IPL 2025: কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) গত বছর আইপিএলে চ্যাম্পিয়ন হয়ে নতুন করে ঘুরে দাঁড়িয়েছিল। তবে এই বছর মেগা নিলামের পরে নাইট শিবিরে একাধিক পরিবর্তন ঘটেছে। নতুন অধিনায়ক হিসেবে দলে এসেছেন আজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। তবে চলতি আইপিএলে প্লে অফের দৌড়ে ৭ ম্যাচের মধ্যে ৪ ম্যাচে হারের সম্মুখীন হয়ে পিছিয়ে পড়েছে নাইটরা। ফলে এবার একাদশে গুরুত্বপূর্ণ রদবদল করতে চলেছেন কর্মকর্তারা। ব্যাটিং অর্ডারে শক্তি বাড়াতে প্রবেশ করছেন আফগান তারকা রহমানউল্লাহ গুরবাজ (Rahmanullah Gurbaz)।
Read More: IPL 2025: ট্রফি জিততে দুরন্ত চাল দিলো CSK, দলে এন্ট্রি নিলেন ‘এবি ডিভিলিয়ার্স’ !!
নাইট একাদশে ফিরছেন গুরবাজ-

আফগানিস্তানের তারকা ব্যাটসম্যান রহমানউল্লাহ গুরবাজ (Rahmanullah Gurbaz) ২০২৩ সালে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ১১ টি ম্যাচে সংগ্রহ করেছিলেন ২২৭ রান। গত বছর নাইট বাহিনীদের হয়ে তিনি ৩ টি ম্যাচে খেলার সুযোগ পেয়েছিলেন। তবে চলতি আইপিএলের একটি ম্যাচেও গুরবাজ এখনও পর্যন্ত একাদশে জায়গা করে নিতে পারেননি। এবার মিডল অর্ডার শক্তিশালী করতে নতুন চমক দিতে চাইছে আজিঙ্কা রাহানের দল। সূত্র অনুযায়ী ওপেনার হিসেবে নয় বরং কেকেআর একাদশের ৩ নম্বরে এবার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন এই আফগান তারকা রহমানউল্লাহ গুরবাজ (Rahmanullah Gurbaz)। স্পিনারদের বিপক্ষে গুরবাজ ভালো ব্যাটিং করে থাকেন। তাই মাঝের ওভারগুলিতে তিনি দ্রুত রান সংগ্রহ করে দলকে সাহায্য করতে পারেন।
ওপেনিং করবেন রাহানে-

রহমানউল্লাহ গুরবাজ ৩ নম্বরে জায়গা পেলে আজিঙ্কা রাহানেকে (Ajinkya Rahane) ওপেনার হিসেবে দেখা যাবে। সূত্র অনুযায়ী নাইট রাইডার্সের কর্মকর্তারা চাইছেন সুনীল নারিনের (Sunil Narine) সঙ্গে ওপেনিং করুক রাহানে। নাইট অধিনায়ক চলতি আইপিএলে দুরন্ত ফর্মে আছেন। ৭ ম্যাচে রাহানের ব্যাট থেকে এসেছে ২২১ রান। অন্যদিকে কুইন্টন ডি কক (Quinton de Kock) ওপেনার হিসেবে এই বছর নাইটদের হয়ে খুব বেশি জ্বলে উঠতে পারেননি। তার ব্যাট থেকে ৭ ম্যাচে ১ টি অর্ধশতরানের করেছেন ১৪৩ রান। ফলে আজিঙ্কা রাহানে (Ajinkya Rahane) ওপেনিং করতে এসে কলকাতা নাইট রাইডার্স আরও বেশি আত্মবিশ্বাস পাবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। কলকাতা পরবর্তী ম্যাচে ২১ এপ্রিল গুজরাট টাইটান্সের বিপক্ষে মাঠে নামবে।
গুজরাটের বিপক্ষে কলকাতার সম্ভাব্য একাদশ-
আজিঙ্কা রাহানে, সুনীল নারিন, রহমানউল্লাহ গুরবাজ, ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, হর্ষিত রানা, বৈভব অরোরা, এনরিচ নরখিয়া, বরুণ চক্রবর্তী
ইম্প্যাক্ট প্লেয়ার- অঙ্গকৃষ রঘুবংশী/ মণিশ পান্ডে
Read Also: উল্কার গতিতে উত্থান KKR তারকা’র, বিরাট পুরস্কার দিচ্ছে ক্রিকেট নিয়ামক সংস্থা !!