গত কয়েক মাসের মধ্যে ভারতীয় টেস্ট দলের ছবিটাই বদলে গেছে। রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলি (Virat Kohli) আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করার পর ভারতীয় ক্রিকেটের অভিমুখ যেন ভিন্ন পথে বাঁক নিয়েছে। নতুন লাল বলের ক্রিকেটে অধিনায়ক হিসেবে এসেছেন শুভমান গিল (Shubman Gill)। তিনি চলতি ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে নিজের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। ফলে অনেকেই মনে করছেন যে তিনি তিন ফরম্যাটেই ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন। রোহিত (Rohit Sharma) জামানার সমাপ্তি ঘটতে চলেছে বলেও জল্পনা তৈরি হয়েছে। এবার এই বিষয়ে বিসিসিআইয়ের (BCCI) সহ সভাপতি রাজীব শুক্লার (Rajiv Shukla) গুরুত্বপূর্ণ মন্তব্য সামনে এলো।
Read More: গম্ভীরের এই ভুলে জেতা ম্যাচ হারলো ভারত, জাদেজার পরিশ্রমে জল ঢাললেন প্রধান কোচ !!
রোহিতকে নিয়ে রাজীব শুক্লার মন্তব্য-

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 WC) জয়ের পর আন্তর্জাতিক ২০ ওভারের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। এরপর এই বছর আইপিএল (IPL 2025) চলাকালীন আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটকেও বিদায় জানিয়েছেন হিটম্যান। ফলে বর্তমানে ভারতীয় টি-টোয়েন্টি দলকে সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) এবং ভারতীয় টেস্ট দলকে শুভমান গিল (Shubman Gill) নেতৃত্ব দিচ্ছেন। এই কারণে একদিনের ক্রিকেট থেকেও রোহিত শর্মার সরে যেতে চলেছেন বলে জল্পনা তৈরি হয়। ২০২৭ ওডিআই বিশ্বকাপকে (ODI WC 2027) সামনে রেখে নতুন করে গৌতম গম্ভীর (Gautam Gambhir) দল সাজাবেন বলেও খবর সামনে এসেছিল।
তবে সমস্ত বিতর্ক উড়িয়ে দিয়ে বিসিসিআইয়ের (BCCI) সহ-সভাপতি রাজীব শুক্লা (Rajiv Shukla) গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন। তিনি বলেন, “রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলি (Virat Kohli) আসন্ন ওডিআই সিরিজগুলোর জন্য দলে থাকবেন। এই বিষয়ে কোনো সন্দেহ নেই। রোহিত ভারতীয় ওডিআই দলকে নেতৃত্ব দেবেন।” আগস্টে বাংলাদেশের বিপক্ষে ভারতীয় দলের ওডিআই সিরিজ হওয়ার কথা ছিল। কিন্তু বর্তমানে সেই সিরিজ স্থগিত হয়ে গেছে। এই সময় শ্রীলঙ্কার বিপক্ষে একদিনের সিরিজ আয়োজনের চেষ্টা চলছে। ফলে লঙ্কা বাহিনীর বিপক্ষে রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলি (Virat Kohli) আন্তর্জাতিক মঞ্চে ফিরতে পারেন।
অবসর বিতর্কে রাজীব শুক্লার মন্তব্য-

রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলি (Virat Kohli) আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করার পর একাধিক বিতর্ক ক্রিকেট মহলে তৈরি হয়। অনেক ক্রিকেট সমর্থক এখনও মনে করেন যে এই দুই তারকা ব্যাটসম্যানকে অবসরের জন্য চাপ দেওয়া হয়েছিল। প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) ইচ্ছাকৃতভাবে এই সিদ্ধান্ত একাই নিয়েছেন বলেও অনেকে উল্লেখ করেন। এবার এই বিষয়টি রাজীব শুক্লা (Rajiv Shukla) নিজের বক্তব্যের মাধ্যমে স্পষ্ট করে দিলেন।
সাংবাদিককে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি স্পষ্ট করে জানাতে চাই যে আমরা সবাই রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলির (Virat Kohli) অনুপস্থিতি অনুভব করছি। কিন্তু অবসরের সিদ্ধান্ত তাদের একেবারেই ব্যক্তিগত ছিল। বিসিসিআইয়ের (BCCI) নীতি হলো কে কখন কোন ফরম্যাট থেকে অবসর ঘোষণা করবে সেই বিষয় হস্তক্ষেপ না করা। এই সিদ্ধান্ত সম্পূর্ণ ক্রিকেটারের ওপর নির্ভর করে। তারা নিজেরাই এই সিদ্ধান্ত নিয়েছেন।” উল্লেখ্য রোহিত শর্মা (Rohit Sharma) আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে ৬৭ ম্যাচে ৪৩০১ রান সংগ্রহ করেছেন। অন্যদিকে বিরাট কোহলির (Virat Kohli) ব্যাট থেকে ১২৩ টি টেস্ট ম্যাচে ৯২৩০ রান এসেছে।