খুব দ্রুত গতিতে বদলে যাচ্ছে টি-টোয়েন্টি ক্রিকেটের মানচিত্র। একাধিক নতুন দেশ এই ফরম্যাটের হাত ধরে আন্তর্জাতিক মঞ্চে উঠে আসতে চাইছে। বিশ্ব জুড়ে চলা বিভিন্ন ফ্রাঞ্চাইজি লিগ টি-টোয়েন্টি ক্রিকেটকে আরও অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছে। প্রতিবছর আইপিএলে (IPL 2025) ২০ ওভারের ক্রিকেটের একাধিক রেকর্ড তৈরি হয়। ক্যারিবিয়ান তারকারা ব্যাট হাতে বিধ্বংসী ইনিংস খেলে ক্রিকেট ভক্তদের রীতিমতো চমক দেন। তবে বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মার (Rohit Sharma) মতো আন্তর্জাতিক মঞ্চে কেন আইপিএলেও (IPL 2025) টি-টোয়েন্টিতে এক ইনিংসে ২০০ রান গড়ার স্বপ্ন দেখেননি। এবার টি-টোয়েন্টি ক্রিকেটে ডবল সেঞ্চুরি করে নতুন ইতিহাস গড়লেন এই ২৫০ কেজির ক্যারিবিয়ান ব্যাটসম্যান।
Read More: দেশের স্বার্থে শরীর বাজি রাখলেন ঋষভ পন্থ, যন্ত্রণা উপেক্ষা করেই নামলেন ব্যাট হাতে !!
টি-টোয়েন্টিতে ডবল সেঞ্চুরি-

আইপিএলের (IPL 2025) মঞ্চে ক্রিস গেল (Chris Gayle) ২০১৩ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) হয়ে এক ইনিংসে ১৭৫ রান সংগ্রহ করে রেকর্ড গড়েছিলেন। এই টুর্নামেন্টে এখনও পর্যন্ত এটাই সর্বোচ্চ ব্যক্তিগত রান। টি-টোয়েন্টি ক্রিকেটে এবার ডাবল সেঞ্চুরি করে নতুন ইতিহাস তৈরি করলেন আরও এক ক্যারিবিয়ান তারকা রাহকিম কর্নওয়াল (Rahkeem Cornwall)। এই বিস্ফোরক ব্যাটসম্যান মার্কিন যুক্তরাষ্ট্রের মাইনর লিগ ক্রিকেটে (Mainor League Cricket) আটলান্টা ফায়ারের হয়ে স্কয়ার ড্রাইভের বিপক্ষে এই নতুন রেকর্ড গড়ে রীতিমতো হইচই ফেলে দিয়েছেন।
ম্যাচে কর্নওয়াল (Rahkeem Cornwall) মাত্র ৭৭ বলে ২৬৬.২৩ স্ট্রাইক রেটে অপরাজিত ২০৫ রান করেন। তিনি ইনিংসটি সাজান ২২ টি বিশাল ছক্কা এবং এবং ১৭ টি বাউন্ডারি দিয়ে। এর ফলে প্রথম ইনিংসে ১ উইকেট হারিয়ে ৩২৬ রান সংগ্রহ করে আটলান্টা ফায়ার। আন্তর্জাতিক ক্রিকেটে জিম্বাবুয়ে এবং নেপালের এক ইনিংসে ৩০০ ওপর রান করার রেকর্ড আছে। উল্লেখ্য রাহকিম কর্নওয়াল (Rahkeem Cornwall) ক্রিকেটে অতিরিক্ত ওজনের জন্য বিশেষভাবে পরিচিত। তিনি ওয়েস্ট ইন্ডিজের হয়ে এখনও পর্যন্ত ১০ টি টেস্ট ম্যাচ খেলেছেন।
শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি-

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 WC 2024) দ্বিতীয়বারের মতো ভারতীয় দল চ্যাম্পিয়ন হয়। রোহিত শর্মা (Rohit Sharma) প্রথমবারের মতো আইসিসি ট্রফি ছুঁয়ে দেখার স্বপ্নকে সার্থক করেন। এবার ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 WC 2026) ভারত এবং শ্রীলঙ্কায় যৌথভাবে আয়োজন হতে চলেছে। ইতিমধ্যে এই টুর্নামেন্টকে ঘিরে শুরু হয়ে গেছে প্রস্তুতি। ভারত এবং পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সময় রাজনৈতিক পরিস্থিতি অস্থির হওয়ার কারণে সম্ভবত পাকবাহিনীদের ম্যাচগুলি শ্রীলঙ্কায় আয়োজন করা হবে।
আসন্ন এই টুর্নামেন্টে এবার ২০ দল অংশগ্রহণ করবে। ইতিমধ্যেই ইতালির মতো দেশ ইউরোপের বাছাই পর্ব থেকে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য জায়গা করে নিয়ে ইতিহাস তৈরি করেছে। ফলে আসন্ন এই ২০ ওভারের টুর্নামেন্টে ক্রিকেটপ্রেমীদের জন্য জমজমাট হয়ে উঠতে চলেছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।