রঞ্জির ফাইনালে আবার ফ্লপ ক্যাপ্টেন অজিঙ্কা রাহানে, সতীর্থ রবিচন্দ্রন অশ্বিন নিলেন ক্লাস !! 1

৪২ বারের জন্য রঞ্জি ট্রফিতে নিজেদের নাম লেখাতে প্রস্তুত টিম মুম্বই। ক্যাপ্টেন অজিঙ্কা রাহানের নেতৃত্বে আবার ২০২২ সালের পর ফাইনালে পৌছালো মুম্বই। ২০১৫-১৬ সালে শেষবারের মতন রঞ্জি ট্রফি জেতার স্বাদ পেয়েছিল মুম্বই। মেগা ফাইনালে বিধৰ্ভ’র মুখোমুখি হয়েছে মুম্বই। বর্তমানে চালকের আসনে রয়েছে মুম্বই। তবে প্রথম ইনিংসে মুম্বই ব্যাটসম্যানদের ব্যাটিং ছিল অতি সাধারণ, যার কারণে ক্রিকেট মহলে উঠেছিল নানা প্রশ্ন। বিশেষ করে মুম্বই দলের ক্যাপ্টেন অজিঙ্কা রাহানের ব্যাট এই মরশুমে একেবারে শান্ত।

আরও পড়ুন | “স্বার্থপর সমাজে ও বিরল…” ক্যাপ্টেন রোহিতের প্রশংসায় পঞ্চমুখ অশ্বিন, দিলেন বড় বয়ান !!

পুরো মরশুম জুড়েই ব্যার্থ রাহানে

Ajinkya Rahane, ravichandran ashwin
Ajinkya Rahane | Image: Getty Images

ফাইনালের আগে ১৬.৯২ গড়ে ১৪ ইনিংসে ২২০ রান বানাতে সক্ষম হয়েছেন। এবং ফাইনালের প্রথম ইনিংসে মাত্র ৭ রান বানিয়ে প্যাভিলিয়নে ফিরে যেতে হয় ক্যাপ্টেনকে। প্রথম ইনিংসে তার আউটের পর্যালোচনা করেন সতীর্থ রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। প্রসঙ্গত, প্রথম ইনিংসে একটি ডেলিভারি রাহানের প্যাডে গিয়ে লাগে, আউটের সিদ্ধান্তটি খুবই ঘনিষ্ঠ ছিল। রাহানের আউট নিয়ে বিদর্ভ অত্যন্ত আত্মবিশ্বাসী ছিল তবে এলবিডব্লিউ আবেদন থেকে বেঁচে যান তিনি। তবে রিপ্লেতে বোঝা যাচ্ছে এখানে আম্পায়ার ভুল করেছেন। অশ্বিন রাহানের এই বলটি খেলার জন্য সমালোচনা করেছেন।

অশ্বিন নিলেন রাহানের ক্লাস

আসলে রাহানে (Ajinkya Rahane) ডেলিভারির লাইনটি ভুল পড়েছেন যার ফলে কিছুটা অস্বস্তি হয়েছে এবং অশ্বিনও ইনস্টাগ্রামে মন্তব্য করে লিখেছেন, “আমাদের অজিঙ্কা রাহানের হেড পজিশন নিয়ে কথা বলতে হবে। যখন মাথা পড়ে যায়, তখন কাট হওয়া ডেলিভারিগুলি খেলা কঠিন হয়ে পড়ে। যখন আপনার মাথা নিচে নেমে আসে তখন এইসমস্ত বলগুলি খেলতে গেলে আপনাকে সতর্ক থাকতে হবে।” প্রথম ইনিংসে জলদি আউট হলেও দ্বিতীয় ইনিংসে ৭৩ রানের ইনিংস খেলেন রাহানে। পাশাপশি মুশির খান ১৩৬, শ্রেয়স ৯৫ ও শামস মুলানির ৫০’রানের বিনিময়ে দলকে পৌঁছে দেন ৪১৮তে।

আরও পড়ুন | আইপিএল শুরুর আগেই খারাপ খবর, ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন মোহাম্মদ শামি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *