ব্যাঙ্গালুরুর রাস্তায় দ্রাবিড়ের গাড়িতে ধাক্কা, রেগে আগুন ‘ইন্দিরা নগরের গুন্ডা’!! 1

বচসায় জড়ালেন ভারতীয় ক্রিকেটের অন্যতম বড় সুপারস্টার রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। ভারতীয় ক্রিকেট দলে তার অবদান প্রচুর। ক্রিকেটার হিসেবে তিনি যেমন সফল ঠিক তেমনি কোচ হিসেবেও সফলতার শিখরে পৌঁছেছেন তিনি। ২০২৪ সালে তার কোচিংয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় লাভ করে ভারতীয় দল। শান্ত স্বভাবের জন্য পরিচিত রাহুল দ্রাবিড় (Rahul Dravid) এনার হয়ে উঠলেন অগ্নিশর্মা। ব্যাঙ্গালুরুর ভরা রাস্তায় মেজাজ হারিয়ে ফেললেন দ্রাবিড়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে তাঁর সাধের গাড়িতে একটি পণ্যবাহী অটোর ধাক্কা লাগে। আর তারপরেই রাহুল দ্রাবিড়ের থেকে বেরিয়ে এল ‘ইন্দিরা নগরের গুন্ডা’ মেজাজ।

মেজাজ হারালেন দ্রাবিড়

Rahul dravid
Rahul Dravid | Image: Twitter

পাঁচজন সাধারণ মানুষের মতন রাহুল দ্রাবিড়ও যে রাস্তার মাঝে মেজাজ হারাতে পারেন তা হয়তো এবার বোঝা গেল। প্রসঙ্গত, এই ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায়। ব্যাঙ্গালুরুর ক্যানিংহ্যাম রোডে এই ঘটনাটি ঘটে। আইএএনএস-এর রিপোর্ট অনুযায়ী পণ্যবাহী অটো রিক্সাটি হঠাৎ ব্রেক কষলে দ্রাবিড়ের গাড়ির সঙ্গে সেটির ধাক্কা লাগে। যদিও এই আঘাতে সামান্য ক্ষতির সম্মুখীন হয়েছে দ্রাবিড়ের গাড়ি। তবে দ্রাবিড় যে নিজেই গাড়ি চালাচ্ছিলেন কিনা তা এখনও স্পষ্ট নয়। তবে, দ্রাবিড় এই ঘটনাটি একেবারেই ভালোভাবে নেননি। গাড়ি থেকে বেরিয়ে এসে অটো চালকের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি। আর এই দুর্ঘটনার পর দ্রাবিড় অটোর নম্বর ও চালকের নম্বর দুটোই লিখে নেন বলে খবর। যদিও রাহুল দ্রাবিড় এ বিষয়ে থানায় কোন অভিযোগ দায়ের করেননি বলে জানা গিয়েছে।

রাহুল দ্রাবিড়ের এই অগ্নিশর্মা মুহুর্ত দেখে ভক্তদের অনুমান এটি কোন বিজ্ঞাপন ছিল। আসলে, আগে দ্রাবিড়কে রাস্তার মাঝে এমন ধরণের বিজ্ঞাপন করতে দেখা গিয়েছিল। প্রসঙ্গত, দ্রাবিড়ের অভিনয় করা সেই বিজ্ঞাপনে ব্যাঙ্গালুরুর রাস্তায় যানজটে আটকে রীতিমতো ‘ইন্দিরা নগরের গুন্ডা’ হয়েছিলেন দ্রাবিড়। অন্যদিকে রাহুল দ্রাবিড় (Rahul Dravid) সম্পর্কে বলতে গেলে তিনি ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব থেকে সরে আসার পর আইপিএলের গুরু দায়িত্ব নিয়েছেন। ২০২৫ সালের আইপিএলে রাজস্থান রয়্যালস দলের হয়ে রাহুল দ্রাবিড়কে প্রধান কোচের ভূমিকা পালন করতে দেখতে পাওয়া যাবে। এর আগেও এই দলের হয়ে তিনি মেন্টরের ভূমিকা পালন করেছিলেন।

Read Also: Rahul Dravid: শুধু দ্রাবিড় নন বরং রাজস্থান রয়্যালস দলে কোচ হিসেবে এন্ট্রি নিলেন আর এক বিশ্বকাপ জয়ী কোচ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *