"সময় চলে এসেছে..." অস্ট্রেলিয়া সিরিজের আগে রোহিত-কোহলির ভবিষ্যৎ নিয়ে বড় বয়ান রাজীব শুক্লার !! 1

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ জয়ের পর ভারতীয় দলের পরবর্তী লক্ষ্য হতে চলেছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সাদা বলের সিরিজ খেলার। ভারতীয় দল অস্ট্রেলিয়ার মাটিতে ৩টি ওডিআই ও ৫টি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে পৌঁছাবে। ওডিআই সিরিজে ভারতীয় দলে দেখতে পাওয়া যাবে বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মাকে (Rohit Sharma)। বিরাট এবং রোহিতকে নিয়ে ২০২৭ সালের বিশ্বকাপ চর্চা শুরু হয়েছে। অনেক ভক্তদের ধারণা অস্ট্রেলিয়া সফরেই শেষ হতে চলেছে রোহিত ও বিরাটের ক্যারিয়ার। যেহেতু, রোহিতকে ইতিমধ্যেই ওডিআই ক্যাপ্টেনসি থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাই রোহিত ও বিরাটের খেলা নিয়ে তৈরি হয়েছে সংশয়।

অস্ট্রেলিয়া সফরের জন্য প্রস্তুত রোহিত-কোহলি

Rohit Sharma and Virat Kohli, gambhir, bcci,team india, সৌরভ গাঙ্গুলি, ind vs pak
Rohit Sharma and Virat Kohli | Image: Getty Images

তবে এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন ভারতীয় ক্রিকেট বোর্ডের ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা (Rajiv Shukla)। বিসিসিআইয়ের সহ সভাপতি শুক্লা জানিয়ে দিয়েছেন অবসরের সিদ্ধান্ত সম্পূর্ন রোহিত ও বিরাটের ব্যাক্তিগত সিদ্ধান্তের উপর টিকে রয়েছে। অরুণ জেটলি স্টেডিয়ামে শেষ টেস্টের পর বড় বয়ান দিয়েছেন শুক্লা। রাজীব বলেছেন, “ওদের খেলা আমাদের জন্য সুবিধার। ওরা মহান ব্যাটার। ওদের উপস্থিতিতে আশা করছি আমরা অস্ট্রেলিয়াকে হারাতে পারব। এটা ওদের শেষ সিরিজ নয়। তবে আমরা সেটা নিয়ে বেশি ভাবনা রাখতে চাইনা। অবসরের সিদ্ধান্ত সম্পূর্ণ ওদের উপরেই। তাই এটা ওদের শেষ সিরিজ হবে তা বলা যায়না।

Read More: “ফিট না হলে রঞ্জি খেলতে…” অজিত আগারকারের উপর ক্ষুব্ধ মোহাম্মদ শামি, উগরে দিলেন ক্ষোভ !!

অবসর নিয়ে বড় মন্তব্য করলেন রাজীব শুক্লা

রোহিত
Rajiv Shukla | Image: Twitter

পাশাপশি, শুভমন গিলের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ জেতায় ভারতীয় দলকে অভিনন্দন জানান রাজীব শুক্লা। শেষবার ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে হোয়াইট ওয়াশ হতে হয়েছিল টিম ইন্ডিয়াকে। তবে উইন্ডিজদের বিরুদ্ধে সিরিজ জয় কিছুটা হলেও স্বস্তিতে রাখবে টিম ইন্ডিয়াকে। অন্যদিকে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজে টিম ইন্ডিয়ার সাফল্যে আশাবাদী বোর্ডের সহ সভাপতি। রাজীব শুক্লা বলেন, “শুভমান গিলের ক্যাপ্টেনসিতে অধিনায়কত্বে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ জেতায় অভিনন্দন। অস্ট্রেলিয়া সিরিজের আগে এই জয় খুবই গুরুত্বপূর্ণ ছিল। ওখানে কঠিন প্রতিযোগিতা হবে, ওদের দলও শক্তিশালী। তাই অস্ট্রেলিয়া সফরের আগে এই জয় পার্থক্য গড়ে দেবে। অবশ্যই আমরা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিতব। আমি পুরোপুরি আশাবাদী।” চ্যাম্পিয়ন্স ট্রফির পর দীর্ঘ ৭ মাস ভারতের হয়ে খেলতে দেখা যায়নি রোহিত ও বিরাটকে। তবে, এবার আবার দেশের জার্সিতে দেখতে পাওয়া যাবে রোহিত ও বিরাটকে। অজি সফরে তিন ম্যাচের সিরিজে খেলবেন রো-কো জুটি।

Read Also: “আমার সাথে যোগাযোগ করে নি…”, অস্ট্রেলিয়া সিরিজে জায়গা না পাওয়ায় ক্ষুব্ধ শামি, নিলেন অজিত আগারকারের ক্লাস !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *