CT 2025: চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে টিম ইন্ডিয়া। একটানা চারটি ম্যাচ জিতে নিয়ে খেতাবী দ্বৈরথের টিকিট আদায় করে নিয়েছেন রোহিত শর্মা’রা (Rohit Sharma)। ফাইনালে প্রতিপক্ষ নিউজিল্যান্ড। গ্রুপ পর্বে কিউইদের ৪৪ রানের ব্যবধানে ইতিপূর্বে হারিয়েছে ‘মেন ইন ব্লু।’ আরও একবার কেন উইলিয়ামসন, রচিন রবীন্দ্রদের বিরুদ্ধে বাজিমাত করতে পারলে তৃতীয় বারের জন্য শিরোপা জিতবে ভারতীয় দল। তৈরি করবে নয়া রেকর্ড। চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে (CT 2025) অবধি স্পিনে আস্থা রেখেই বাজিমাত করেছে ভারত। দুবাইয়ের মন্থর পিচে চার স্পিনারকে একাদশে রেখেছেন কোচ গৌতম গম্ভীর। ফাইনালেও কি থাকছে একই স্ট্র্যাটেজি? নাকি কিছু রদবদলের পথে হাঁটবেন তিনি? কৌতূহল রয়েছে ক্রিকেটদুনিয়ার। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে যে সম্ভাব্য একাদশ বেছে দিয়েছিলেন সুরেশ রায়না (Suresh Raina), তা ফের একবার জায়গা করে নিয়েছে আলোচনায়।
Read More: CT 2025 IND vs NZ: নিউজিল্যান্ডকে চমকে দেওয়ার স্ট্র্যাটেজি তৈরি গম্ভীরের, ফাইনালের জন্য প্রস্তুত রাখছেন মানসপুত্রকে !!
ঋষভ পন্থকে চেয়েছিলেন সুরেশ রায়না-

স্টার স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে গত ১৩ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) সম্ভাব্য একাদশ বেছে নিয়েছিলেন প্রাক্তনী সুরেশ রায়না (Suresh Raina)। উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে ঋষভ পন্থকে (Rishabh Pant) অগ্রাধিকার দেওয়ার পক্ষে ছিলেন তিনি। যদিও রায়না ও গম্ভীরের ভাবনায় যে এক্ষেত্রে মিল নেই তা স্পষ্ট হয়ে গিয়েছে চ্যাম্পিয়িন্স ট্রফির (CT 2025) ম্যাচগুলিতে। এখনও পর্যন্ত সবক’টি খেলায় দস্তানা হাতে দেখা গিয়েছে কে এল রাহুল’কে (KL Rahul)। “ওয়ান ডে ক্রিকেটে ৫০ ব্যাটিং গড় রাহুলের। কে কোথায় ব্যাটিং করলো তা নিয়ে আমরা ভাবিত নয়। দলের সাফল্যে কে অবদান রাখতে পারে সেটাই আমাদের মাথায় রয়েছে। ছয় নম্বরে যে ব্যাটিং গভীরতা রাহুল আমাদের দেয় তার এখনও কোনো বিকল্প নেই,” কর্ণাটকের তারকার পক্ষে সওয়াল করে জানিয়েছেন টিম ইন্ডিয়ার কোচ। আগামী রবিবার খেতাবী যুদ্ধেও তাই রাহুলেরই খেলার সম্ভাবনা।
বাকি ব্যাটিং লাইন-আপে অবশ্য কোনো চমক রাখেন নি সুরেশ রায়না (Suresh Raina)। প্রত্যাশামতই ওপেনিং-এ অধিনায়ক রোহিত শর্মা’র সাথে শুভমান গিলের খেলার ব্যাপারে ভবিষ্যদ্বাণী করেছিলেন তিনি। তিন নম্বরে বিরাট কোহলি, চার নম্বরে চেয়েছিলেন শ্রেয়স আইয়ার’কে (Shreyas Iyer)। বাংলাদেশ, পাকিস্তান, নিউজিল্যান্ড বা অস্ট্রেলিয়া-প্রতিপক্ষ যেই হোক না কেন, আপাতত এই ক্রম অনুযায়ীই ব্যাটিং অর্ডার সাজিয়েছেন কোচ গম্ভীর’ও। পাঁচে পন্থকে চেয়েছিলেন রায়না। কিন্তু গম্ভীর বাজি ধরছেন অক্ষর প্যাটেলের (Axar Patel) উপর। হতাশ করেন নি বাম হাতি অলরাউন্ডার। বেশ কিছু কার্যকরী ক্যামিও ইতিমধ্যে দল’কে উপহার দিয়েছেন তিনি। ছয়ে রায়না রেখেছিলেন হার্দিক’কে (Hardik Pandya)। কিন্তু ভারতীয় টিম ম্যানেজমেন্ট হয়ত আরও একবার কে এল রাহুলকেই দেখতে চাইবে ঐ পজিশনে। সাতে ‘ফিনিশার’ হিসেবে খেলার সম্ভাবনা হার্দিকের। রায়নার দলে সাতে ছিলেন অক্ষর।
কুলদীপ’কে এক্স-ফ্যাক্টর বলেছিলেন রায়না-

মহম্মদ শামি’কে প্রথম একাদশে চান নি সুরেশ রায়না (Suresh Raina)। সদ্য চোট সারিয়ে মাঠে ফেরা শামি’র পক্ষে আইসিসি টুর্নামেন্টের আসরে সেরাটা মেলে ধরা সম্ভব হবে না, হয়ত ভেবেছুলেন তিনি। কিন্তু বাস্তব ছবিটা বেশ আলাদা। বাংলাদেশের বিরুদ্ধে পাঁচ উইকেট নিয়েছেন তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনালে নিয়েছেন তিন উইকেট। ফাইনালের একাদশেও নিঃসন্দেহে তাঁকে রাখবেন কোচ গম্ভীর (Gautam Gambhir)। রায়না দুই ফ্রন্টলাইন পেসার হিসেবে হর্ষিত ও আর্শদীপ সিং-কে চেয়েছিলেন ঠিকই। কিন্তু দুবাইয়ের পিচ যে আচরণ করছে, তাতে দু’জনেরই খেলার সম্ভাবনা বেশ ক্ষীণ। বরং বরুণ চক্রবর্তী’কে অগ্রাধিকার দেবে ভারতীয় দল। গ্রুপ পর্বে কিউইদের বিপক্ষে পাঁচ উইকেট নিয়েছিলেন তামিলনাড়ুর রহস্য স্পিনার। ‘চিন্না থালা’র মতে ভারতের ‘তুরুপের তাস’ কুলদীপ যাদব (Kuldeep Yadav)। ফাইনালে প্রাক্তন সতীর্থকে সত্যি প্রমাণ করার সুযোগ থাকবে উত্তরপ্রদেশের স্পিনারের কাছে।
সুরেশ রায়নার পছন্দের একাদশ-
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, হর্ষিত রাণা, আর্শদীপ সিং, কুলদীপ যাদব।
দেখুন কি বলেছিলেন রায়না-
As the #ChampionsTrophy approaches, let’s take a look at @ImRaina‘s India playing XI for the upcoming #CT2025!
Do you agree with his line-up? ✍️👇#ChampionsTrophyOnJioStar STARTS WED 19 FEB, 1:30 PM on Star Sports and Sports18
Start Watching FREE on @DisneyPlusHS ! pic.twitter.com/ReiaFFvFtw
— Star Sports (@StarSportsIndia) February 13, 2025