rahul-dravid-can-be-coach-of-kkr

আকাশছোঁয়া প্রত্যাশা নিয়ে ২০২৫ মরসুমের আগে রাহুল দ্রাবিড়কে (Rahul Dravid) কোচের পদে বসিয়েছিলো রাজস্থান রয়্যালস (RR)। তাঁর হাত ধরে আসবে অধরা ট্রফি, স্বপ্ন দেখেছিলেন সমর্থকেরা। কিন্তু বাস্তবে দেখা গিয়েছে সম্পূর্ণ ভিন্ন ছবি। অষ্টাদশতম আইপিএলে একের পর এক ম্যাচ হেরে রীতিমত মুখ থুবড়ে পড়েছে রাজস্থান। লীগ পর্বে মাত্র ৮ পয়েন্ট নিয়ে তারা শেষ করেছে নবম স্থানে। দল গঠনের ত্রুটি, ড্রেসিংরুমের অন্তর্দ্বন্দ্বের মত বিষয় সামনে এসেছে মরসুম চলাকালীন। আঙুল উঠেছে কোচ দ্রাবিড়ের (Rahul Dravid) দিকে। এর আগে ক্রিকেটার হিসেবে বেশ কয়েক মরসুম তিনি খেলেছিলেন রাজস্থানে। একটা সময় ছিলেন প্লেয়ার কাম মেন্টর। ফ্র্যাঞ্চাইজিতে তাঁর ‘দ্বিতীয় ইনিংস’ বিশেষ সুখকর হয় নি। ব্যর্থতার দায় কাঁধে নিয়ে গতকাল সরে দাঁড়িয়েছেন তিনি। এক বছরেই মোহভঙ্গ হয়েছে ‘দ্য ওয়ালের।’

Read More: IPL শুরুর আগেই সিংহাসন হারালেন অক্ষর প্যাটেল, দিল্লী ক্যাপিটালসের দায়িত্বে নয়া অধিনায়ক !!

নাইটদের কোচ হতে পারেন দ্রাবিড়-

Rahul dravid, team india, t20 world cup 2024, bcci
Rahul Dravid | Image: Getty Images

“২০২৬ আইপিএলের আগেই কোচের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন রাহুল দ্রাবিড়,” গতকাল দুপুরে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে জানায় রাজস্থান রয়্যালস (RR)। তাঁকে ভবিষ্যতের জন্য শুভেচ্ছাও জানানো হয়েছে ঐ বিজ্ঞপ্তিতে। অতীতে ভারতীয় দলকে কোচিং করিয়েছেন দ্রাবিড় (Rahul Dravid)। তাঁর প্রশিক্ষণাধীন টিম ইন্ডিয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ, ওয়ান ডে বিশ্বকাপের ফাইনাল খেলেছেন। জিতেছে ২০২৪-এর টি-২০ বিশ্বকাপ। ‘দ্য ওয়াল’-এর পরবর্তী পদক্ষেপ কি হবে? শুরু হয়ে গিয়েছে জল্পনা। আইপিএলেই (IPL) অন্য কোনো দলের হটসিটে দেখা যেতে পারে, ছড়িয়েছে গুঞ্জন। ইতিমধ্যে একাধিক ফ্র্যাঞ্চাইজির প্রস্তাবও রয়েছে তাঁর কাছে, খবর ক্রিকবাজ সূত্রে। কোন শিবিরে তিনি যোগ দেবেন তা নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেন নি কর্ণাটকের কিংবদন্তি। তবে কলকাতা নাইট রাইডার্স (KKR) তাঁর ‘প্রায়োরিটি লিস্ট’-এ থাকতে পারে বলে ধারণা বিশেষজ্ঞদের।

তিন বারের আইপিএল (IPL) চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স’ও (KKR) গত বছর বিশেষ সুবিধা করতে পারে নি। পয়েন্ট তালিকায় তারা শেষ করেছে অষ্টম স্থানে। হতাশাজনক পারফর্ম্যান্সের পর কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন চন্দ্রকান্ত পণ্ডিত। সেই শূন্যস্থান পূরণের জন্য আদর্শ হতে পারেন দ্রাবিড় (Rahul Dravid), মনে করছে ক্রিকেটমহল। আন্দ্রে রাসেল, সুনীল নারাইন’দের মত তারকাদের পাশাপাশি এই মুহূর্তে কেকেআর স্কোয়াডে রয়েছেন একঝাঁক তরুণ তুর্কি। নবীন প্রতিভাদের নিয়ে কাজ করার ক্ষেত্রে পূর্বে যে মুন্সীয়ানা দ্রাবিড় (Rahul Dravid) দেখিয়েছে তা ‘সিটি অফ জয়’-এর ফ্র্যাঞ্চাইজির কাজে আসতে পারে বলেই মত বিশেষজ্ঞদের। একা দ্রাবিড় নন, রাজস্থান থেকে সঞ্জু স্যামসনকেও ছিনিয়ে আনার পরিকল্পনা রয়েছে নাইটদের। আগামী মরসুমে ওপেনার, অধিনায়ক ও উইকেটরক্ষক-তিন ভূমিকায় তাঁকে চাইছেন কর্মকর্তারা।

ঘুরে দাঁড়ানোর চেষ্টায় রয়্যালস শিবির-

Rajasthan Royals | Image: Getty Images
Rajasthan Royals | Image: Getty Images

দ্রাবিড়ের (Rahul Dravid) পদত্যাগের নেপথ্যে রয়্যালস শিবিরের গৃহযুদ্ধ, আভাস মিলেছে সংবাদসংস্থা ক্রিকবাজে প্রকাশিত একটি রিপোর্টে। অষ্টাদশতম আইপিএল চলাকালীন রাজস্থান টিম ম্যানেজমেন্ট নাকি বিভক্ত হয়ে পড়েছিলো তিন ভাগে। এক দল চাইছিলেন নেতার ভূমিকায় থাকুন সঞ্জু স্যামসন (Sanju Samson)। দ্বিতীয় পক্ষের পছন্দের অধিনায়ক রিয়ান পরাগ। অসমের অলরাউন্ডারকে সুযোগ দেওয়ার এটাই সঠিক সময়, মনে করছেন তাঁরা। আর তৃতীয় অংশের মতে যশস্বী জয়সওয়ালকে করা উচিৎ পরবর্তী অধিনায়ক। ড্রেসিংরুমের এই জটিলতার বিরূপ প্রভাব দলের খেলায় পড়েছে কিনা তা নিয়েই আলোচনায় ক্রিকেটমহল। ড্যামেজ কন্ট্রোলের উদ্দেশ্যে দিনকয়েকের মধ্যেই লন্ডনে একটি বৈঠক রেখেছেন রয়্যালস কর্ণধারেরা। নতুন কোচ, নেতৃত্ব নীতি ও দলের সামগ্রীক পরিকল্পনা স্থির হতে পারে সেখানে।

Also Read: বোর্ডের সিদ্ধান্তে সন্দেহের সুর, সহ-অধিনায়ক শুভমান নিয়ে ইরফান পাঠানের খোঁচা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *