IPL 2025: ডিভোর্সের পরেও রঙিন যুজবেন্দ্র চাহাল, আইপিএলের আগেই পেলেন কোটি কোটি টাকা !! 1

IPL 2025: ক্রিকেটের বাইরেও যুজবেন্দ্র চাহালকে (Yuzvendra Chahal) বর্তমানে আলোচনায় থাকতে দেখা যাচ্ছে। বহুদিন জাতীয় দলের জার্সিতে মাঠে নামতে দেখা যাইনি এই তারকা স্পিনারকে। কিন্তু আইপিএলের মঞ্চে প্রতি বছর বল হাতে জ্বলে ওঠেন তিনি‌‌। ম্যাচের যেকোনো সময় বিপক্ষদের চাপে ফেলতে সিদ্ধহস্ত চাহাল। ব্যক্তিগত জীবনে সমস্ত সমস্যা কাটিয়ে আবারও আসন্ন আইপিএলে তাকে দেখা যাবে। ২০২৫ আইপিএলের মেগা নিলামে রেকর্ড দামে পাঞ্জাব কিংস (Punjab Kings) দলে নিয়েছে এই তারকা স্পিনারকে।

ডিভোর্সের পরেও রঙিন যুজবেন্দ্র চাহাল-

IPL 2025: ডিভোর্সের পরেও রঙিন যুজবেন্দ্র চাহাল, আইপিএলের আগেই পেলেন কোটি কোটি টাকা !! 2
Yuzvendra Chahal | Image: Getty Images

স্ত্রী ধনশ্রী বর্মার (Dhanashree Verma) সঙ্গে বিবাহবিচ্ছেদের মামলায় জড়িয়ে খবরের শিরোনামে উঠে এসেছিলেন চাহাল (Yuzvendra Chahal)। তবে সব বিতর্ক ভুলে এই বছর চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে তিনি বন্ধবি আরজে মাহভাশের (RJ Mahvash) সঙ্গে আনন্দে মেতে ওঠেন। ফলে তাদের সম্পর্ক নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা শুরু হয়। এই উত্থান-পতনের মধ্যে দিয়ে যাওয়া চাহাল (Yuzvendra Chahal) আইপিএলের মেগা নিলামেও চমক দিয়েছেন। ১৮ কোটি টাকার রেকর্ড দামে পাঞ্জাব কিংস‌ (Punjab Kings) তাকে দলে নিয়ে নতুন করে দল সাজিয়েছে। এই বছর আর্শদীপ সিং (Arshdeep Singh), যশ ঠাকুরের (Yash Thakur) সঙ্গে পাঞ্জাবের বোলিং আক্রমণকে নেতৃত্ব দেবেন যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। উল্লেখ্য এর আগে এই তারকা স্পিনার দীর্ঘদিন ধরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bangaluru), রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) মতো দলের হয়ে খেলেছেন।

চাহালের সাম্প্রতিক পারফর্মেন্স-

IPL 2025: ডিভোর্সের পরেও রঙিন যুজবেন্দ্র চাহাল, আইপিএলের আগেই পেলেন কোটি কোটি টাকা !! 3
Yuzvendra Chahal | Image: Getty Images

এই ভারতীয় তারকা আন্তর্জাতিক ক্রিকেটে ২০১৬ সাল থেকে দেশের হয়ে একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচে অংশগ্রহণ করেছেন। ২০১৯ ওডিআই বিশ্বকাপে চাহাল (Yuzvendra Chahal) ‘মেন ইন ব্লু’-দের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। তবে সাম্প্রতিক সময়ে তিনি জাতীয় দলে জায়গা করে নিতে পারছেন না। কিন্তু আইপিএলে (IPL 2025) প্রতিবছর চাহাল নিজের ছাপ রাখার চেষ্টা করেন। ২০২২ আইপিএলে এই তারকা স্পিনার ১৭ ম্যাচে রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) হয়ে ২৭ টি উইকেট তুলে নিয়ে সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী হন এবং পার্পেল ক্যাপ জয় করেন। এছাড়াও চাহাল (Yuzvendra Chahal) আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী হিসেবে রেকর্ড তৈরি করেছেন। এখনও পর্যন্ত এই টুর্নামেন্টে ১৬০ ম্যাচে ২০৫ টি উইকেট সংগ্রহে আছে তার। ফলে আসন্ন আইপিএলেও পাঞ্জাব কিংসের (Punjab Kings) হয়ে বল হাতে জ্বলে উঠতে প্রস্তুত চাহাল।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *