Ajinkya Rahane: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দল তাদের বর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম ম্যাচটি খেলতে চলেছে আগামী ২২ নভেম্বর। প্রথম টেস্ট ম্যাচে ভারতীয় দলে দেখা যাবে পরিবর্তন। প্রথম টেস্টে ভারতীয় দলে দেখা যেতে পারে পরিবর্তন। প্রথম টেস্ট ম্যাচের আগেই চোট পেয়েছেন শুভমান গিল (Shubman Gill), স্লিপে ফিল্ডিং করতে গিয়ে ক্যাচ ধরতে গিয়ে বাম হাতের বুড়ো আঙুল লাগে শুভমানের। বলটি তার বাম হাতে লাগার কারণে আঙুলে গুরুতর চোট লেগেছে। জানা গিয়েছে, তার বুড়ো আঙুলের ফাটল সেরে উঠতে প্রায় ১৪ দিন সময় লাগবে। এই পরিস্থিতিতে ভারতীয় দলে পরিবর্তনের প্রয়োজন ছিল।
জাতীয় দলে এন্ট্রি নিচ্ছেন রাহানে
ভারতীয় দলের ব্যাকআপ ওপেনার হিসেবে অভিমন্যু ঈশ্বরনকে (Abhimanyu Easwaran) সুযোগ দেওয়া হয়েছে। বেশ কিছু সূত্রের খবর অনুযায়ী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে ক্যাপ্টেন রোহিত শর্মার বিকল্প হিসেবে তাকে দেখা যাবে। তবে শেষ মুহূর্তে শুভমান গিল চোট পাওয়ার ফলে ভারতীয় দলে আবারও একটি পরিবর্তন লক্ষ করা যাবে। বেশ কিছু সূত্র এটা দাবি জানাচ্ছে যে, ভারতীয় দলে আবার এন্ট্রি নিতে চলেছে অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষবার যখন ভারতীয় দল সিরিজ জয় করেছিল তখন দলকে নেতৃত্ব দিয়েছিলেন অজিঙ্কা রাহানে। তার নেতৃত্বে ভারতীয় দল আবার একটি কীর্তিমান রচনা করতে পারবে বলেই মনে করছে ক্রিকেট ভক্তরা।
Read More: “ভিডিও বন্ধ কর…” পাকিস্তানি ভক্তের উপর মেজাজ হারালেন রিংকু, ভিডিও ভাইরাল !!
রাহানের নেতৃত্বে ভারতীয় দল খেলবে বর্ডার গাভাস্কার ট্রফি
সদ্য পুত্র সন্তানের পিতা হয়েছে রোহিত শর্মা। তিনি ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে পরিবারের সঙ্গে সময় কাটাবেন বলে প্রথম টেস্টে অনুপস্থিতি থাকার কথা আগেই জানিয়ে দিয়েছিলেন। ক্যাপ্টেন রোহিতের পরিবর্তন হিসেবে ভারতীয় দলের ক্যাপ্টেন হিসাবে দেখা যাবে অজিঙ্কা রাহানেকে। তিনি জাতীয় দলের হয়ে তার শেষ ম্যাচটি খেলেছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে দলের হয়ে সহ অধিনায়কের ভূমিকা পালন করেছিলেন তিনি। যেহেতু ভারতীয় দলকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছাতে গেলে অস্ট্রেলিয়া সিরিজের বেশিরভাগ ম্যাচে জিততে হবে তাই রাহানের মতন খেলোয়ারকে জাতীয় দলে বেশ প্রয়োজন । ভারতের জার্সিতে রাহানে ৮৫ টেস্ট ৩৮.৪৬ গড়ে ৫০৭৭ রান বানিয়েছেন। ক্যারিয়ারে ১২টি শতরান ও ২৬টি অর্ধশতরান বানিয়েছেন তিনি।