টি-20 বিশ্বকাপের আগে চিন্তার, গুরুতর চোট পেয়ে ছিটকে যাওয়ার পথে তারকা খেলোয়াড় !! 1

আর মাত্র কয়েকদিনের অপেক্ষায় শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপের আগে মাথায় হাত আফগানিস্তান ক্রিকেট দলের। সম্প্রতি, ওয়েস্ট ইন্ডিজ বনাম আফগানিস্তান তৃতীয় টি-২০ ম্যাচে ঠিক তেমনই এক ভয়ঙ্কর মুহূর্তের সাক্ষী থাকল ক্রিকেট বিশ্ব। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, আফগানিস্তানের ওপেনার রহমানউল্লাহ গুরবাজ একটি তীব্র থ্রোর আঘাতে মাটিতে লুটিয়ে পড়ছেন। ঘটনাটি ঘটে ইনিংসের ১৫তম ওভারে। তখন গুরবাজ ৫৩ রানে ব্যাট করছিলেন এবং দলের জয়ের আশা বাঁচিয়ে রেখেছিলেন। স্ট্রাইকে থাকা দরবেশ রসুলি একটি সিঙ্গলের জন্য দৌড় শুরু করলেও হঠাৎ থেমে যান। নন-স্ট্রাইকার এন্ডে থাকা গুরবাজ ফিরে যাওয়ার চেষ্টা করেন। ঠিক সেই সময় ওয়েস্ট ইন্ডিজ ফিল্ডার গুড়াকেশ মোতির ছোড়া জোরালো থ্রো সরাসরি গিয়ে লাগে গুরবাজের গর্দানে।

প্রচণ্ড শব্দে বল লাগতেই মাঠে শোরগোল পড়ে যায়। গুরবাজ সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যান। আম্পায়াররা দৌড়ে এসে তাঁর শুশ্রূষা শুরু করেন। দ্রুত মেডিক্যাল টিম মাঠে আসে। সেই মুহূর্তে সবাই আশঙ্কা করছিলেন বড় কোনও দুর্ঘটনা ঘটে গেছে কি না। ইএসপিএন ক্রিকইনফো জানায়, গুরবাজের চোয়ালে আঘাত লাগে। তবে সৌভাগ্যবশত কোনও গুরুতর চোট ধরা পড়েনি।

গুরুতর চোট পেলেন তারকা ক্রিকেটার

বিশ্বকাপ
Rahmanullah Gurbaz | Image: Twitter

সবচেয়ে আশ্চর্যের বিষয়, প্রাথমিক চিকিৎসার পর গুরবাজ মাঠ ছাড়তে রাজি হননি। মাথা উঁচু করে ফের ব্যাট হাতে নেন তিনি। তাঁর এই মানসিক দৃঢ়তা ক্রিকেটপ্রেমীদের মন জয় করে নেয়। পরবর্তীতে তিনি নিজের ইনিংসকে নিয়ে যান ৭১ রানে। ৫৮ বলের এই ইনিংসে ছিল ৮টি চার ও একটি বিশাল ছক্কা। কিন্তু অপর প্রান্ত থেকে সঙ্গ না পাওয়ায় তাঁর লড়াই বৃথা যায়।

এর আগে ওয়েস্ট ইন্ডিজ ব্যাট করে ১৫১ রান তোলে। অধিনায়ক ব্রেন্ডন কিংয়ের ৪৭ রান দলের ভিত গড়ে দেয়। ম্যাথিউ ফোর্ড শেষের দিকে ঝড় তোলেন ১১ বলে ২৭ রান করে। শামর স্প্রিঙ্গরের ছোট কিন্তু কার্যকর ইনিংস স্কোর আরও বাড়ায়। আফগানিস্তানের হয়ে রশিদ খান নেন দুই উইকেট। ১৫১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আফগানিস্তান ১৩৬ রানেই গুটিয়ে যায়। যদিও সিরিজ ২-১ ব্যবধানে জিতে নেয় আফগানিস্তান, এই ম্যাচে গুরবাজের সাহসিকতা আলাদা করে নজর কেড়েছে।

Read Also: লটারি লাগল স্কটল্যান্ডের, বিশ্বকাপ থেকে বাংলাদেশের নাম তুলে নিতেই পেল ‘ওয়াইল্ড কার্ড’ এন্ট্রি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *