দায়িত্ব সামলাবেন সালমান আলী আগা (Salman Ali Agha)।

Read Also: প্রথম ভারতীয় হিসেবে বিগ ব্যাশ লিগ খেলতে চলেছেন এই তারকা, গড়তে চলেছেন নতুন কীর্তি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *