গতবছরের শেষটা দুর্দান্তভাবে করেছিলেন ঝাড়খণ্ডের তরুণ উইকেটরক্ষক ব্যাটার ঈশান কিষণ। ভারত অধিনায়ক রোহিত শর্মা চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন বাংলাদেশের বিরুদ্ধে একদিনের সিরিজ থেকে। বদলি হিসেবে জায়গা পেয়েছিলেন ঈশান। সিরিজের শেষ ম্যাচে চট্টগ্রামের মাঠে ঝড় তুলেছিলেন তিনি। চতুর্থ ভারতীয় হিসেবে পেরিয়েছিলেন দ্বিশতরানের গণ্ডী। ভেঙে দিয়েছিলেন একদিনের ক্রিকেটে ক্যারিবিয়ান দৈত্য ক্রিস গেইলের (Chris Gayle)দ্রুততম দ্বিশতরান করার রেকর্ডটিও। ঈশানের (Ishan Kishan) ২১০ রানের ইনিংসের সুবাদে সেই ম্যাচে বিশাল ব্যবধানে জিতেছিলো ভারত। যেভাবে ২০২২-কে বিদায় জানিয়েছিলেন তিনি, সেইভাবে ২০২৩-কে স্বাগত অবশ্য জানাতে পারে নি ঈশানের ব্যাটে। নয়া বছরে টি-২০ ক্রিকেটে নিয়মিত সুযোগ পেলেও জাতীয় দলের হয়ে বড় ইনিংস খেলতে ব্যর্থ হয়েছেন তিনি। শ্রীলঙ্কার বিরুদ্ধে রান আসে নি তাঁর ব্যাটে। কে এল রাহুল (KL Rahul) না থাকায় নিউজিল্যান্ডের বিপক্ষে একদিনের সিরিজেও জায়গা পেয়েছিলেন ‘টিম ইন্ডিয়া’তে, কিন্তু পূর্ণ হয় নি রানের ঝুলি। টি-২০ সিরিজেও প্রথম দুই ম্যাচে যথাক্রমে ৪ ও ১৯ রান করেছেন। সাফল্যের পাহাড়চূড়া থেকে আচমকাই ব্যর্থতার খাদে তলিয়ে গেলেন কেনো তিনি? সেই নিয়ে জোর আলোচনা চলছে সোশ্যাল মিডিয়ায়। ঈশান’কে (Ishan Kishan) কি টি-২০তে দলে আরও সুযোগ দেওয়া উচিৎ? সেই প্রশ্নই উঠছে সমাজমাধ্যমের আনাচেকানাচে। ঝাড়খণ্ডের উইকেটরক্ষক’কে যে জাতীয় দলে জায়গা দেওয়া উচিৎ না অনুচিত, সেই বিতর্কে নিজের পক্ষ অবশ্য স্পষ্ট করে দিয়েছেন দিল্লী ও কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটার নীতিশ রাণা (Nitish Rana)। ট্যুইটারে রাণার কর্মকাণ্ড নিয়ে শুরু হয়েছে আরেকপ্রস্থ আলোচনা।
ধারবাহিক ব্যর্থতা ঈশানের ব্যাটে-

স্ট্রাইক রোটেশনের সমস্যা রয়েছে ঈশানের (Ishan Kishan)। বড় শট না এলে এক বা দুই রান নিয়ে স্কোরবোর্ড চালু রাখতে মুশকিলে পড়েন তিনি। রানিং বিট্যুইন দ্য উইকেট নিয়েও সমস্যা দেখা যাচ্ছে ইদানীং। সম্প্রতি দুইবার রান আউট হয়েছেন পার্টনারের সঙ্গে ভুলবোঝাবুঝিতে। ঈশানকে ভবিষ্যতের প্রতিভা হিসেবে ধরা হলেও যত দিন যাচ্ছে ততই যেন ধরা পড়ে যাচ্ছেন তিনি। বিশেষ করে ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাটে তো একদমই শান্ত থাকছে তাঁর ব্যাট। পরিস্থিতির সাথে মানিয়ে নিতেই পারছেন না তিনি। বাংলাদেশে চোখধাঁধানো দ্বিশতরানের পর ঈশানের (Ishan Kishan) একদিনের ম্যাচে সংগ্রহ যথাক্রমে ১৪৭, ৮ এবং ৫। শেষ ১৩টি টি-২০ ম্যাচে তাঁর সংগ্রহ ১৯৯ রান। ব্যাটিং গড় ১৫.৩০ এবং স্ট্রাইক রেটও মাত্র ১০৬। লাগাতার ব্যর্থ হয়েও কেবলমাত্র উইকেটরক্ষক হওয়ার কারণে সুযোগ পেয়ে চলেছেন তিনি। অপরপক্ষে রিজার্ভ বেঞ্চে রয়েছেন পৃথ্বী শ-এর মত ব্যাটার। ঘরোয়া ক্রিকেটে ঝুড়িঝুড়ি রান করেও ওপেনিং স্লটে জায়গা হচ্ছে না তাঁর।
ঈশান-বিরোধী ট্যুইটে ‘লাইক’ দিলেন নীতিশ-

IPL-এ কলকাতা নাইট রাইডার্স দলের নিয়মিত সদস্য নীতিশ (Nitish Rana)। কেরিয়ারে ৯১ আইপিএল ম্যাচে করেছেন ২১৮১ রান। ব্যাটিং গড় ২৮.৩২। স্ট্রাইক রেট ১৩৪.২২। রয়েছে ১৫ টি অর্ধশতক। আইপিএল পারফর্ম্যান্সের সুবাদে জাতীয় দলেও সুযোগ পেয়েছিলেন নীতিশ। ভারতের হয়ে মাত্র ১ টি একদিনের ম্যাচ এবং ২ টি টি-২০ খেলেছেন তিনি।একদিনের ম্যাচে মাত্র ৭ এবং দুই টি-২০ মিলিয়ে রান করেছেন ১৫। মাত্র তিন ম্যাচের পারফর্ম্যান্সের ভিত্তিতেই তাঁকে ছেঁটে ফেলেছে ‘টিম ইন্ডিয়া।’ তাঁরই মত একই অবস্থা হয়েছে ঋতুরাজ গায়কোয়াড়, ভেঙ্কটেশ আইয়ারদের মত ক্রিকেটারদের। ঘরোয়া ক্রিকেটার বা আইপিএলে ভালো খেলেও খুলছে না জাতীয় দলের দরজা। তিনি বা ভেঙ্কটেশের মত ক্রিকেটারদের দল ভরসা না করলেও ঈশানের ওপর যে আস্থা রয়েছে টিম ম্যানেজমেন্টের তা স্পষ্ট। বিষয়টিকে বিশেষ ভালো চোখে দেখেন নি রাণা (Nitish Rana)। প্রখ্যাত ক্রিকেট সাংবাদিক মুফাদ্দল ভোহরা একটি ট্যুইটে ঈশান কিষণের শেষ ১৩টি আন্তর্জাতিক টি-২০ ইনিংসের পরিসংখ্যান তুলে ধরেন। এর বেশী তিনি কিছু না লিখলেও কমেন্ট সেকশনে ঈশানের (Ishan Kishan) হতশ্রী পারফর্ম্যান্সের জন্য তাঁকে বাদ দেওয়ার দাবীতেই সরব হয়েছিলেন অনেকে। সেই ট্যুইটটিকে ‘লাইক’ করে বসেন নীতিশ। ঈশানের প্রতি পক্ষপাতিত্বে মনক্ষুণ্ণ রাণা, এমনটাই মনে করেন ক্রিকেট অনুরাগীদের অনেকে। সমাজমাধ্যমে হইচই শুরু হওয়ায় রাণা পরে সেই ট্যুইট’টি ‘আনলাইক’ করলেও জল্পনা অবশ্য থামে নি।
— Out Of Context Cricket (@GemsOfCricket) January 30, 2023
সমাজমাধ্যম’কে পাশে পাচ্ছেন রাণা-

উল্লিখিত ট্যুইটটি থেকে নিজের পছন্দের চিহ্ন’টি সরিয়ে নিলেও রাণা’র (Nitish Rana) ক্ষোভ’কে যুক্তিযুক্ত বলছেন নেটিজেনদের অনেকে। দিনের পর দিন ভালো খেলেও যেখানে অনেকে সুযোগই পাচ্ছেন না জাতীয় দলে, সেখানে ধারাবাহিক ব্যর্থতার পরেও কি যুক্তিতে খেলছেন ঈশান? সেই নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা। পাশাপাশি স্পিনের বিরুদ্ধে ঈশানের থেকে অনেক সাবলীলভাবে খেলেন নীতিশ, এমনটাও বলছেন অনেকে। উঠছে রাণা’কে জাতীয় দলে ফেরানোর দাবীও।
দেখে নিন ট্যুইটারচিত্র-
Knight Nitish deserves to play international white ball cricket. A left handed batter and off spin bowler 💥
— Aneek Dey (@AneekDey108) January 30, 2023
Nitish Rana is better than ishan kishan for t20s atleast he can hit spinners
— LIGHT YAGAMI (@yagamilight1911) January 30, 2023