এশিয়া কাপ (Asia Cup 2025) শুরু হতে আর মাত্র কয়েকটা ঘন্টা বাকি আছে। ফলে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে এখন ক্রিকেটীয় আমেজে ভরপুর। একদিকে যেমন মাঠে নিজেদের সেরা পারফর্মেন্স তুলে ধরার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন ক্রিকেটাররা ঠিক সেই সেইভাবেই টুর্নামেন্ট আয়োজনের কোনরকম ত্রুটি রাখতে চাইছেন না কর্মকর্তারা। অন্যদিকে প্রতিটা ক্রিকেটের মহারণে ধারাভাষ্যকাররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। এশিয়া কাপও তার ব্যতিক্রম হবে না। তবে এবার ভারতীয় দলের সমালোচনা করায় বাদ যেতে চলেছেন এই কমেন্টেটর।
Read More: “পাঞ্জাব কিংস আমার ক্যারিয়ার শেষ করে দিয়েছে..”, ক্রিস গেলের অভিযোগে তোলপাড় ক্রিকেট মহল !!
বাদ জনপ্রিয় কমেন্টেটর-

আজ থেকে শুরু হচ্ছে এশিয়ার জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট। এই গুরুত্বপূর্ণ টি-টোয়েন্টি মহারণে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা সহ আফগানিস্তানের মতো দলকে লড়াই করতে দেখা যাবে। আর এই ম্যাচের বিশ্লেষণে থাকছেন একাধিক অভিজ্ঞ ক্রিকেট ব্যক্তিত্ব। ভারতের হয়ে ধারাভাষ্যকার হিসেবে মঞ্চ মাতাতে দেখতে পাওয়া যাবে বীরেন্দ্র সেহবাগ (Virender Sehwag), ইরফান পাঠান (Irfan Pathan), রবি শাস্ত্রীর (Ravi Shastri) মতো ক্রিকেট পন্ডিতদের।
পাকিস্তানের পক্ষ থেকে থাকছেন অভিজ্ঞ ওয়াকার ইউনুস (Waqar Younis), ওয়াসিম আকরাম (Wasim Akram) এবং বাজিদ খানের (Bazid Khan) মতো তারকারা। তবে অন্যতম জনপ্রিয় পাক ক্রিকেট ব্যক্তিত্ব রামিজ রাজাকে (Ramiz Raja) ধারাভাষ্যকার হিসেবে এশিয়া কাপে দেখতে পাওয়া যাবে না। ভারতীয় দলের তীব্র সমালোচনার কারণে রাজনীতির শিকার হয়ে তিনি বাদ পড়লেন বলে অনেকেই উল্লেখ করেছেন। উল্লেখ্য তিনি পাকিস্তান ক্রিকেটেরও তীব্র সমালোচনা করে মাঝেমধ্যে আলোচনায় উঠে আসেন।
সমালোচনায় রামিজ রাজা-

এশিয়া কাপে এই বছর পাকিস্তান দলে উল্লেখযোগ্যভাবে তারকা দুই ব্যাটসম্যান বাবর আজম (Babar Azam) এবং মহম্মদ রিজওয়ান (Mohammad Rizwan) জায়গা পাননি। এই ঘটনা এখনও পর্যন্ত ক্রিকেট মহলে রীতিমতো চর্চায় রয়েছে। অন্যদিকে শেষ ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে পাক বাহিনী চ্যাম্পিয়ন হলেও গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তানের (PAK vs AFG) কাছে লজ্জাজনক হারের সম্মুখীন হয়েছিল। সেই সময় রামিজ রাজা (Ramiz Raja) নিজের দেশের ক্রিকেটারদের নিয়ে তীব্র সমালোচনা করেছিলেন।
তিনি বলেছিলেন, “আফগানিস্তানের বিপক্ষে পাকিস্তানের ব্যাটসম্যানরা সব অদ্ভুতভাবে শট খেলে হাতে উইকেট তুলে দিয়েছে। শুধুমাত্র একজন বা দুজন খেলোয়াড় নয় দলের কেউই তাদের ভুল থেকে শিক্ষা নেয়নি। এবার তারা আউট হওয়ার জন্য নতুন এবং অদ্ভুত উপায় খুঁজে নিয়েছে। যা আমার বোধগম্য নয়। আফগানিস্তান আর পাকিস্তানের বিপক্ষে জয়কে চমক হিসাবে দেখে না। আমার মনে হয় আফগানদের বিপক্ষে খেলতে নামলে আমাদের ক্রিকেটাররা ভেবাচেকা খেয়ে যায়।”