পাকিস্তান ক্রিকেটের হতাশজনক অবস্থা বিশ্ব ক্রিকেটে বর্তমানে সমালোচিত হচ্ছে। এর সঙ্গেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (PCB) নজিরবিহীন দুর্নীতির খবরও মাঝেমধ্যে প্রকাশ্যে চলে আসে। এই ক্রিকেট বোর্ডের বর্তমান চেয়ারম্যান হলেন মহসিন নকভি (Mohsin Naqvi)। তিনি বর্তমানে এশিয়ান ক্রিকেট কাউন্সিলেরও (ACC) চেয়ারম্যান। এই বছর এশিয়া কাপ (Asia Cup 2025) আয়োজন করতে গিয়ে তাকে একাধিক বিতর্কের মধ্যে পড়তে হয়েছে। ফলে খুব তাড়াতাড়ি নকভি এসিসির চেয়ারম্যানের পদ থেকে সরে যেতে চলেছেন। এই গুরুত্বপূর্ণ দায়িত্ব আসতে চলেছেন ভারতের এই জনপ্রিয় ক্রিকেট কর্মকর্তা।
Read More: বাদ সূর্যকুমার, শুভমান গিলকে অধিনায়ক করে ওয়েস্ট ইন্ডিজের জন্য দল ঘোষণা করলো BCCI !!
পদ হারাচ্ছেন মহসিন নকভি-

ভারত বনাম পাকিস্তানের (India vs Pakistan Match) যুদ্ধ পরিস্থিতির মধ্যে এই বছরের এশিয়া কাপ সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করা হয়েছিল। টুর্নামেন্টের গ্রুপ পর্বে, সুপার ৪’এ এবং ফাইনালে ৩ বার মুখোমুখি হয় এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল। তবে সূর্যকুমার যাদবরা (Suryakumar Yadav) পাকবাহিনীদের ক্রিকেটারদের সঙ্গে মাঠের মধ্যে এবং মাটির বাইরে কোনোরকম সৌজন্যতা দেখায়নি। টসের সময় এবং ম্যাচ শেষে তাদের হ্যান্ডশেক পর্যন্ত করতে দেখা যায়নি।
এই ঘটনায় পাকিস্তান ক্রিকেট বোর্ড আইসিসির (ICC) কাছে পর্যন্ত অভিযোগ জানিয়েছিল। এর মধ্যেই ২৮ সেপ্টেম্বর ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার পর ব্লু ব্রিগেডরা স্পষ্ট জানিয়ে দেয় যে তারা মহসিন নকভির হাত থেকে ট্রফি নেবে না। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর তিনি ট্রফি নিয়ে নিজের হোটেলে ফিরে যান। যা নিয়ে বর্তমানে তৈরি হয়েছে জটিলতা। এই কারণে তিনি সমালোচনার মুখেও পড়েছেন। সূত্র অনুযায়ী খুব তাড়াতাড়ি তাকে এসিসির এই গুরুত্বপূর্ণ পদ থেকে সরে যেতে দেখা যাবে।
দায়িত্ব পাচ্ছেন রাজীব শুক্লা-

মহসিন নকভির (Mohsin Naqvi) আগে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান ছিলেন জয় শাহ (Jay Shah)। সূত্র অনুযায়ী এবার আবারও এসিসিতে ভারতীয় ক্রিকেট বোর্ডের দাপট ফিরতে চলেছে। এই গুরুত্বপূর্ণ পদে আসতে চলেছেন রাজীব শুক্লা (Rajiv Shukla)। তিনি বিসিসিআইয়ের (BCCI) ভাইস প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করছেন। তাকে দীর্ঘদিন আইপিএলের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করতে দেখা গেছে। রাজীব শুক্লার একাধিক সিদ্ধান্তে বর্তমানে এই টুর্নামেন্ট বিশ্বব্যাপী জনপ্রিয়তা অর্জন করেছে।
অন্যদিকে এশিয়া কাপের ট্রফি বিতর্কে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের ডাকা সভায় তীব্র ভাষায় প্রতিবাদ করেন রাজীব শুক্লা। তিনি স্পষ্ট জানিয়ে দেন যে এশিয়া কাপের ট্রফি মহসিন নকভির ব্যক্তিগত সম্পত্তি নয়। শেষ পাওয়া খবর অনুযায়ী এসিসির চেয়ারম্যান পুরো ঘটনায় ক্ষমা চেয়েছেন। খুব তাড়াতাড়ি বিসিসিআই (BCCI) কর্মকর্তারা ভারতে ট্রফি নিয়ে আসার চেষ্টা করছেন।