IPL 2026: বাদ শ্রেয়স-চাহাল-ম্যাক্স‌ওয়েল, PBKS'এর রিটেন তালিকা এল প্রকাশ্যে !! 1

এই বছর আইপিএলে (IPL 2025) শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer) নিয়ে দল সাজিয়েছিল পাঞ্জাব কিংস (Punjab Kings)। এই তারকা ব্যাটসম্যানের নেতৃত্বে একের পর এক ম্যাচে জয় তুলে নিয়ে শেষ পর্যন্ত ফাইনালে পৌঁছাতে সক্ষম হয়েছিল প্রীতি জিন্টার (Preity Zinta) দল। তবে চ্যাম্পিয়ন হতে ব্যর্থ হয় তারা। ট্রফি জয়ের স্বপ্ন ভঙ্গ হ‌ওয়া এখনও ভক্তদের মনে ক্ষত হয়ে আছে। ফলে কর্মকর্তারা আগামী মরসুমের আগে দল গোছানোর কাজে মাঠে নেমে পড়েছে। একাধিক গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে দল থেকে ছেড়ে দিতে পারে পাঞ্জাব। সেই তালিকা এবার সামনে এল।

Read More: আর নয় জামাই আদর, দলে টিকতে ঘরোয়া ক্রিকেট খেলতেই হবে—রোহিত-বিরাটদের স্পষ্ট বার্তা BCCI’র !!

পাঞ্জাব কিংসের পারফর্মেন্স-

Ipl 202
PBKS vs RCB | Image: Getty Images

এই বছর আইপিএলের লিগ পর্বে ১৪ ম্যাচের মধ্যে ৯ ম্যাচে জয় তুলে নিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষস্থানে শেষ করেছিল পাঞ্জাব কিংস। এরপর কোয়ালিফার ২’এ মুম্বাই ইন্ডিয়ান্সকে (Mumbai Indians) পরাজিত করে ফাইনালে পৌঁছায় শ্রেয়স আইয়ারের দল। ফাইনালে তারা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bangaluru) বিপক্ষে মাঠে নামে। ম্যাচে শশাঙ্ক সিং (Shashank Singh) ৬১ রানে লড়াই চালালেও শেষ পর্যন্ত ৬ রানে জয় তুলে নিয়ে আরসিবি আইপিএলের ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়।

বছর অনুযায়ী পাঞ্জাব কিংসের পারফর্মেন্স-

২০০৮- তৃতীয়
২০০৯- পঞ্চম
২০১০- অষ্টম
২০১১- পঞ্চম
২০১২- ষষ্ঠ
২০১৩- ষষ্ঠ
২০১৪- রানার্স আপ
২০১৫- অষ্টম
২০১৬- অষ্টম
২০১৭- পঞ্চম
২০১৮- সপ্তম
২০১৯- ষষ্ঠ
২০২০- ষষ্ঠ
২০২১- ষষ্ঠ
২০২২-‌ষষ্ঠ
২০২৩- অষ্টম
২০২৪- নবম
২০২৫- রানার্স আপ

সম্ভব্য রিটেন তালিকা-

Ipl 2025
PBKS | Image: Getty Images

প্রিয়াংশ আর্য‌, জশ ইংলিশ, নেহাল ওয়াধেরা, শশাঙ্ক সিং, আজমাতুল্লাহ ওমরজাই‌, মার্কো জ্যানসেন, বিজয় কুমার ভিশাক, আর্শদীপ সিং, প্রভসিমরান সিং, সূর্যাংশ সেডগে, হারপ্রীত বার, প্রবীন দুবে, বিষ্ণু বিনোদ, যশ ঠাকুর, মুশির খান, লকি ফার্গুসন, কুলদীপ সেন, হারনূর পান্নু

সম্ভাব্য রিলিজ তালিকা-

শ্রেয়স আইয়ার, মার্কাস স্টোইনিস, গ্লেন ম্যাক্সওয়েল, যুজবেন্দ্র চাহাল, জেভিয়ার বার্টলেট, অ্যারন হার্ডি, কাইল জ্যামিসন

Read Also: আইপিএলের আগে বড় ধাক্কা RCB’য়ে, চোটে ছিটকে গেলেন অধিনায়ক পাতিদার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *