IPL 2025: চলতি আইপিএলে রাজস্থান রয়্যালস দলের যাত্রাটা খুবই শোচনীয়। ৮ ম্যাচে কেবলমাত্র দুটি জয় পেয়েছে রাজস্থান। গত দুই ম্যাচেই শেষ ওভারে জিতে যাওয়া ম্যাচ হারতে হয়েছে রাজস্থানকে। এমনকি, শেষ ম্যাচে লখনৌয়ের বিরুদ্ধে ২ রানে পরাজিত হওয়ার পর রাজস্থান রয়্যালস দলের উপর ম্যাচ ফিক্সিংয়ের তকমা লাগানো হয়েছিল। চলতি আইপিএলে, রাজস্থান দলের কোনো সমতা নেই বললেই চলে, দলে কেবলমাত্র একজন অলরাউন্ডার ও ভাঙাচোরা দল নিয়েই মাঠে নামছে রাজস্থান। শুধু তাই নয়, দিল্লির বিরুদ্ধে ব্যাটিং করতে গিয়ে আবার কনুইতে চোট পেয়েছেন। সূত্রের খবর, চলতি আইপিএল টুর্নামেন্ট থেকে চোটের কারণে আর হয়তো সঞ্জুকে দেখতে পাওয়া যাবে না। যদিও, অফিসিয়াল ভাবে কোনো আপডেট প্রদান করেনি রাজস্থান রয়্যালস কতৃপক্ষ।
ব্যাটিং ব্যর্থতায় ভুগছে রাজস্থান

চলতি আইপিএলে রাজস্থান রয়্যালসের ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং তিন বিভাগেই প্রদর্শন খুবই খারাপ। প্লে-অফের জন্য কোয়ালিফাই করতে বাঁকি ছয় ম্যাচে তাদের পজিটিভ রান রেটের সঙ্গেই জয়লাভ করতে হবে। দলের এই ব্যর্থতায় হাত রয়েছে প্রাক্তন কলকাতা নাইট রাইডার্স দলের তারকারও। এবছর কলকাতা নাইট রাইডার্স ছেড়ে রাজস্থান রয়্যালস দলে যোগ দিয়েছেন নীতিশ রানা (Nitish Rana)। ব্যাট হাতে সেভাবে জ্বলে উঠতে পারেননি নীতিশ। ৩১ বছর বয়সী নীতিশ ক্যারিয়ারের বেশিরভাগ সময়কাল কলকাতা নাইট রাইডার্স দলের সঙ্গে কাটিয়েছেন। তারকা ক্রিকেটারকে মেগা নিলামের আগে মুক্তি দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়্যালস ৪ কোটি ২০ লক্ষতে দলে শামিল করেছিল।
Read More: IPL 2025: আইপিএলে চরম প্রতারণার শিকার সঞ্জীব গোয়েঙ্কা, খোয়া গেল ২৭ কোটি টাকা !!
নীতিশ রানা হচ্ছেন চূড়ান্তভাবে ব্যার্থ

ব্যাট হাতে নীতিশ আট ম্যাচে দুইবার অর্ধশতরানের গন্ডি টপকেছেন। ৮ ম্যাচে ২৫.১৪ গড়ে এবং ১৭৭.৭৮ স্ট্রাইক রেটে নীতিশ রানা ১৭৬ রান বানিয়েছেন। নীতিশের এই প্রদর্শনের পর তাকে নিয়ে সমাজ মাধ্যমে বেশ চর্চা শুরু হয়েছে। এবারের আইপিএলে রাজস্থান রয়্যালস নিলামের আগেই জস বাটলার (Jos Buttler), ট্রেন্ট বোল্ট (Trent Boult), জুজভেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) ও রবিচন্দ্রণ অশ্বিনদের (Ravichandran Ashwin) মতন টি-টোয়েন্টি স্পেশালিস্টদের ধরে না রাখার সিদ্ধান্ত নিয়েছিল রাজস্থান। দলের সুপারস্টারদের ছেড়ে মাথায় হাত পড়েছে রাজস্থানের। রাজস্থান রয়্যালস তাদের আগামী ম্যাচটি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর (RCB) বিরুদ্ধে খেলতে চলেছে। রাজস্থান যদি এই ম্যাচ জিততে ব্যার্থ হয় তাহলে আইপিএল ২০২৫-এর যাত্রা তাদের এখানেই শেষ হতে চলেছে।