IPL 2025: আইপিএলের মতো টুর্নামেন্টে ট্রফি জয় করা প্রতিটি ক্রিকেটারের স্বপ্ন হয়ে থাকে। তবে এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার জন্য পারফর্ম্যান্সের সঙ্গে সঙ্গে ভাগ্যেরও প্রয়োজন হয়। ধারাবাহিকভাবে ভালো পারফর্ম্যান্স করেও বিরাট কোহলির (Virat Kohli) মতো তারকা ক্রিকেটার এখনও পর্যন্ত আইপিএলে ট্রফি জয় করতে পারেননি। পাঞ্জাব কিংসও (Punjab Kings) পূর্বে কিংস ইলেভেন পাঞ্জাব হিসাবে আইপিএলের উদ্বোধনী মরসুম থেকে অংশগ্রহণ করলেও একবারও চ্যাম্পিয়নদের তালিকায় নিজেদের নাম লেখাতে পারিনি। তবে এই বছর প্রীতি জিন্টা (Preity Zinta) নতুন কৌশল অবলম্বন করে চমক দিতে চলেছেন।
প্রথমবারের মতো ট্রফি জিতবে পাঞ্জাব কিংস-

আইপিএলের ইতিহাসে পাঞ্জাব কিংস (Punjab Kings) অন্যতম সফল দল হলেও তারা এখনও পর্যন্ত টুর্নামেন্টে ট্রফি জয় করতে পারেনি। ২০১৪ সালে পাঞ্জাব এই টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ৩ উইকেটে জয় তুলে নেয়। ম্যাচে পাঞ্জাব কিংসের (Punjab Kings) হয়ে ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha) দুরন্ত শতরান করেছিলেন। তবে এরপর আর আইপিএলের (IPL);ফাইনালে পৌঁছাতে পারিনি প্রীতি জিন্টার দল। তবে এই বছর মেগা নিলামে শ্রেয়াস আইয়ারকে (Shreyas Iyer) দলে নিয়ে ট্রফি জয়ের রাস্তা পাকা করেছে পাঞ্জাব। মোক্ষম কৌশলটি চেলেছেন প্রীতি জিন্টা (Preity Zinta)। ২৬.৭৫ কোটি টাকায় রেকর্ড দামে তিনি এই তারকা ব্যাটসম্যানকে দলে নিয়েছেন। ফলে ভাগ্য ফিরতে চলেছে পাঞ্জাব কিংসের।
শ্রেয়সের ভাগ্যেই ফিরবে পাঞ্জাবের সুদিন-

২০২৩ বিশ্বকাপে ভারতীয় দলকে ফাইনালে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এই টুর্নামেন্টে ১১ ম্যাচে ৫৩০ রান সংগ্রহ করেছিলেন তিনি। অন্যদিকে গত বছর এই তারকা ব্যাটসম্যানের নেতৃত্বে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) তৃতীয়বারের মতো আইপিএলে চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস তৈরি করে। এই বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতেও (Champions Trophy 2025) শ্রেয়স (Shreyas Iyer) ব্যাট হাতে বিধ্বংসী ফর্মে ছিলেন। তিনি একাই ৫ ম্যাচে ২৪৩ রান সংগ্রহ করে ভারতের হয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রহকারী হয়েছেন। এর সঙ্গেই এই তারকা ব্যাটসম্যান হয়ে উঠেছেন চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের অন্যতম নায়ক। ফলে সাম্প্রতিক সময়ে শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) ভাগ্য নিয়ে ইর্ষা করা যেতেই পারে। এবার এই তারকা ব্যাটসম্যানের ভাগ্যকে কাজে লাগিয়ে চ্যাম্পিয়ন হতে চাইছে পাঞ্জাব কিংস (Punjab Kings)।