Rohit Sharma, asia cup 2023
Rohit Sharma | Image: Getty Images

২০২৩ সাল মানেই ক্রিকেটের মরশুম। যদিও টিম ইন্ডিয়ার পারফরমেন্সে মাথায় হাত ভারতীয় ক্রিকেট ভক্তদের। উইন্ডিজদের মতন দুর্বল দলের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার পারফরম্যান্স ভাবাচ্ছে ভক্তদের। তবে, ভারতীয় দলের স্কোয়াড কি হতে চলেছে সে বিষয়ে রয়েছে সংশয়। মূলত, ভারতের মাটিতেই অনুষ্ঠিত হতে চেলছে এবারের ক্রিকেট বিশ্বকাপ (World Cup 2023), আর ঘরের মাটিতে বিশ্বকাপ অনুষ্ঠিত হলে ভারতীয় প্লেয়ারদের উপর অনেক প্রত্যাশা থাকে। আর এবারের বিশ্বকাপের জন্য স্কোয়াড কি হবে সদ বিষয়ে রয়েছে প্রশ্ন চিহ্ন। তবে সূত্রের খবর অনুযায়ী ইন্ডিয়ান ক্যাপ্টেন রোহিত শর্মা (Rohit Sharma) এক ফর্ম হারানো প্লেয়াকে জাতীয় দলে দিতে চান সুযোগ।

Read More: World Cup 2023: ভারতের মাটিতে বিশ্বকাপের ‘ডার্ক হর্স’ হতে পারে আফগানিস্তান, এক নজরে তাদের সম্ভাব্য স্কোয়াড ও সম্পূর্ণ ক্রীড়াসূচি !!

রোহিতের পছন্দের এই প্লেয়ার দলে পাবেন সুযোগ

Ravi ashwin rohit, world cup 2023
Ravichandran Ashwin and Rohit Sharma | Imagw: Getty Images

ইন্ডিয়ান ক্যাপ্টেন রোহিত শর্মা বিশ্বকাপ (World Cup 2023) নিয়ে নিজের স্পষ্ট ধারণা দিয়ে দিয়েছেন। তিনি দলে ফর্ম হারানো অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে (Ravichandran Ashwin) দেখতে চান। লম্বা সময় ধরে ক্রিকেটের ছোট ফরম্যাট থেকে বাইরে রয়েছেন। ২০২২ সালে শেষবারের মতন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই ফরম্যাট খেলতে দেখা গিয়েছিল অশ্বিনকে। তবে, তিনি জাতীয় দলে আবার প্রত্যাবর্তন করতে পারেন। মূলত, বিশ্বকাপের আগে তিনি জাতীয় দলে সুযোগ পেয়ে যান। তার অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায় টিম ইন্ডিয়া। এমনকি, ২০১১ সালের বিশ্বকাপ স্কোয়াডের সদস্য ছিলেন অশ্বিন ও কোয়াটার ফাইনাল ম্যাচে বেশ দারুন বোলিং পারফরমেন্সের নমুনা দেখিয়েছিলেন তিনি। ২০১৫ সালে ক্রিকেট বিশ্বকাপে টিম ইন্ডিয়ার অংশ ছিলেন অশ্বিন। তবে, ২০১৯ সালে কুলদীপ-চাহাল জুটি আসার পর ক্যারিয়ারে প্রভাব পড়তে শুরু করে এবং আস্তে আস্তে দলের বাইরেও চলে আসেন তিনি।

অশ্বিনের ক্রিকেট ক্যারিয়ার

Ravichandran Ashwin, world cup 2023
Ravichandran Ashwin | Image: Getty Images

যদিও টেস্ট ক্রিকেট ও আইপিএলে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে ২০২১ ও ২০২২ সালের টি টোয়েন্টি বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছিলেন অশ্বিন। দলের হয়ে ঠিকঠাক পারফরমেন্স না দেখানোয় আবার দলের বাইরে চলে যেতে হয় অশ্বিনকে। যদিও ক্যাপ্টেন রোহিত চাইবে ইন্ডিয়ার উইকেটে অশ্বিনের মতন বোলারকে সুযোগ দিতে এবং তার থেকে তার সেরাটা নেওয়ার। বর্তমান বিশ্বের অন্যতম সেরা স্পিন বোলার। ভারতীয় দলের হয়ে ৯৪ টেস্টে ৩১৮৫ রান বানিয়েছেন ও নিয়েছেন ৪৮৯ টি উইকেট। ১১৩ ওডিআই ম্যাচে নিয়েছেন ১৫১ উইকেট ও ৬৫ টি টোয়েন্টি ম্যাচে নিয়েছেন ৭২ উইকেট।

Read More: World Cup 2023: দেশের মাটিতে বিশ্বকাপে ‘ফেভারিট’ ভারত, তৃতীয় খেতাব জিততে টিম ইন্ডিয়ার বাজি হতে পারেন এই ১৫ ক্রিকেটার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *