আসন্ন আইপিএল নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে চর্চা, বিশেষ করে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স এখন খবরের শিরোনামে উঠে এসেছে। ভারতীয় দলের তারকা মিডিল অর্ডার ব্যাটসম্যান শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) নেতৃত্বে কলকাতা নাইট রাইডার্স (KKR) তাদের তৃতীয় আইপিএল খেতাব জয়লাভ করেছে। তবে আসন্ন মৌসুমে দলের হয়ে রিটেন না হওয়ার কথা জানিয়ে দিয়েছিলেন শ্রেয়স, তাই নিলামের মঞ্চে নতুন দলে দেখতে পাওয়া যাচ্ছে আইয়ারকে। কলকাতা নাইট রাইডার্সও শ্রেয়াসকে পেতে ১০ কোটি টাকা পর্যন্ত খরচ করেছিল নিলামের টেবিলে, তবে ২৬.৭৫ কোটি টাকায় পাঞ্জাব ফ্রাঞ্চাইজিতে শামিল হয়েছেন শ্রেয়স।
Read More: সরফরাজের উদ্ভট আপিলে হাসির রোল মানুকা ওভালে, ভাইরাল হলো ভিডিও !!
নতুন ক্যাপ্টেন নিয়োগ করতে চলেছে KKR
নাইট রাইডার্স ফ্রাঞ্চাইজি শ্রেয়স আইয়ারকে দলে শামিল না করলেও ২৪.৭৫ কোটিতে ভেঙ্কটেশ আইয়ারকে দলে শামিল করেছে। নিলামের আগে সবথেকে বেশি ১৩ কোটিতে কিনেছে রিঙ্কু সিংকে এবং নিলামের মঞ্চে ভেঙ্কটেশকে সবথেকে বেশি দিয়ে কিনেছে। আর এই পরিস্থিতিতে দলের দুই তারকাকে দলের অধিনায়ক বানানো নিয়ে শুরু হয়েছিল চর্চা। তবে, দলের ভাড় তুলে দেওয়া হবে দেড় কোটির প্লেয়ার অজিঙ্কা রাহানের (Ajinkya Rahane) হাতে। যদিও রাহানেকে বাদ দিলে অধিনায়ক হওয়ার মতন কোনো বিকল্প মজুত নেই কলকাতা শিবিরে। নিলামের মঞ্চে রাহানেকে ১.৫০ কোটিতে শামিল করেছে নাইট রাইডার্স ফ্রাঞ্চাইজি। ২০২২ সালে নাইট রাইডার্স দলে খেলার সুযোগ পেয়ে চূড়ান্তভাবে ব্যার্থ হয়েছিলেন রাহানে। তবে, ২০২৩ ও ২০২৪ মৌসুমে রাহানে খেলেছেন চেন্নাই সপার কিংস (CSK) দলের হয়ে।
রাহানে হতে চলেছেন দলের নতুন ক্যাপ্টেন
ভারতীয় দলে দীর্ঘদিন খেলার অভিজ্ঞতা আছে রাহানের। ভারতীয় দলকেও নেতৃত্ব দিয়েছেন রাহানে, তাছাড়া চলতি সময়ে জাতীয় দলে খেলার সুযোগ না থাকলেও ঘরোয়া ক্রিকেটে দারুন ফর্মে রয়েছেন তিনি। শ্রেয়স আইয়ারের নেতৃত্বে মুম্বইয়ের হয়ে সৈয়দ মুশতাক আলী ট্রফি খেলছেন। গত মৌসুমে দীর্ঘ ৯ বছর পর মুম্বই দলকে নেতৃত্ব দিয়ে সাফল্য এনে দিয়েছেন রাহানে। তার নেতৃত্বে মুম্বই ৪২তম রঞ্জি ট্রফি জিতেছে, এমনকি এবছর ইরানি কাপও জিতেছে মুম্বাই। শুধু তাই নয় রাহানের নেতৃত্বে মুম্বাই ২০২২/২৩ সালে সৈয়দ মুস্তাক আলি ট্রফিও জয়লাভ করেছিল। তাছাড়া, আইপিএলের মঞ্চে রাজস্থান রয়্যালস দলকে নেতৃত্বে দিয়েছেন তিনি, অধিনায়ক হিসাবে ২৫ ম্যাচে নেতৃত্ব দিয়ে ৯ ম্যাচে জয় পেয়েছেন। সূত্রের খবর অনুযায়ী, এখনও পর্যন্ত ৯০ শতাংশ নিশ্চিত যে আগামী মরশুমে রাহানেই (Ajinkya Rahane) কলকাতা নাইট রাইডার্স দলের (KKR) অধিনায়ক হবেন। টিম ম্যানেজমেন্ট তাঁকে অনেক পরিকল্পনা করেই দলে নিয়েছে।