IPL 2025: আইপিএলে আবারও ম্যাচ ফিক্সিং, ইচ্ছে করেই ম্যাচ হেরেছে রাজস্থান রয়্যালস, ফাঁদে আটকে গেল এই দুই খেলোয়াড় 1

চলতি আইপিএলে (IPL 2025) রাজস্থান রয়্যালস দলের নাম আবার খবরের শিরোনামে উঠে এসেছে। গত ১৯ এপ্রিল জয়পুরে আইপিএলের ৩৬তম ম্যাচে মুখোমুখি হয়েছিল রাজস্থান রয়্যালস এবং লখনৌ সুপার জায়ান্টস। দুই দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ে মাত্র ২ রানে জয়লাভ করেছিল লখনৌ সুপার জায়ান্টস। আবেশ খানের (Avesh Khan) অসাধারণ বোলিং প্রদর্শনীতে জয় ছিনিয়ে নিয়েছিল লখনৌ দল। পরস্পর দুই ম্যাচে শেষ ওভারে গিয়ে ম্যাচ হারতে হলো রাজস্থান রয়্যালসকে। প্রথম দিন দিল্লির বিরুদ্ধে সুপার ওভারে ম্যাচ হারে রাজস্থান এবং পরে লখনৌয়ের কাছে পরাজিত হলো রাজস্থান।

গড়াপেটার অভিযোগ উঠলো রাজস্থান রয়্যালসের উপর

Ipl 2025
Rajasthan Royals | Image: Getty Images

এই সবের মধ্যেই রাজস্থান রয়্যালস দলে তৈরি হয়েছে নতুন বিতর্ক। লখনৌ ও রাজস্থানের এই লড়াইয়ে রাজস্থানের উপর উঠেছে ম্যাচ গড়াপেটার অভিযোগ। চলতি মৌসুমে (IPL 2025) আট ম্যাচে মাত্র দুই জয় নিয়ে পয়েন্ট তালিকায় অষ্টম স্থানে রয়েছে রাজস্থান রয়্যালস। রাজস্থানের এই প্রদর্শন দেখে খুশি নন রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশনের (RCA) অ্যাড-হক কমিটির আহ্বায়ক এবং শ্রীগঙ্গানগরের বিজেপি বিধায়ক জয়দীপ বিহানী। এক সাক্ষাৎকারে রাজস্থান রয়্যালসের তীব্র সমালোচনা করেছেন এবং আইপিএলকে কটাক্ষ করেছেন।

Read More: IPL 2025: “আর পারছি না…” গুজরাতের কাছে পরাজয়ের পর বিষন্ন অজিঙ্কা রাহানে, করলেন এই মন্তব্য !!

তিনি প্রশ্ন তুলে বলেছেন, “নিজেদের মাঠে যখন জয়ের জন্য মাত্র কয়েক রান বাঁকি তখন তারা কিভাবে হারতে পারে ? এটা নিয়ে তদন্ত করা উচিত।” পাশাপশি, মন্তব্য করে তিনি আরও বলেছেন, “রাজস্থানে অ্যাড-হক কমিটি রাজ্য সরকার কর্তৃক নিয়োজিত। পঞ্চম বারের জন্য এর মেয়াদ বাড়ানো হয়েছে। প্রতিটি প্রতিযোগিতা নির্বিঘ্নে হয়। তবে আইপিএল শুরু হলেই জেলা পরিষদ নিয়ন্ত্রণ নিয়ে নেয়। আবার আইপিএল শুরু হওয়ার আগে রাজস্থান ক্রিকেট এসোসিয়েশনকে চিঠি পাঠিয়েছিল বিসিসিআই, যেটা নিশ্চই জেলা পরিষদকে দিতে পারতো। আবার হাসির বিষয় এটাই যে, রাজস্থান রয়্যালস বলছে তাদের নাকি সওয়াই মানসিং স্টেডিয়ামের সঙ্গে কোনও MOU নেই। আমাদের কথা একটাই, যদি MOU না থাকে তাতে সমস্যা কোথায় ? প্রতিটি ম্যাচের জন্য তো জেলা পরিষদকে আপনাকে টাকা দিতে হচ্ছে।

ব্যাক টু ব্যাক ম্যাচে শেষ ওভারে পরাজয় রাজস্থানের

IPL 2025: আইপিএলে আবারও ম্যাচ ফিক্সিং, ইচ্ছে করেই ম্যাচ হেরেছে রাজস্থান রয়্যালস, ফাঁদে আটকে গেল এই দুই খেলোয়াড় 2
Riyan Parag and Sanju Samson | Image: Getty Images

এদিন, লখনৌয়ের বিরুদ্ধে ১৮১ রান তাড়া করতে নেমে, শেষ ওভারে রাজস্থান রয়্যালস-দলের প্রয়োজন ছিল মাত্র ৯ রান। ধ্রুব জুড়েল (Dhruv Jurel) এবং শিমরন হেটমায়ার (Shimron Hetmyer)। লখনৌয়ের হয়ে শেষ ওভারে বোলিং করতে আসেন আবেশ খান (Avesh Khan), তাঁর তৃতীয় বলে উইকেট হারায় শিমরন। এরপর তিন বলে বাঁকি ছিল ছয় রানের। তবে, ব্যাটিং করতে আসা শুভম দুবে রাজস্থানকে জেতাতে ব্যার্থ হন। প্রথমে দিল্লি তারপর লখনৌয়ের কাছে জিতে যাওয়া ম্যাচ হারার পর বিতর্কের দানা বাঁধে, এবং গড়াপেটার অভিযোগ ওঠে।

Read Also: IPL 2025: মাথায় বাজ ভেঙে পড়লো রাজস্থানের, আইপিএল থেকে ছিটকে যাচ্ছেন সঞ্জু স্যামসন !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *