WI vs IND: সামনেই এশিয়া কাপ (Asia Cup 2023) ও বিশ্বকাপ (WC 2023), দুই মেগা টুর্নামেন্টের কথা মাথায় রেখে টিম ইন্ডিয়া পাড়ি দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। যেখানে ইতিমধ্যে ভারতীয় দল টেস্ট সিরিজ খেলে ফেলেছে এবং বর্তমানে তিন ম্যাচের ওডিআই সিরিজকে পাখির চোখ করতে চায় টিম ইন্ডিয়া। যদিও সিরিজের দুটি ওডিআই ম্যাচের সমাপ্তি ঘটেছে। প্রথম ওডিআই ম্যাচে টিম ইন্ডিয়া জয় পেলেও গতকাল ম্যাচে ভারতীয় দলের পারফরমেন্স ছিল একেবারেই নিম্নমানের।
দলের এই পারফরমেন্সে প্রশ্ন উঠেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট এবং দলের কোচ রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) উপরে বিগত কয়েক মাস ধরেই রাহুল দ্রাবিড়ের কোচিং নিয়ে বেশ প্রশ্ন উঠেছে। গতবছর অক্টোবর মাসে বিশ্বকাপের মঞ্চে ইংল্যান্ডের কাছে সেমিফাইনালে ১০ উইকেটে পরাজয়, বাংলদেশের কাছে ওডিআই সিরিজে পরাজয় ও এবছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পরাজয় টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্টের উপর অনেক প্রশ্ন তুলেছে। তবে, গতকাল উইন্ডিজের বিরুদ্ধে গতকালের পারফরমেন্সের পর আবার একবার প্রশ্নের মুখে দলের কোচ।
Read More: WI vs IND: ওডিআই ক্রিকেটে টিম ইন্ডিয়ার ভবিষ্যত আদৌ সুরক্ষিত হার্দিকের হাতে? শনিবারের হার তুলে দিলো প্রশ্ন !!
উইন্ডিজের বিরুদ্ধে মিললো পরাজয়
গতকাল, উইন্ডিজের বিরুদ্ধে (WI vs IND) টিম ইন্ডিয়ার হয়ে বিশ্রাম নিয়েছিলেন রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলি (Virat Kohli)। লাগাতার ক্রিকেট খেলার পর ভারতীয় দলের দুই মহারথীকে বিশ্রাম দিলো টিম ইন্ডিয়া ম্যানেজমেন্ট। পাশাপাশি, গতকাল উইন্ডিজের (WI vs IND) বিরুদ্ধে নেতৃত্বের ভার তুলে দেওয়া হয় হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) উপর। গতকাল উইন্ডিজ অধিনায়ক শাই হোপ টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। প্রথমে ব্যাট করতে এসে ভারতীয় দলের ওপেনাররা ভালো সূচনা দেন।
শুভমান গিল ৩৪, ইশান কিশান ৫৫ রান বানিয়ে প্যাভিলিয়নে ফিরে যাওয়ার পর টিম ইন্ডিয়ার অবস্থা একেবারে বেহাল হয়ে পড়ে। দুজনে আউট হলেই, দলে ফিরে আসা সঞ্জু স্যামসন ৯ রান বানান , ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া বানান ৭। এছাড়া সূর্যকুমার যাদব ২৪, রবীন্দ্র জাদেজা ১০, অক্ষর প্যাটেল ১, শার্দুল ঠাকুর ১৬, কুলদীপ যাদব ৮, উমরান মালিক ০ এবং মুকেশ কুমার ৬ রান সংগ্রহ করেন যার ফলে, ভারতীয় দলের খেলোয়াড়রা ৪০.৫ ওভারে মাত্র ১৮১ রানে আল উইকেট হয়ে যায়। অন্যদিকে, ৩৬.৪ ওভারে প্রয়োজনীয় রান তুলে দেয়।
টিমের পারফরমেন্স নিয়ে মুখ খুললেন দ্রাবিড়
গতকাল ম্যাচ শেষে টিম ইন্ডিয়ার পারফরমেন্স ও দলের সিলেকশন নিয়ে মন্তব্য করে রাহুল দ্রাবিড় বলেন, “সত্যি বলতে, এটা ছিল (দলের সিলেকশন) আমাদের কিছু খেলোয়াড়কে চেষ্টা করার শেষ সুযোগ। আমরা বিভিন্ন খেলোয়াড়কে দেখে নিতে চেয়েছিলাম এবং তাই এমনটা করেছিলাম। আমরা সেই ছেলেদের একটি সুযোগ দিতে চেয়েছিলাম, যাতে দলের সবচেয়ে খারাপ পরিস্থিতিতেও তাদের খেলার সময় থাকে। এটি আমাদের কিছু খেলোয়াড়কে নিয়ে আমাদের সিদ্ধান্ত নিতে সুযোগ দেয়। এশিয়া কাপের আগে দল নিয়ে পরীক্ষা করার জন্য এই ধরনের সিরিজে আমাদের কাছে মাত্র ২-৩টি ম্যাচ আছে।“
পাশাপাশি, সূর্যকুমার যাদবকে ব্যাক করেছেন রাহুল দ্রাবিড়। সূর্যকে নিয়ে মন্তব্য করে তিনি বলেছেন, “সূর্য সত্যিই একজন ভালো খেলোয়াড়, এতে কোনো সন্দেহ নেই, তবে তিনিই প্রথম ব্যক্তি যিনি স্বীকার করবেন যে তার ওডিআই খেলা টি-টোয়েন্টির মতন পর্যায়ে পৌঁছাতে পারেননি, তিনি ওডিআইও ফরম্যাট শিখছেন – আমরা তাকে যতক্ষণ পারবো সুযোগ দেব, তাকেই এটি ব্যবহার করে পারফরমেন্স করতে হবে।”
Head Coach Rahul Dravid explains #TeamIndia‘s selection in the second #WIvIND ODI 🔽 pic.twitter.com/65rZUtuIaV
— BCCI (@BCCI) July 29, 2023