চাপ বাড়লো নাইট শিবিরে, চোটের কারণে রাজস্থান ম্যাচ থেকে ছিটকে গেলেন রাহানে !! 1

সমস্যা জেনে মিটেও মিটছে না কলকাতা নাইট রাইডার্সের (KKR)। তবে, অরুণ জেটলি স্টেডিয়াম বা কোটলায় দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে জয়ের সুবাদেই প্লে-অফের আশা এখনও টিকে রয়েছে কলকাতা নাইট রাইডার্সের। ৯ ম্যাচে ৯ পায়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় সপ্তম স্থানে ঠাঁই হয়েছে অজিঙ্কা রাহানের (Ajinkya Rahane) নেতৃত্বাধীন কেকেআরের। ৪ঠা মে, কলকাতা নাইট রাইডার্স তাদের পরবর্তী ম্যাচটি রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলতে হবে। আর এই ম্যাচে নামার আগেই চিন্তার ভাঁজ পড়লো নাইট রাইডার্স টিম ম্যানেজমেন্টের কপালে।

দিল্লির বিরুদ্ধে জয়ে প্লে-অফের আশা রইলো টিকে

Ipl 2025
DC vs KKR | Image: Getty Images

এদিন রাজস্থান রয়্যালসকে হারালে প্রথম চার দলে থাকার সম্ভাবনা কিছুটা বাড়বে রাহানেদের। বুধবার সন্ধ্যায় রাজধানী থেকে কলকাতা ফিরেছে নাইট রাইডার্সরা। দিল্লির বিরুদ্ধে গত মঙ্গলবার ১৪ রানে ম্যাচ জিতেছিল কলকাতা নাইট রাইডার্স। আর এই ম্যাচের হিরো ছিলেন ক্যারিবিয়ান মিস্ট্রি স্পিনার সুনীল নারিন (Sunil Narine)। ব্যাট ও বল হাতে কামাল করেন সুনীল। ব্যাট হাতে প্রথমে ১৬ বলে ২৭ বানিয়েছিলেন নারিন এবং এরপর বল হাতে ২৯ রান দিয়ে তিনটি উইকেট ছিনিয়ে নিয়েছিলেন সুনীল। পরপর তিন উইকেট নিয়ে মোক্ষম আঘাত হানেন তিনি। সেই ধাক্কা আর সামলে উঠতে পারেনি দিল্লি ক্যাপিটালস।

Read More: IPL 2025: ব্যাটে-বলে দাপট দুরন্ত মুম্বইয়ের, ১০০ রানে হেরে আইপিএল থেকে ছিটকে গেলো রাজস্থান !!

তবে গতদিন ফিল্ডিং করতে গিয়ে গুরুতর চোট পেয়েছিলেন নাইট রাইডার্স দলের ক্যাপ্টেন অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। আর অধিনায়ক রাহানের আঙুলের চোট নিয়ে চিন্তায় রয়েছেন টিম ম্যানেজমেন্ট সহ সমর্থকরা। এমনকি, তার চোট গুরুতর ছিল সে কারণেই দিল্লির ইনিংসে শেষদিকে ফিল্ডিং করতে পারেননি তিনি। তার বদলে দলকে নেতৃত্ব দিয়েছিলেন সুনীল নারিন। দলের ভাইস ক্যাপ্টেন ভেঙ্কটেশ আইয়ারকে (Venkatesh Iyer) উপেক্ষা করে নারিনকে দলের ক্যাপ্টেন করায় উঠেছিল বেশ প্রশ্ন।

রাহানের চোট নিয়ে বাড়ছে উদ্বেগ

Ipl 2025
Ajinkya Rahane | Image: Twitter

তবে, নারিনের নেতৃত্বে জয় এসেছিল কলকাতা শিবিরে। রাহানের আঙুলে বেশ কয়েকটি সেলাইও পড়েছে। তবে, এদিন রাজস্থানের বিরুদ্ধে মাঠে নামবেন ক্যাপ্টেন রাহানে। তিনি বলেছেন, “উদ্বেগের কিছুই নেই। পরের ম্যাচে খেলতে অসুবিধা হবে না।” উল্লেখ্য, চলতি আইপিএলে কলকাতার হয়ে ৩৭.১২ গড়ে সর্বাধিক ২৯৭ রান এসেছে রাহানের ব্যাটেই। এসময় তাঁর স্ট্রাইক রেট ছিল ১৪৯.২৪। তাই রাহানের ব্যাটিং ফর্ম খুবই গুরুত্বপূর্ণ।

Read Also: IPL 2025: “একদিনেই খেল খতম…” মুম্বইয়ের বিরুদ্ধে শূন্য বৈভবের, নেটদুনিয়ার তোপের মুখে বছর চোদ্দর কিশোর !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *