IPL 2025: চলতি মাসের শেষের দিক থেকে এই বছরের আইপিএল শুরু হতে চলেছে। প্রতি বছরের মতো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে (RCB) নিয়ে ভক্তদের উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে। টুর্নামেন্টে এখনও পর্যন্ত একটিও ট্রফি জয় করতে পারেনি দল। ফলে এই বছর সমস্ত পরিসংখ্যান বদলে দিয়ে আরসিবি (RCB) চ্যাম্পিয়ন হবে বলে দাবি করেছেন সমর্থকরা। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগে নতুন অধিনায়কের নাম সামনে আসতেই হতাশ হয়েছেন অনেকেই। এই বছরও আরসিবির ট্রফি জয়ের স্বপ্ন অধরাই থেকে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ রজত পাটিদারের (Rajat Patidar) এখনও পর্যন্ত অধিনায়ক হিসেবে বড়ো টুর্নামেন্ট জয়ের অভিজ্ঞতা নেই।
অনভিজ্ঞ অধিনায়ক পাটিদার-

গত বছর আইপিএলে ফাফ ডুপ্লেসিসের (Faf du Plessis) নেতৃত্বে আরসিবি (RCB) প্লে অফে জায়গা করে নিয়েছিল। কিন্তু দল ফাইনালে প্রবেশ করতে পারেনি। এই বছর আইপিএলে (IPL 2025) দক্ষিণ আফ্রিকান তারকাকে দিল্লি ক্যাপিটালসের (DC) হয়ে মাঠে নামতে দেখা যাবে। ফলে বেঙ্গালুরুর নতুন অধিনায়ক হিসেবে বিরাট কোহলি (Virat Kohli) আবার ফিরে আসতে পারেন বলে ভক্তরা মনে করছিলেন। কিন্তু এর মধ্যেই কর্মকর্তারা রজত পাটিদারের (Rajat Patidar) কাঁধে নেতৃত্বের দায়িত্ব তুলে দিয়েছেন। কিন্তু তিনি এখনও পর্যন্ত অধিনায়ক হিসেবে ঘরোয়া ক্রিকেটে প্রভাব ফেলতে পারেননি। ফলে আইপিএলের (IPL 2025) মতো এতো বড়ো মঞ্চে কীভাবে বেঙ্গালুরুকে এগিয়ে নিয়ে যাবেন তা নিয়ে চিন্তায় রয়েছেন সমর্থকরা।
Read More: IPL 2025: শামির দেখানো পথে হাঁটবেন চাহাল, বল হাতে আইপিএলে চালাবেন দক্ষযজ্ঞ !!
রজত পাটিদার (Rajat Patidar) নিজের রাজ্য মধ্যপ্রদেশের হয়ে অধিনায়কত্বের দায়িত্ব সামলেছেন। সম্প্রতি দুটি গুরুত্বপূর্ণ ঘরোয়া টুর্নামেন্টে তাকে নেতৃত্ব দিতে দেখা গেছে। ২০২৪ মুস্তাক আলি ট্রফিতে পাটিদারের নেতৃত্বে মধ্যপ্রদেশ ফাইনালে প্রবেশ করেছিল। কিন্তু গুরুত্বপূর্ণ ফাইনালে মুম্বাইয়ের কাছে ৫ উইকেটে দল হারের সম্মুখীন হয়। অন্যদিকে এই বছর বিজয় হাজারে ট্রফিতেও অধিনায়ক হিসেবে ব্যর্থ হয়েছেন তিনি। গ্ৰুপ পর্ব থেকেই মধ্যপ্রদেশকে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়। ফলে আরসিবির দায়িত্ব নিয়ে কতটা সফলতা পাবেন পাটিদার (Rajat Patidar) তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
রজত পাটিদারের সাম্প্রতিক পারফর্মেন্স-

২০২২ আইপিএলে এলিমিনেটর ম্যাচে ৩১ বছর বয়সী এই ক্রিকেটার আরসিবির (RCB) হয়ে দুরন্ত শতরান করে দলকে জয় এনে দিয়েছিলেন। এরপরই তিনি ক্রিকেট মহলে আলোচনায় উঠে আসেন। গত বছর আইপিএলে ১৫ ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ৩৯৫ রান। অন্যদিকে গত বছরের শেষের দিকে অনুষ্ঠিত হওয়া সৈয়দ মুশতাক আলি ট্রফিতে পাটিদার (Rajat Patidar) ব্যাট হাতে দুরন্ত ফর্মে ছিলেন। তিনি ১০ ম্যাচে ৪২৮ রান সংগ্রহ করে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী হন। তবে সম্প্রতি বিজয় হাজারে ট্রফিতে তিনি অধিনায়ক হিসেবে ব্যর্থ হওয়ার সঙ্গে সঙ্গে ব্যাট হাতেও প্রভাব ফেলতে পারেননি। এখনও পর্যন্ত পাটিদার আইপিএলে (IPL 2025) মোট ২৭ ম্যাচে ৭৯৯ রান সংগ্রহ করেছেন।