IPL 2025: পাঞ্জাবের বিপক্ষে অধিনায়ক বদল KKR'এর, আজিঙ্কা রাহানে ছাড়ছেন পদ !! 1

IPL 2025: গতবারের চ্যাম্পিয়ন দল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) এই বছর আইপিএলে নতুন অধিনায়ক আজিঙ্কা রাহানের (Ajinkya Rahane) সঙ্গে নতুন উদ্যমে যাত্রা শুরু করেছিল। কিন্তু ধারাবাহিকভাবে জয় তুলে নিয়ে টুর্নামেন্টে এগিয়ে যেতে ব্যর্থ হচ্ছে কেকেআর। এখনও পর্যন্ত চলতি টুর্নামেন্টের ৬ ম্যাচের মধ্যে ৩ ম্যাচে জয় পেয়েছে কলকাতা। আজ পাঞ্জাব কিংসের (Punjab Kings) বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামতে চলেছে নাইট বাহিনী। এবার টুর্নামেন্টের মধ্যেই দলের অধিনায়ক বদল হতে চলেছে বলে খবর সামনে এসেছে।‌

কেকেআরের অধিনায়ক বদল-

IPL 2025: পাঞ্জাবের বিপক্ষে অধিনায়ক বদল KKR'এর, আজিঙ্কা রাহানে ছাড়ছেন পদ !! 2
Ajinkya Rahane | Image: Getty Images

চলতি আইপিএলে আজিঙ্কা রাহানে (Ajinkya Rahane) ব্যাট হাতে দুরন্ত ছন্দে রয়েছেন। তিনি ৬ ম্যাচের মধ্যে ২০৬ রান সংগ্রহ করেছেন। রাহানের ব্যাট থেকে এসেছে ২ টি দুরন্ত অর্ধশতরান। ফলে কলকাতার ব্যাটিং অর্ডারে এই তারকা ব্যাটসম্যানের গুরুত্ব অনেকটাই বৃদ্ধি পেয়েছে। ফলে রাহানের ওপর থেকে অধিনায়কত্বের চাপ কমাতে চাইছেন নাইট কর্মকর্তারা। সূত্র অনুযায়ী পাঞ্জাব কিংসের বিপক্ষে এই অভিজ্ঞ ব্যাটসম্যানের বদলে কুইন্টন ডি কককে (Quinton de Kock) অধিনায়কত্ব করতে দেখা যাবে বলে জানা যাচ্ছে। ডি কক একজন পরিণত ক্রিকেটার হিসেবে আইপিএলে ১১৩ টি ম্যাচ খেলেছেন। দক্ষিণ আফ্রিকার হয়েও ১৫৫ টি ওডিআই ম্যাচে অংশগ্রহণ করেছেন তিনি। এমনকি এই তারকা ব্যাটসম্যানের জাতীয় দলের হয়ে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা রয়েছে। ফলে কলকাতা নাইট রাইডার্সকে (KKR) কুইন্টন ডি কক (Quinton de Kock) নেতৃত্ব দিয়ে সফলতা এনে দেবেন বলে ভক্তরা মনে করছেন।‌

Read More: “রোহিত শর্মাকে ক্যাপ্টেন করুন….”, নিতা আম্বানির কাছে কাতর আবেদন MI ভক্তের, ভিডিও ভাইরাল !!

চলতি আইপিএলে নাইটদের পারফর্মেন্স-

IPL 2025: পাঞ্জাবের বিপক্ষে অধিনায়ক বদল KKR'এর, আজিঙ্কা রাহানে ছাড়ছেন পদ !! 3
KKR vs SRH | Image: Getty Images

কলকাতা নাইট রাইডার্স (KKR) এই বছর আইপিএলের উদ্বোধনী ম্যাচে ইডেন গার্ডেন্সে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) বিপক্ষে মাঠে নেমেছিল। কিন্তু ম্যাচে নাইট বাহিনী ৭ উইকেটে হারের সম্মুখীন হয়। তবে দ্বিতীয় ম্যাচে রাজস্থান রয়্যালসকে (RR) ৮ উইকেটে হারিয়ে জয়ের মধ্যে ফেরে আজিঙ্কা রাহানের দল। এরপর তৃতীয় ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের (MI) বিপক্ষে আবারও ৮ উইকেটে পরাজিত হয় তারা। তবে সম্প্রতি লখন‌উ সুপার জায়ান্টসের (LSG) বিপক্ষে ৪ রানে হারলেও সানরাইজার্স হায়দ্রাবাদের (SRH) বিপক্ষে ৮০ রানে এবং চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ৮ উইকেটে পরাজিত করে নতুন করে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে নাইট বাহিনী।

Read Also: IPL 2025: সুবিধা করে দেওয়া হয়েছে ধোনিদের, লক্ষ্ণৌ-চেন্নাই ম্যাচ ঘিরে উঠলো ফিক্সিং-এর অভিযোগ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *