রণবীর বা আয়ুষ্মান নন, সৌরভ গাঙ্গুলির বায়োপিকে লিড রোলে অভিনয় করবেন এই বলিউড তারকা !! 1

নানা জল্পনার মধ্যে এবার বাংলার গৌরব সৌরভ গাঙ্গুলির (Sourav Ganguly) বায়োপিকে সৌরভের ভূমিকায় কে অভিনয় করবেন, তা এবার চূড়ান্ত হয়ে গিয়েছে। গত কয়েক বছর ধরেই সৌরভ গাঙ্গুলির বায়োপিকের চর্চা চলছে সমাজ মাধ্যমে, কখনও যীশু সেনগুপ্ত, কখনও বা রণবীর কাপুর আবার কখনও বা আয়ুষ্মান খুরানার নাম উঠে এসেছে। যদিও পরে সেসব শুধুমাত্র জল্পনা হিসাবেই রয়ে গিয়েছিল।

সৌরভের সিনেমায় লিড রোলে রাজকুমার !

Rajkumar Rao, sourav ganguly
Rajkumar Rao | Image: Getty Images

জানা গিয়েছে ‘স্ত্রী টু’- সিনেমায় ঝড় তোলা রাজকুমার রাও নাকি সৌরভ গাঙ্গুলির বায়োপিকে লিড রোলে অভিনয় করতে চলেছে। বিশ্বস্ত সূত্রের খবর, রাজকুমারের সাথে লিড রোলে অভিনয় করার জন্য কথাবার্তা অনেক দূর পর্যন্ত এগিয়ে গিয়েছে। সৌরভের বায়োপিকের নির্মাতা-প্রযোজক ‘লাভ ফিল্মস’-এর কর্ণধার অঙ্কুর গর্গ এবং লাভ রঞ্জন বেশ কয়েকবার কলকাতায় ঘুরে বেড়িয়েছেন।

Read More: Sourav Ganguly: “খেতাবের দাবীদার ভারত…” চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ভবিষ্যদ্বাণী সৌরভের, চিন্তিত নন তারকাদের অফ ফর্ম নিয়ে !!

২০২২ সাল থেকে সৌরভ গাঙ্গুলির বায়োপিক প্রকাশ হওয়ার খবর উঠে এসেছিল। জানা গিয়েছে খুব দ্রুত শুরু হবে শুটিং, তবে ভক্তদের প্রশ্ন পর্দার দাদাটা কে ? অবশেষে তার উত্তর পাওয়া গিয়েছে। আসলে বিয়োপিক তৈরির উদ্যোগ নেওয়ার থেকে কষ্টের কাজ ছিল নির্দিষ্ট অভিনেতাকে বাছাই করার। শোনা গিয়েছিল, সৌরভ গাঙ্গুলি তার চরিত্রে অভিনয় করার জন্য রণবীর কাপুরকে (Ranbir Kapoor) বেছে নিতে চয়েছিলেন। তবে, রণবীর আগামী দিনে বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করতে চলেছেন। যে কারণে রণবীরকে পাওয়া যাবে না বলে জানা গিয়েছিল।

শীঘ্রই প্রকাশ্যে আসতে চলেছে দাদার বায়োপিক

Sourav Ganguly, t20 world cup 2024
Sourav Ganguly | Image: Getty Images

যদিও রণবীর নিজেই দাদার এই চরিত্রে অভিনয় করতে রাজি ছিলেন। একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, “আমি মনে করি দাদা (সৌরভ গাঙ্গুলী) একজন ‘লিভিং লেজেন্ড’, শুধু ভারতে নয়, সারা বিশ্বে তিনি জনপ্রিয়। তাকে নিয়ে বায়োপিক বেশ ভালো হবে। দুর্ভাগ্যবশত, আমাকে এই ছবির অফার করা হয়নি। লাভ ফিল্মের নির্মাতারা এখনও চিত্রনাট্য এখনও লিখছেন।” যদিও রণবীরের এই সাক্ষাৎকারের পর তাকে সিনেমার লিড রোলে অভিনয় করার অফার করা হলেও তিনি তা না করার সিদ্ধান্ত নেন। রণবীর ছাড়াও, বাংলার যীশু সেনগুপ্তর নাম সামনে উঠে এসেছিল।

শেষ পর্যন্ত রাজকুমার রাওয়ের কথা ভাবা হয়েছে এবং সৌরভ গাঙ্গুলিও (Sourav Ganguly) রাজকুমারকে এই ভূমিকায় অভিনয় করার জন্য তাকে বাছাই করা হয়েছে। বুধবার ইডেনে ভারত বনাম ইংল্যান্ড প্রথম টি-টোয়েন্টি ম্যাচ দেখতে এসেছিলেন ‘লাভ ফিল্মস’-এর কর্ণধারেরা, অঙ্কুর গর্গ ও লাভ রঞ্জন। সঙ্গে এসেছিলেন পরিচালক বিক্রমাদিত্য মোতওয়ানে। সেখানেই সৌরভ গাঙ্গুলির সঙ্গে বায়োপিক সম্পর্কিত বাঁকি কাজগুলি সেরে নিয়েছিলেন। সৌরভের বায়োপিকে অন্যতম বড় ভূমিকা পালন করছেন তার বাল্য বন্ধু সঞ্জয় দাস। সঞ্জয়কে সৌরভের লিড রোলে কে অভিনয় করছে তা জানতে চাওয়া গেলে তা উপেক্ষা করেন এবং জবাবে বলেন, “বায়োপিকের কাজ এগোচ্ছে। যথাসময়ে সব উত্তে পাওয়া যাবে, সৌরভের ভূমিকায় কে রয়েছেন সব জানা যাবে। সঠিক সময়ে লাভ ফিল্মসের পক্ষ থেকে তা ঘোষণা করা হবে।”

Read Also: “আমার ছেলে নিরাপদ নয়…” বোর্ডের উপর তোপ দাগলেন সঞ্জুর পিতা, করলেন এই মন্তব্য !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *