iradha-yadav-to-lead-india-a-vs-aus-a

চলতি বছরে রয়েছে মেয়েদের ওয়ান ডে বিশ্বকাপ। আগামী বছর আয়োজিত হওয়ার কথা টি-২০ বিশ্বকাপ। জোড়া টুর্নামেন্টের দিকে তাকিয়েই প্রস্তুতি সারছে ভারতের মহিলা ক্রিকেট দল (Team India)। এই মুহূর্তে স্মৃতি মন্ধানা, হরমনপ্রীত কৌররা রয়েছেন ইংল্যান্ডে। এক ম্যাচ বাকি থাকতেই টি-২০ সিরিজ জিতে নিয়েছেন তাঁরা। ১২ জুলাই কুড়ি-বিশের ফর্ম্যাটে লরেন বেল, সোফিয়া ডাঙ্কলিদের বিপক্ষে শেষ কুড়ি-বিশের ম্যাচটি খেলবে ‘উইমেন ইন ব্লু।’ এরপর রয়েছে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ। সেখানেও সাফল্যের লক্ষ্যেই মাঠে নামবে ভারত। ওয়ান ডে সিরিজের পর ভারতীয় স্কোয়াডের একঝাঁক তারকা উড়ে যাবেন অস্ট্রেলিয়াতে। সেখানে ভারত-এ’র (India-A) জার্সিতে টি-২০, ওয়ান ডে ও লাল বলের ফর্ম্যাটে একটি ম্যাচ খেলবেন তাঁরা। প্রতিষ্ঠিত ক্রিকেটারদের পাশাপাশি একঝাঁক তরুণীকেও এই সফরে সুযোগ দিয়েছে বিসিসিআই।

Read More: IND vs ENG 3rd Test: স্টোকসের থ্রোয়ে স্বপ্নভঙ্গ ঋষভ পন্থের, রান-আউট হয়ে ফিরলেন সাজঘরে !!

নেতৃত্বে রাধা যাদব, ফিরছেন তিতাস-

Radha Yadav to Lead India-A in Australia | Image: Getty Images
Radha Yadav to Lead India-A in Australia | Image: Getty Images

ভালো ছন্দে রয়েছেন রাধা যাদব (Radha Yadav)। বোলিং-এর পাশাপাশি চলতি ইংল্যান্ড সিরিজে ফিল্ডিং-এও নজর কেড়েছেন তিনি। ২৫ বর্ষীয়া তরুণীকেই অস্ট্রেলিয়া সফরে অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে বিসিসিআই। তিন ফর্ম্যাটেই দায়িত্ব সামলাবেন তিনি। সহ-অধিনায়ক হিসেবে রয়েছেন বোলিং বিভাগের আরেক অস্ত্র মিন্নু মনি। এছাড়া সাজানা সজীবন, উমা ছেত্রী, তনুজা কানওয়ার, সায়মা ঠাকুরদের মত আন্তর্জাতিক ক্রিকেট বা উইমেন্স প্রিমিয়ার লীগের চেনা মুখেদের রাখা হয়েছে ভারত-এ স্কোয়াডে। সিনিয়র টেস্ট ও ওয়ান ডে দল থেকে বাদ পড়েছিলেন শেফালী ভার্মা। শুধুমাত্র টি-২০তে গত কয়েক মাস হরিয়ানার ধুন্ধুমার ওপেনারকে সুযোগ দিয়েছে ‘উইমেন ইন ব্লু’ (Team India)। অস্ট্রেলিয়া সফরে তিন ফর্ম্যাটের স্কোয়াডেই জায়গা পেয়েছেন তিনিও। ওয়ান ডে ও টি-২০ বিশ্বকাপের আগে তাঁর প্রত্যাবর্তন ইঙ্গিতবাহী হতে পারে, মত বিশেষজ্ঞদের।

চোটের কারণে বেশ কয়েক মাস মাঠের বাইরে ছিলেন প্রতিভাময়ী পেসার তিতাস সাধু (Titas Sadhu)। ইংল্যান্ড সফরে যেতে পারেন নি তিনি। অবশেষে বোলিং রান-আপে ফেরার ছাড়পত্র পেয়েছেন চুঁচুড়ার তরুণী। অস্ট্রেলিয়াতে ভারত-এ (India-A) দলের হয়ে তিন ফর্ম্যাটেই দেখা যাবে তাঁকে। টি-২০, ওয়ান ডে ও মাল্টি-ডে ফর্ম্যাটের স্কোয়াডে রয়েছেন তনুশ্রী সরকার। বাংলার আরেক ক্রিকেটার ধারা গুজ্জরকে রাখা হয়েছে কেবল টি-২০ স্কোয়াডে। চোট-আঘাত গত কয়েক মাসে বেশ ভুগিয়েছে স্পিনার শ্রেয়াঙ্কা পাতিলকেও। কর্ণাটকের তরুণী উইমেন্স প্রিমিয়ার লীগ (WPL) থেকে ছিটকে গিয়েছিলেন। পরবর্তী ত্রিদেশীয় সিরিজ বা ইংল্যান্ড সফরেও ছিলেন না তিনি। অস্ট্রেলিয়াতে মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে তাঁর। বেঙ্গালুরুর এনসিএ সবুজ সংকেত দিলেই ভারত-এ’র হয়ে মাঠে নামতে পারেন শ্রেয়াঙ্কা। এমসিএ-র ছাড়পত্রের আশায় রয়েছেন প্রিয়া মিশ্র’ও।

মোট সাতটি ম্যাচ খেলবে ভারত- এ-

India Women's Team | Image: Getty Images
India Women’s Team | Image: Getty Images

অস্ট্রেলিয়া-এ’র বিরুদ্ধে তিনটি টি-২০, তিনটি একদিনের ম্যাচ ও লাল বলের ফর্ম্যাটে একটি চার দিনের ম্যাচ খেলবে ভারতীয়-এ (India-A) দল। কুড়ি-বিশের সিরিজ দিয়ে শুরু হবে প্রতিদ্বন্দ্বীতা। আগামী ৭, ৯ ও ১০ অগস্ট ম্যাকে অঞ্চলের গ্রেট ব্যারিয়ার রিফ এরিয়ায় হবে ম্যাচগুলি। এরপর ব্রিসবেন পাড়ি দেবে দুই দল। সেখানেই নর্থস মাঠে ১৩, ১৫ ও ১৭ অগস্ট রয়েছে পঞ্চাশ ওভারের ফর্ম্যাটের ম্যাচ তিনটি। চার দিনের ম্যাচটি শুরু হবে ২১ তারিখ থেকে। চলবে ২৪ অগস্ট অবধি। ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে ব্রিসবেনের অ্যালান বর্ডার এরিনাকে। চলতি বছরের শুরুটা অস্ট্রেলিয়াতেই করেছিলো ভারতীয় সিনিয়র পুরুষ দল। সিডনিতে টেস্ট ম্যাচ হেরেছিলেন বিরাট কোহলি, জসপ্রীত বুমরাহরা। অক্টোবরে ফের ক্যাঙারুর দেশে উড়ে যাওয়ার কথা। সেই সফরের আগে ফোকাস আপাতত ‘গার্লস ইন ব্লু’র উপরেই।

দেখে নিন ভারত-এ দলের সম্পূর্ণ স্কোয়াড-

Also Read: “এগুলো বাক্সে রয়েছে কেন?” বল বিতর্কে ‘বিরক্ত’ রবি শাস্ত্রী, সময় নষ্টের অভিযোগ তুললেন আম্পায়ারদের বিরুদ্ধে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *