৪, ৪, ৪, ৪, ৪...ইরানী কাপে অজিঙ্কা রাহানে ঝড়, ৩০ বাউন্ডারিতে সাজালেন ১৯১ রানের ইনিংস !! 1

আজ থেকে শুরু হয়েছে ইরানী কাপ (Irani Cup)। ২০২৩-২৪ মরসুমে রঞ্জি জয়ী মুম্বই দলের মুখোমুখি অবশিষ্ট ভারত একাদশ। লক্ষ্ণৌর ভারতরত্ন শ্রী অটলবিহারী বাজপেয়ী একানা স্টেডিয়ামে চলছে ম্যাচ। প্রথম দিনের শেষে ৪ উইকেট হারিয়ে মুম্বই তুলেছে ২৩৭ রান। ক্রিজে রয়েছেন সরফরাজ খান। তাঁর সংগ্রহ ৫৪। তরুণ তুর্কি সরফরাজের (Sarfaraz Khan) সাথে কাঁধে কাঁধে মিলিয়ে লড়াই করে যাচ্ছেন অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। মুম্বই অধিনায়ক প্রথম দিনের শেষে অপরাজিত ১৯৭ বলে ৮৬ রান করে। ইরানী কাপে (Irani Cup) এই প্রথম নয়, এর আগেও দুর্দান্ত পারফর্ম্যান্স করেছেন তিনি। তেমনই একটি ইনিংস এসেছিলো ২০১০ সালে। জয়পুরের মাঠে সেবার খেতাব জিতেছিলো অবশিষ্ট ভারত। কিন্তু ব্যাটিং বিক্রমে সোয়াই মানসিংহ স্টেডিয়ামে মাতিয়ে দিয়েছিলেন ‘জিঙ্কস।’ এই প্রতিবেদনে ফিরে দেখা বছর ১৪ আগের সেই জমজমাট ইনিংস।

Read More: বাংলাদেশকে হারিয়ে WTC ফাইনালের পথে ভারত, লর্ডসের দৌড়ে ‘ডার্ক হর্স’ এখন শ্রীলঙ্কা !!

ইরানী কাপে উজ্জ্বল রাহানে-

Ajinkya Rahane | Irani Cup | Image: Getty Images
Ajinkya Rahane | Image: Getty Images

জয়পুরের সোয়াই মানসিংহ স্টেডিয়ামে ২০১০ সালে ১ থেকে ৫ অক্টোবর বসেছিলো ইরানী কাপের (Irani Cup) আসর। প্রথম ব্যাটিং করেছিলো অবশিষ্ট ভারত। অভিনব মুকুন্দ ও পার্থিব প্যাটেলের শতরান, শিখর ধাওয়ানের ৮৩, সুব্রহ্মনিয়াম বদ্রীনাথের ৯৪, বিরাট কোহলির (Virat Kohli)  ৯০ রানের সুবাদে ৬৬৮ রান তুলে ফেলে তারা। জবাবে ব্যাট করতে নামা মুম্বই থামে ২৭৪ রানে। প্রথম ইনিংসে একমাত্র ওয়াসিম জাফর ছাড়া মুম্বইয়ের হয়ে অর্ধশতকের গণ্ডী পেরোন নি কেউই। তরুণ রাহানের (Ajinkya Rahane) ব্যাট থেকে এসেছিলো ৪১ রান। ৩৯৬ রানের লিড থাকলেও মুম্বইকে ফলো-অন করান নি অবশিষ্ট ভারতের অধিনায়ক যুবরাজ সিং (Yuvraj Singh)। ফের ব্যাটিং করে তাঁর দল। আরও একবার ব্যাটিং সহায়ক পিচের ফায়দা তুলে রানের পাহাড় গড়েন মুকুন্দ, বদ্রীনাথ, কোহলিরা। অধিনায়ক যুবরাজ স্বয়ং ১৯৪ বলে অপরাজিত থাকেন ২০৪ রান করে।

চতুর্থ ইনিংসে মুম্বইয়ের জন্য লক্ষ্য দাঁড়িয়েছিলো ৭৮৪। এই বিশাল স্কোর তাড়া করে জয় যে আসবে না তা বোঝা গিয়েছিলো। কিন্তু হাল ছাড়ে নি মুম্বই। ওপেনার সুশান্ত মারাঠে আউট হওয়ার পর ক্রিজে আসেন রাহানে (Ajinkya Rahane)। অভিজ্ঞ ওয়াসিম জাফরকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন তিনি। জাফর ফেরেন ৮৮ করে। অপর প্রান্ত থেকে পরপর উইকেট হারাতে থাকে মুম্বই। অভিমণ্যু মিঠুন, জয়দেব উনাদকাট, রবিচন্দ্রণ অশ্বিন, উমেশ যাদব, পীয়ূষ চাওলার মত প্রথম শ্রেণির বো্লার’রা নিরন্তর আক্রমণ শানিয়েও রাহানে’কে শতকের মাইলস্টোন স্পর্শ করা থেকে রুখতে পারেন নি। এগোচ্ছিলেন দ্বিশতরানের দিকেও। কিন্তু ১৯১ রানের মাথায় অশ্বিনের বলে ধরা পড়েন অভিনব মুকুন্দের হাতে। ২২০ বলের ইনিংসে ছিলো ৩০টি বাউন্ডারি। প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে খেতাব অবশিষ্ট ভারত জিতলেও কুর্নিশ আদায় করে নেন রাহানে।

রাহানের কেরিয়ার পরিসংখ্যান-

Ajinkya Rahane | Image: Getty Images
Ajinkya Rahane | Image: Getty Images

২০১৩ সালে টিম ইন্ডিয়ার (Team India) হয়ে টেস্ট অভিষেক হয় অজিঙ্কা রাহানের (Ajinkya Rahane)। সীমিত ওভারের দুই ফর্ম্যাটে আন্তর্জাতিক আঙিনায় পা রেখেছিলেন ২০১১ সালে। দেশের জার্সি গায়ে খেলেছেন ৮৯টি টেস্ট ম্যাচ। ৩৮.৪৬ গড়ে করেছেন ৫০৭৭ রান। শতকের সংখ্যা ১২, অর্ধশতক ২৬টি। ৯০টি ওডিআই ম্যাচ খেলেছেন। ২টি শতক, ২৪টি অর্ধশতক-সহ করেছেন ২৯৬২ রান। গড় ৩৫.২৬। টি-২০তে ভারতের প্রতিনিধিত্ব করেছেন ২০টি ম্যাচে। ২০.৮৩ গড়ে তাঁর সংগ্রহ ৩৭৫ রান। অর্ধশতকের সংখ্যা ১টি। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৯১ ম্যাচে তাঁর সংগ্রহ ১৩৪২৭ রান। গড় ৪৫.৫১। ৪০টি শতরান ও ৫৭ অর্ধশতকের মালিক তিনি। লিস্ট-এ ক্রিকেটে খেলেছেন ১৯২ ম্যাচ। রান সংখ্যা ৬৮৫৩। শতক ও অর্ধশতক যথাক্রমে ১০ ও ৪৯। টি-২০তে ২৬২ ম্যাচে করেছেন ৬৩৮৩ রান। চেন্নাই সুপার কিংসের হয়ে জিতেছেন আইপিএল।

Also Read: “খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে…” সিরিজের সেরা হয়ে খুশি অশ্বিন, রোহিত শর্মা কে নিয়ে দিলেন বড় বয়ান !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *