rahul-vaidya-online-feud-with-kohli

নেটদুনিয়ায় ভারতের জনপ্রিয়তম সেলিব্রিটি নিঃসন্দেহে বিরাট কোহলি (Virat Kohli)। ইন্সটাগ্রামে তাঁর ফলোয়ার সংখ্যা ২৭১ মিলিয়ন। ক্রীড়াবিদ্‌দের মধ্যে জনপ্রিয়তার নিরিখে তাঁর চেয়ে এগিয়ে কেবল ফুটবল দুনিয়ার দুই মহারথী ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিয়োনেল মেসি। এহেন বিরাটের সোশ্যাল মিডিয়া কর্মকাণ্ড নিয়ে গত কয়েকদিন ধরে উত্তাল ভারতের নেটমাধ্যম। ২৩ বর্ষীয়া অভিনেত্রী অভনীত কৌরের (Avneet Kaur) একটি ছবিতে হঠাৎ’ই দেখা যায় যে ‘লাইক’ করেছেন কোহলি (Virat Kohli)। তা নিয়ে দ্রুত ছড়িয়ে পড়ে গুঞ্জন। স্ত্রী অনুষ্কার সাথে ডিভোর্স থেকে কোহলি-অভনীত প্রেমকাহিনীর জাল মুহূর্তে বুনে ফেলেন অনেকে। ‘বিরক্ত’ বিরাট পরে একটি ইন্সটাগ্রাম স্টোরি’তে দায় চাপান অ্যালগরিদ্‌ম-এর উপর। তা নিয়ে ফের শুরু হয় চর্চা। তা চলছে এখনও। কোহলির সাফাই মানতে চান নি গায়ক রাহুল বৈদ্য।

Read More: IPL 2025: “নাকানিচোবানি খাওয়ালো…” ১৫৫ তে মুম্বইকে বাঁধলো গুজরাত, নেটদুনিয়ায় তোপের মুখে রোহিত-হার্দিকরা !!

কোহলির দিকে কটাক্ষের তীর রাহুলের-

Virat Kohli and Avneet Kaur | Image: Twitter
Virat Kohli and Avneet Kaur | Image: Twitter

অভনীতের ছবি’তে ‘লাইক’ নিয়ে দেশের নেটমাধ্যমে যে ছোটোখাটো সাইক্লোন দেখা দিয়েছে তা নজর এড়ায় নি খোদ বিরাটের (Virat Kohli)। তিনি ইন্সটাগ্রাম স্টোরিতে জানান, “আমার ফিড্‌ ক্লিয়ার করার সময় অ্যালগরিদ্‌ম হয়ত ভুল করে একটি ‘লাইক’ নথিভুক্ত করে ফেলেছে। এটার পিছনে অন্য কোনো উদ্দেশ্য নেই। কোনো ভিত্তিহীন গুজব না ছড়ানোর অনুরোধ করছি আমি। বিষয়টি বোঝার জন্য ধন্যবাদ।” বিরাটের ‘সাফাই’ বিশেষ গ্রহণযোগ্যতা পায় নি নেটদুনিয়ার বড় একটা অংশের কাছে। অ্যালগরিদ্‌ম-কে দুষে আদতে নিজের দায় ঝেড়ে ফেলছেন ক্রিকেট তারকা, অভিযোগ তুলেছিলেন তাঁরা। এই দলেই ছিলেন গায়ক রাহুল বৈদ্য (Rahul Vaidya)। তিনি লেখেন, “আজকের পর অ্যালগরিদ্‌ম অনেক ছবি আমার অজ্ঞাতসারেই ‘লাইক’ করে দিতে পারে। মেয়েরা, এসব নিয়ে হইচই করবে না। জানবে এগুলো আমি নয়, ইন্সটাগ্রাম করেছে।”

রাহুল বৈদ্য যেভাবে কটাক্ষের তীর ছুঁড়েছেন কোহলির (Virat Kohli) দিকে তা পছন্দ হয় নি তাঁর অনুরাগীদের। এরপর থেকেই ক্রমাগত বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটে রাহুলের উপর নিরন্তর আক্রমণ চালিয়ে যাচ্ছেন তিনি। তাতেও অবশ্য দমবার পাত্র নন গায়ক। তিনিও পালটা তোপ দেগেছেন দু’টি ইন্সটাগ্রাম স্টোরিতে। প্রথমটিতে লেখেন, “বিরাট কোহলির অনুরাগীরা বিরাট কোহলির চেয়েও বড় জোকার।” যেভাবে রাহুলের পরিবারের মহিলাদের নিশানা করা হচ্ছে তার প্রতিবাদ করে দ্বিতীয় স্টোরিতে তিনি লেখেন, “তোমরা গালাগালি করছো ঠিক আছে। কিন্তু আমার স্ত্রী ও বোন’কে কেন গালিগালাজ করছো? ওদের তো এতে কোনো ভূমিকা নেই। আমি সঠিকই বলেছিলাম। এই কারণেই তোমরা বিরাট ভক্তরা আদতে জোকার। দু পয়সার জোকার।” এই যুদ্ধ কোথায় গিয়ে থামে সেদিকে তাকিয়ে সকলে।

দেখুন রাহুলের ইন্সটা স্টোরি-

রাহুলকে ‘ব্লক’ করলেন বিরাট-

Rahul Vaidya | Image: Twitter
Rahul Vaidya | Image: Twitter

এই মুহূর্তে আইপিএল (IPL) নিয়ে ব্যস্ত রয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। রাহুল বৈদ্য’র সাথে সরাসরি কোনো সংঘাতে জড়াতে চান নি তিনি। যাবতীয় আক্রমণের জবাব হিসেবে কেবল ‘ব্লক’ করে দিয়েছেন গায়ককে। তা নিয়েও সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন রাহুল। একটি ভিডিও বার্তায় তাঁকে বেশ ব্যঙ্গের সুরে বলতে শোনা গিয়েছে, “বিরাট কোহলি আমায় ‘ব্লক’ করেছেন আপনারা সবাই জানেন সেটা। আমার মনে হয় এটাও ইন্সটাগ্রামের কোনো ‘গ্লিচ।’ বিরাট আমায় ‘ব্লক’ করতে চান নি। কিন্তু ইন্সটাগ্রামের অ্যালগরিদ্‌ম’ই আদতে বিরাটকে বলেছে, ‘আমি তোমার হয়ে রাহুল বৈদ্যকে ‘ব্লক’ করে দিচ্ছি।” গায়ক রাহুল বনাম ক্রিকেটার কোহলি (Virat Kohli) দ্বন্দ্ব যে এক্ষুণি থামার নয় তা স্পষ্ট হয়েছে এই প্রতিক্রিয়া থেকেই। বিরাটের অ্যালগরিদ্‌ম পোস্টটি ইতিমধ্যেই জনপ্রিয় মিম-এ পরিণত হয়েছে নেটদুনিয়াতে। দিল্লী পুলিশও সামাজিক বার্তা দিতে ব্যবহার করেছে ঐ টেমপ্লেট।

দেখুন রাহুল বৈদ্য’র ভিডিও’টি-

Also Read: IPL 2025: ভেস্তে যাছে কলকাতা বনাম চেন্নাই ম্যাচ, জটিলতর নাইটদের প্লে-অফে ওঠার অঙ্ক !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *